ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৩

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. কাথাল গুড়ি গ্যাস শক্তি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অসমে।

2. ভারতের প্রথম পোশাক পার্ক কোথায় গড়ে উঠেছে ?
উঃ তামিলনাড়ুর তিরুপুরে।

3. ভারতের সবথেকে শিল্পোন্নত রাজ্য কোনটি ?
উঃ মহারাষ্ট্র।

4. HMT এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Hindustan Machine Tools.

5. ভারতের বৃহত্তম সিমেন্ট শিল্প কোথায় অবস্থিত ?
উঃ ছত্তিশগড়ের জামুলে।

6. ভারতের উদীয়মান শিল্প কাকে বলে ?
উঃ পেট্রো রসায়ন শিল্পকে।

7. লেপচা উপজাতি কোন রাজ্যের ?
উঃ সিকিম।

8. কোলি সম্প্রদায়ের মত্স্যজীবী কোন রাজ্যের অধিবাসী ?
উঃ মহারাষ্ট্র।

9. কলকাতা বন্দরের বিশেষ পরিচিতি কি ?
উঃ পুনঃ রপ্তানী বন্দর।

10. ভারতের সর্বাধিক সংখ্যক বন্দর কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মহারাষ্ট্রে।

11. সমুদ্রে ভারতীয় EEZ এর পরিমাণ কত ?
উঃ 24 লক্ষ বর্গকিলোমিটার।

12. Freight Corridor Project কবে চালু হয় ?
উঃ 2006 সালে।

13. ভারতে কয় প্রকার উপজাতির উপস্থিতি রয়েছে ?
উঃ 573 টি।

14. বৈগা কোন রাজ্যের উপজাতি ?
উঃ মধ্যপ্রদেশের।

15. বিশ্বের বৃহত্তম অভ্রখনির নাম কি ?
উঃ কোডার্মা।

16. National Mineral Development Corporation কবে গঠিত হয় ?
উঃ 1958 সালে।

17. বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি ?
উঃ কেইবুল লামজাও।

18. Indian Council of Forestry Research and Education এর সদরদপ্তর কোথায় অবস্থিত ?
উঃ দেরাদুনে।

19. মুম্বাই শহর কোন দ্বীপে অবস্থিত ?
উঃ সলসেট্টে দ্বীপে।

20. ভারত সরকারের পশু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উঃ মুক্তেস্বরে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১০”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১২”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত