জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর ।। চতুর্থ পর্ব ।। স্কুল সার্ভিস ভূগোল

স্কুল সার্ভিস ভূগোল

আপনি স্কুল সার্ভিস ভূগোলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ? আপনার শিক্ষক/শিক্ষিকা হাওয়ার চরম আকাঙ্খা কে বাস্তবায়িত করতে আমরা আপনাকে সুবর্ণ সূযোগ দিচ্ছি। আপনাদের সফলতা সুগম করতে আমরা চালু করেছি বিশেষ ব্যবস্থা যা ডিজিটাল মিডিয়াতে এই প্রথম। আপনি বাড়িতে বসে প্রতি মূহুর্তে আমাদের Guide এর মাধ্যমে নিজের বিষয় চর্চা করে অনায়াসেই সফল হতে পারবেন।

টপিক অনুযায়ী প্রশ্নোত্তর, বিস্তারিত আলোচনা এবং প্রতিনিয়ত অনলাইন মক টেস্টের সুযোগের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করে সফলতাকে আলিঙ্গন করুণ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি “জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর” পর্ব-৪ (Climatology 100 SAQ Part-3)

জলবায়ু বিদ্যা

♦জলবায়ু বিদ্যা ১০০টি প্রশ্ন ও উত্তর♦

১) কোপেনের Af ও Aw জলবায়ুর মধ্যবর্তী জলবায়ু কোনটি?
উঃ Am

২) Waste কথাটির অর্থ কি?
উঃ জার্মান শব্দ Waste = মরু।

৩) ১২ মাসে P/E Ratio যোগফল থেকে কি পাওয়া যায়?
উঃ P/E Index

৪) ১৯৪৮ সালে থর্ণওয়েট কি তত্ত্বটি প্রদান করেন?
উঃ Potential Evapo-Transpiration

৫) জলীয় বাষ্পের সূচক বা Moisture Index এর আবিষ্কর্তা কে?
উঃ থর্ণওয়েট ও ম্যাথার।

৬) জলীয় বাষ্পের সূচক বোঝাতে থর্ণওয়েট কি চিহ্ন ব্যবহার করেন?
উঃ I’m

৭) Dw এর অর্থ কি?
উঃ তুষার অরণ্য শীত ঋতু শুষ্ক।

৮) Aw এর অর্থ কি?
উঃ সাভানা জলবায়ু।

৯) m কোন জলবায়ুর অধীন?
উঃ A

১০) থর্নওয়েটের জলসংস্থান সূচকের সূত্র কি?
উঃ ১০০(S – D)/PEVTN

  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর (প্রথম পর্ব): Click Here
  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর (দ্বিতীয় পর্ব): Click Here
  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর (তৃতীয় পর্ব): Click Here

১১) Anctic Smoke কাকে বলে?
উঃ বাষ্পীয় কুয়াশা।

১২) Foggiest Place Of The World কাকে বলে?
উঃ নিউ ফাউন্ডল্যান্ড ( বছরে ২০০০ ঘন্টা কুয়াশাচ্ছন্ন থাকে)।

১৩) Pogonip কি?
উঃ উত্তর আমেরিকার পার্বত্য অঞ্চলের Frost Smoke কে Pogonip বলে।

১৪) কত সালে আন্তর্জাতিক মেঘ মানচিত্র উপস্থাপন করা হয়?
উঃ ১৮৯৬ সালে।

১৫) Rime কি?
উঃ অতি শীতল জলবিন্দুগুলো দ্রুত হিমায়িত হওয়ার ফলে অতি ক্ষুদ্র বিশিষ্ট বরফকনার অভেদ্য প্রলেপকে Rime বলে।

১৬) অপরিপৃক্ত বায়ুর উষ্ণতা প্রতি কিমিকে কত হারে কমতে থাকে?
উঃ ১০ ডিগ্রি C (এই হ্রাসের হারকে শুষ্ক রুদ্ধ তাপহ্রাস হার বলে)।

১৭) Virga কি?
উঃ সূর্যতাপে বাষ্পীভূত বৃষ্টিকে Virga বলে।

১৮) মেঘের শ্রেণীবিভাগের প্রবর্তক কে?
উঃ Baptist Lamancke

১৯) জেট বায়ুর গতিবেগ কত?
উঃ ৩২২-৪৮৩ কিমি/ঘঃ

২০) কে জেট বায়ু আবিষ্কার করেন?
উঃ বেকেন।

২১) কত সালে বেকেন জেটবায়ু আবিষ্কার করেন?
উঃ ১৯৪৪

২২) কোন ঋতুতে জেট বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়?
উঃ শীত।

২৩) কোন উচ্চতায় জেটবায়ুর গতিবেগ সবচেয়ে বেশি?
উঃ ৯-১২ কিমি।

২৪) একটি জেট চক্র সম্পন্ন হতে কত সময় লাগে?
উঃ ৪-৬ সপ্তাহ।

২৫) জেটবায়ু প্রবাহের অক্ষাংশ গত অবস্থান কি?
উঃ ৩০-৩৫ ডিগ্রি উঃ/দঃ

২৬) জেট বায়ুপ্রবাহের সর্বাপেক্ষা স্থায়ী তরঙ্গটি কোথায় অবস্থান করে?
উঃ ৭০ ডিগ্রি পশ্চিম-১৫০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা।

২৭) মোট কয়টি জেটপ্রবাহ পৃথিবীতে রয়েছে?
উঃ ৬-৭ টি।

২৮) সবচেয়ে গতিশীল জেট বায়ু কোনটি?
উঃ মেরু জেট।

২৯) দুর্বলতম জেট বায়ু কোনটি?
উঃ উপক্রান্তীয় জেট।

৩০) দঃ গোলার্ধের কোথায় জেটবায়ু বলয়ের আকারে প্রবাহিত হয়?
উঃ আন্টার্কটিকা।

♦SLST GEOGRAPHY STUDY MATERIAL♦

৩১) কত সালে মৌসুমি শব্দটি প্রথম ব্যবহার করা হয়?
উঃ ১৮৮৩

৩২) কোন মেঘের দ্বারা বজ্রঝড় সৃষ্টি হয়?
উঃ কিউমুলোনিম্বাস।

৩৩) একটি পরিনত বজ্রঝড়ে কয়টি পরিচালন কোশ থাকে?
উঃ ৫-৮ টি।

৩৪) বজ্রঝড়ের উল্লম্ব বিস্তার কত কিমি?
উঃ ৪-২০ কিমি

৩৫) বজ্রঝড়ের নিম্নমুখী বায়ুপ্রবাহ যুক্ত অঞ্চলটি কি নামে পরিচিত?
উঃ অনুবাত পার্শ্ব।

৩৬) বজ্রঝড়ের কিউমুলাস মেঘ বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে?
উঃ ট্রপোপজ।

৩৭) বজ্রঝড়ের মেঘের আকৃতি কেমন?
উঃ কামারের হাপরের ন্যায়।

৩৮) নিরক্ষীয় অঞ্চলের প্রত্যহ বিকেলে বৃষ্টি ; কালবৈশাখী কোন প্রকার বজ্রঝড়?
উঃ তাপীয় বজ্রঝড়।

৩৯) কোন সময় পরিবাহিত বজ্রঝড় দেখা যায়?
উঃ রাতের বেলায়।

৪০) স্কোয়াল লাইন কোন ঝড়ে দেখা যায়?
উঃ বজ্রঝড়ে। ( স্কোয়াল লাইনের গতিবেগ ১৬০ কিমি/ঘঃ)

৪১) কোন অঞ্চলে সর্বাধিক বজ্রঝড় দেখা যায়?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।

৪২) বজ্রঝড়ের সবচেয়ে বড়ো কোশকে কি বলে?
উঃ সুপার সেল।

৪৩) তড়িৎ জেট কোথায় প্রবাহিত হয়?
উঃ মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যে।

৪৪) জেট বায়ুর কোন পর্যায় কে High Zonal Index বলে?
উঃ প্রথম পর্যায়।

৪৫) জেট বায়ুর কোন পর্যায় কে Low Zonal Index বলে?
উঃ চতুর্থ পর্যায়।

৪৬) বায়ুচাপের দ্রুত পরিবর্তন মাপার যন্ত্র কি?
উঃ ব্যারোগ্রাম।

৪৭) অধিক উচ্চতায় বায়ুচাপ পরিমাপের যন্ত্র কি?
উঃ অল্টিমিটার।

৪৮) পঃবঃ কোনটি পরিচলন বৃষ্টিপাত?
উঃ কালবৈশাখী।

৪৯) জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
উঃ ৫৩৭ ক্যালোরি/গ্রাম।

৫০) সরাসরি বাষ্পীভবনের জন্য কোন শক্তি দরকার?
উঃ ঊর্ধপাতনের লীনতাপ।

৫১) থর্নওয়েট জলবায়ুর শ্রেনীবিভাগে কিসের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
উঃ বাষ্পীভবন।

৫২) থর্নওয়েট জলের উদ্বৃত্তের সূচক মান ৩৩.৩ এর বেশি হলে, তাকে কিসে প্রকাশ করেছেন?
উঃ w2

৫৩) কত সালে থর্নওয়েট জলবায়ুর শ্রেণীবিভাগে উদ্ভিদের ওপর গুরুত্ব দেন?
উঃ ১৯৪৮

৫৪) থর্ণওয়েট জলসংস্থান সূচক বোঝাতে কি ব্যবহার করেন?
উঃ I’m

৫৫) অধঃক্ষেপনের কার্যকারিতা কি?
উঃ মোট মাসিক বৃষ্টিপাত ও মোট মাসিক বাষ্পীভবনের অনুপাত।

৫৬) ঘূর্নবাত কয়প্রকার & কিকি?
উঃ ২ প্রকার — ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ।

৫৭) CAT কি?
উঃ Clean Air Turbulence

৫৮) ফুজিওয়ারা ফল কি?
উঃ যখন দুটি ঘূর্ণবাত পরস্পরের কাছাকাছি এসে পরস্পরকে আবর্তন করে, তখন তাকে ফুজিওয়ারা ফল বলে।

৫৯) বঙ্গোপসাগররে ঘূর্ণিঝড়ের গড় আয়ু কত দিন?
উঃ ৩-৫ দিন।

৬০) প্রশান্ত মহাসাগররে ঘূর্নিঝড়ের গড় আয়ু কত দিন?
উঃ ৭ দিন।

৬১) আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের গড় আয়ু কত দিন?
উঃ ৯ দিন।

৬২) ক্রান্তীয় ঘূর্নবাতের জীবন চক্রের কয়টি পর্যায় ও কিকি?
উঃ ৪ টি — প্রাথমিক পর্যায়, গঠন পর্যায়, পরিনত পর্যায় & অন্তিম পর্যায়।

৬৩) ক্রান্তীয় ঘূর্নবাতের কোন অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উঃ কুন্ডলী বলয়।

৬৪) ক্রান্তীয় ঘূর্নবাতের কোন অংশ সবথেকে ধ্বংসাত্মক?
উঃ কুন্ডলী বলয়।

৬৫) WWW কি?
উঃ World Weather Watch

৬৬) হাবুব কি?
উঃ সুদানে প্রবাহিত একপ্রকার শীতল স্থানীয় বায়ু।

৬৭) কর্ডোনাজো কি?
উঃ মেক্সিকোর পশ্চিম উপকূলের হ্যারিকেন জাতীয় স্থানীয় বায়ু।

৬৮) গ্রিগালে কি?
উঃ মাল্টা সহ পশ্চিম ভূমধ্যসাগর অঞ্চলে প্রবাহিত একপ্রকার স্থানীয় বায়ু।

৬৯) মারিন কি?
উঃ ফ্রান্সে প্রবাহিত এক প্রকার উষ্ণ, আর্দ্র স্থানীয় বায়ু।

৭০) লেভান্টে কি?
উঃ দক্ষিন ফ্রান্স ও পশ্চিম ভূমধ্যসাগরে প্রবাহিত একপ্রকার স্থানীয় বায়ু।

৭১) চুবাসকো কি?
উঃ মেক্সিকো, মধ্য ও দঃ আমেরিকায় বর্ষাকালে প্রবাহিত বজ্রবিদ্যুৎ সহ একপ্রকার স্থানীয় বায়ু।

৭২) আঁধি কি?
উঃ উত্তর-পূর্ব ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত উষ্ণ ধুলিঝড় যুক্ত স্থানীয় বায়ু।

৭৩) বায়ামো কি?
উঃ কিউবার দক্ষিন উপকূলে প্রবাহিত স্থানীয় বায়ু।

৭৪) কেপ ডাক্তার কি?
উঃ দক্ষিন আফ্রিকার উপকূলে বসন্ত-গ্রীষ্মকালে প্রবাহিত শুষ্ক স্থানীয় বায়ু।

৭৫) এলিফ্যান্টা কি?
উঃ ভারতের মালাবার উপকূলে সেপ্টেম্বর অক্টোবর মাসে দঃ-পঃ মৌসুমি বায়ুর সমাপ্তি হিসেবে প্রবাহিত একপ্রকার স্থানীয় বায়ু।

♦MGI E-BOOKS STORE♦

SLST GEOGRAPHY

“SLST GEOGRAPHY E-BOOK” টি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

৭৬) সমুদ্রবায়ু কোন সময় সবচেয়ে বেগে প্রবাহিত হয়?
উঃ অপরাহ্নে বা সন্ধ্যাবেলায়।

৭৭) স্থলবায়ু কোন সময় সবচেয়ে বেগে প্রবাহিত হয়?
উঃ ভোরবেলা।

৭৮) মৌসুমি শব্দটির অর্থ কি?
উঃ ঋতু।

৭৯) মৌসুমি বায়ু কয় প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার– গ্রীষ্মকালীন ও শীতকালীন।

৮০) ঘূর্ণবাত কয়প্রকার ও কিকি?
উঃ ২ প্রকার — ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ।

৮১) ঘূর্ণবাত উত্তর ও দক্ষিন গোলার্ধে কিরূপে প্রবাহিত হয়?
উঃ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে & দক্ষিন গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে।

৮২) ফেরেলের সূত্র কি?
উঃ পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে & দক্ষিন গোলার্ধে বামদিকে বেঁকে যায়।

৮৩) কে কত সালে ফেরেলের সূত্র আবিষ্কার করেন?
উঃ উইলিয়াম ফেরেল(১৮৫৫)।

৮৪) কোন গোলার্ধে সমোষ্ণরেখা গুলির বক্রতা বেশি?
উঃ উত্তর গোলার্ধে।

৮৫) কোন বায়ু স্থল ও সমুদ্রবায়ুর ব্যাপক সংস্করণ?
উঃ মৌসুমি বায়ু।

৮৬) কোন অঞ্চলে পৃথিবীর তাপ বাজেট উদ্বৃত্ত হয়?
উঃ নিরক্ষরেখা থেকে ৩৭-৩৮ ডিগ্রি উত্তর ও দক্ষিন অক্ষাংশ।

৮৭) কোন অঞ্চলে পৃথিবীর তাপ বাজেট হ্রাস পায়?
উঃ ৩৭-৩৮ ডিগ্রি উত্তর ও দক্ষিন অক্ষাংশ থেকে মেরুবৃত্তের দিকে।

৮৮) Adiabatic Lapse Rate কি?
উঃ ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি ১০০০ মিটারে ৬.৪ ডিগ্রি C উষ্ণতা হ্রাস পায়। একে Adiabatic Lapse Rate বলে।

৮৯) বায়ুর চাপ মাপক একক কি?
উঃ প্যাসকেল(Pa)/মিলিবার(mb)।

৯০) বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুচাপ বাড়ে না কমে?
উঃ কমে।

৯১) বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুচাপ বাড়ে না কমে?
উঃ বাড়ে।

৯২) সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত?
উঃ ১০১৩.২ মিলিবার।

৯৩) Trough ও Ridge কি?
উঃ বায়ুর নিম্নচাপের আকার যদি দীর্ঘ হয়, তাকে উচ্চ ঢাল /Trough এবং বায়ুর উচ্চচাপের আকার যদি দীর্ঘ হয়, তাকে ক্ষীন ঢাল/Ridge বলে।

৯৪) কোরিওলিস বল কি?
উঃ পৃথিবীর আবর্তন গত শক্তি।

৯৫) কার নামানুসারে কোরিওলিস বলের নামকরন করা হয়েছে?
উঃ বিজ্ঞানী গ্যাসপার্ড গুস্তাভে কোরিওলিস।

৯৬) জিওস্ট্রফিক বায়ু কি?
উঃ উর্দ্ধাকাশে সমচাপরেখার সঙ্গে সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয়, তাকে জিওস্ট্রফিক বায়ু বলে।

৯৭) রসবি তরঙ্গ কি?
উঃ ভূপৃষ্ঠ থেকে ৫০০ মিটার উচ্চতায় উভয় গোলার্ধে তরঙ্গায়িত পথে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত বায়ু কে রসবি তরঙ্গ বলে।

৯৮) কে রসবি তরঙ্গের উপস্থিতি প্রমান করেন?
উঃ সি. ডি. রসবি(১৯৩০)।

৯৯) কিকি উপাদান বায়ুচাপের তারতম্য ঘটায়?
উঃ উচ্চতা, উষ্ণতা ও জলীয় বাষ্প।

১০০) বায়ুর ঘনত্ব হ্রাসের হার কি?
উঃ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ৩০০ মিটার উচ্চতায় ৩৪ মিলিবার/১ ইঞ্চি বায়ুচাপ হ্রাস পায়।

  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর – চতুর্থ পর্ব (Climatology 100+ SAQ Part-4): Download PDF

-অরিজিৎ সিংহ মহাপাত্র (সহযোগী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)।
©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া।

  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর (প্রথম পর্ব): Click Here
  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর (দ্বিতীয় পর্ব): Click Here
  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর (তৃতীয় পর্ব): Click Here

SLST GEOGRAPHY ONLINE COACHING

মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার সাথে থেকে এখন SLST GEOGRAPHY এর প্রস্তুতি খুব সহজ। আপনি যেকোন জায়গা থেকেই পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব চালিয়ে যেতে পারবেন। কর্মস্থল হোক বা গৃহে, বন্ধুদের সাথে আড্ডায় বা নিরালায় যেকোনো সময় আপনি নিজের ডিভাইস থেকে নিরবিচ্ছিন্নভাবে ইচ্ছামতো পড়াশুনো করে নিজেকে প্রস্তুত করতে যুক্ত হয়ে যান “MGI SLST GEOGRAPHY ONLINE COACHING” এ।

অনলাইনে কোচিং নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

♦যে যে সুবিধা পাবেন সেগুলো হলোঃ

1. প্রতিটি টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর নিয়মিত পাবেন যা আপনি সপ্তাহ ধরে আয়ত্ব করে রবিবার মক টেস্টের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন।

2. সম্পূর্ণ কোর্সে আপনি 10,000 এর অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পাবেন যা আপনাকে SLST GEOGRAPHY এর প্রস্তুতিতে সম্পূর্ণ রূপে সাহায্য করবে।

3. প্রতি মুহুর্তে আমাদের Guidance এর মধ্যে থেকে আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন।

4. এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা পাবেন ইত্যাদি ইত্যাদি।

♦MGI E-BOOKS STORE♦

SLST GEOGRAPHY

♦”SLST GEOGRAPHY E-BOOK” টি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

♦SLST GEOGRAPHY STUDY MATERIAL♦

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত