আমার জেলা – বাঁকুড়া ।। আজ প্রশাসনিক

বাঁকুড়া-প্রশাসনিক

১. বাঁকুড়া জেলার ভৌগোলিক অবস্থান কীরূপ ?
উঃ) 22 ডিগ্রি 38 মিঃ থেকে 23 ডিগ্রি 38 মিঃ উত্তর ও 86 ডিগ্রি 36 মিঃ থেকে 87 ডিগ্রি 46 মিঃ পূর্ব।

২. বাঁকুড়া জেলার আয়তন কত ?
উঃ) 6,882 বর্গ কিঃমিঃ।

৩. বাঁকুড়া জেলার মহকুমার সংখ্যা কত ?
উঃ) তিনটি, বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুর ।

৪. বাঁকুড়া জেলার থানার সংখ্যা কয়টি ?
উঃ) 23 টি ।

৫. বাঁকুড়া জেলার ব্লক সংখ্যা কয়টি ?
উঃ) 22 টি।

৬. বাঁকুড়া জেলায় কয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ?
উঃ) 190 টি।

৭. বাঁকুড়া জেলায় কতগুলি গ্রাম রয়েছে ?
উঃ) 3832 টি।

৮. বাঁকুড়া সদর মহকুমার আয়তন কত ?
উঃ) 2596.11 বর্গ কিঃমিঃ।

৯. খাতড়া মহকুমার আয়তন কত ?
উঃ) 2407.49 বর্গকিলোমিটার ।

১০.বিষ্ণুপুর মহকুমার আয়তন কত ?
উঃ) 1870.75 বর্গ কিঃমিঃ।

১১. বাঁকুড়া জেলার তিন পৌরসভায় মোট ওয়ার্ড সংখ্যা কত ?
উঃ) 58 টি।

১২. বাঁকুড়া জেলার বর্তমান জেলা শাসক কে ?
উঃ) ডঃ উমা শঙ্কর।

১৩. বাঁকুড়া জেলায় বিধানসভার সংখ্যা কত ?
উঃ) 12 টি।

১৪. বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্রের ক্রমিক সংখ্যার বিস্তার কীরূপ ?
উঃ) 247(সালতোড়া) – 256 (সোনামুখী)।

১৫. বাঁকুড়া সদর মহকুমায় ব্লক সংখ্যা কয়টি ?
উঃ ) আট টি (বাঁকুড়া ১, বাঁকুড়া ২, ছাতনা, মেজিয়া, গঙ্গাজলঘাঁটি, ওন্দ, সালতোড়া, বরজোড়া)।

১৬.খাতড়া মহকুমায় ব্লক সংখ্যা কয়টি ?
উঃ) আটটি (খাতড়া, ইন্দপুর, রাইপুর, হিরবাঁধ, রানীবাঁধ, সারেঙ্গা, সিমলাপাল, তালডাঙ্গরা)।

১৭. বিষ্ণুপুর মহকুমায় ব্লক সংখ্যা কয়টি ?
উঃ) ছয়টি (বিষ্ণুপুর, কোতলপুর, জয়পুর, সোনামুখী, ইন্দাস, পাত্রসায়ের)।

১৮.বাঁকুড়া জেলার তিন পৌরসভার নাম কি ?
উঃ) বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী ।

১৯. বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত ?
উঃ) মেদনীপুর বিভাগ।

20.বাঁকুড়া জেলার (সদর) বর্তমান SDO এর নাম কি ?
উঃ) অসীম কুমার বালা।

-গোপাল মণ্ডল।
©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া।

SLST GEOGRAPHY STUDY MATERIAL

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত