প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি

WBPSC Sub Inspector of School 2018

West Bengal Public Service Commission -কর্তৃক প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর ২০১৮ পদের বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নং ২২/২০১৮)।

মোট শূন্যপদঃ

পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর ২০১৮ পদের মোট শূন্যপদ রয়েছে ৩৩৮টি। (UR-176, SC-74, ST-20, OBC A-34, OBC B-24, PWD-10)।

বেতন কাঠামোঃ

Rs. 9000 to 40,500 (P.B-4) plus Grade Pay Rs. 4700.

যোগ্যতাঃ

আবশ্যিকঃ
(১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তরে অন্তত পক্ষে দ্বিতীয় ডিভিশনে (40%) উত্তীর্ণ হতে হবে।

(২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষণ বা শিক্ষায় ব্যাচেলর ডিগ্রি (অর্থাৎ বি.এড ডিগ্রি)।

(৩) বাংলা অথবা নেপালি ভাষায় খুব ভালো পারদর্শী হতে হবে।

(৪) অফিসিয়াল কাজের জন্য ব্যাপক সফর করার ক্ষমতা থাকতে হবে।

অগ্রাধিকারঃ
(১) বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা।

(২) অতিরিক্ত পাঠক্রমমূলক কার্যক্রম সংগঠিত করার ক্ষমতা।

বয়সসীমাঃ

০১/০১/২০১৮ -এর মধ্যে ৩৬ বছরের কম বয়স হওয়া আবশ্যক।
বিদ্রঃ SC ও ST দের ৫ বছর, OBC দের ৩ বছর ও PH দের ৯ বছর ছাড় রয়েছে।

আবেদনের তারিখঃ

১৭ই জুলাই থেকে ৬ই আগষ্ট ২০১৮ পর্যন্ত।

আবেদন ফিঃ

Rs. 160 + Bank Charge.
বিদ্রঃ SC, ST, PH -দের আবেদন ফি লাগবে না।

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখঃ

অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ই আগষ্ট। আর আপনি যদি অফলাইনে টাকা দিতে চান তাহলে UBI Bank -এর যেকোনো শাখায় ৭ই আগষ্টের মধ্যে ১৬০ টাকা জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতিঃ

প্রথমে ১০০ মার্কসের Screening Test / Written Test (MCQ Type) হবে এবং পরবর্তীতে আরও ১০০ মার্কসের ইন্টারভিউ হবে।

সময়ঃ

১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ১ ঘন্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে।

পরীক্ষার তারিখঃ

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর তারিখ নির্ধারিত সময়ে নিম্নলিখিত অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

Link-1: www.pscwbonline.gov.in

Link-2: www.pscwbapplication.in

অনলাইনে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটঃ

www.pscwbapplication.in

কিভাবে আবেদন করবেন?

  • Apply Online for WBPSC Sub Inspector of School 2018: Apply Now

পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর পদের সিলেবাসঃ

General Studies (25): Indian History, Geography, Science, Economics, Biology, Political Science, Current Affairs or Current Events, Famous Days & Dates, Environmental Issues, Tourism, Countries and Capitals, Artists, Indian Economy, Inventions and Discoveries, Famous Places in India, Indian Parliament, Heritage, Civics, Rivers, Lakes and, Seas, Literature, Indian Politics, Famous Books & Authors.

Mathematics (25): Arithmetic (Madhyamik Level): Chain Rule, Simple Interest, Logarithm, Volume and Surface Area, Races and Games, Problems on H.C.F and L.C.M, Time and Distance, Ratio and Proportion, Allegation or Mixture, Boats and Streams, Height and Distance, Probability, Average, Compound Interest, Square Root and Cube Root, Surds and Indices, Simplification, Pipes and Cistern, Stocks and Share, Partnership, Problems on Ages, Permutation and Combination, Numbers, Banker’s Discount, Decimal Fraction.
Area, Time and Work.

Education (50): Total B.Ed Syllabus.

Total Marks: 100
Total Questions (MCQ): 100
Time: 1 hour 30min.

  • WBPSC Sub Inspector of School Previous Year Question Papers (2013): Download PDF
  • WBPSC Sub Inspector of School Previous Year Question Papers (2014): Download PDF
  • WBPSC Sub Inspector of School Previous Year Question Papers (2015): Download PDF

জরুরী জানকারিঃ

(১) নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।

(২) প্রশ্নপত্র হবে ইংরেজি ভাষায়।

(৩) প্রশ্নপত্র বাড়িতে আনতে পারবেন।

(৪) পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বি.এড থাকা আবশ্যিক।

(৫) ৬ই আগষ্ট, ২০১৮ এর মধ্যে যাদের বি.এড Complete হবে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে।

  • Notification for WBPSC Sub Inspector of School 2018: Download PDF

পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ পরীক্ষায় প্রশ্নপত্র কোন ভাষায় হবে?

উত্তরঃ ইংরেজি ভাষায় হবে।

প্রশ্নঃ আমার Graduation -এ 40% Marks আছে। আমি কি Apply করতে পারবো?

উত্তরঃ হ্যাঁ পারবেন।

প্রশ্নঃ স্কুল সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য কি বি.এড বাধ্যতামূলক?

উত্তরঃ হ্যাঁ, স্কুল সাব-ইন্সপেক্টর পদে আবেদনের বি.এড থাকা বাধ্যতামূলক।

প্রশ্নঃ আমার Graduation ও D.El.Ed করা আছে কিন্তু B.Ed করা নেই। আমি কি Apply করতে পারবো?

উত্তরঃ না, পারবেন না। আবেদনের জন্য বি.এড থাকা বাধ্যতামূলক।

প্রশ্নঃ আমার 2016-2018 B.Ed Session, 4th Semester এর পরীক্ষা হয়ে গেছে কিন্তু রেজাল্ট দেইনি। আমি কি Apply করতে পারবো?

উত্তরঃ না, পারবেন না। তবে ৬ই আগষ্টের মধ্যে যদি রেজাল্ট দিয়ে দেই তাহলে Apply করতে পারবেন।

প্রশ্নঃ 2017-2019 B.Ed Session -এর প্রার্থীরা কি Apply করতে পারবে?

উত্তরঃ না, পারবে না।

প্রশ্নঃ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কত নম্বরের হবে?

উত্তরঃ লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের ও ইন্টারভিউ হবে ১০০ নম্বরের।

প্রশ্নঃ স্কুল সাব-ইন্সপেক্টর পদের সিলেবাস কি?

উত্তরঃ উপরে দেখুন দেওয়া রয়েছে।

  • Apply Online for WBPSC Sub Inspector of School 2018: Apply Now

পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য নীচের কমেন্ বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের পোস্টটি থেকে উপকৃত হলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।

Tag: WBPSC Sub Inspector of School 2018, WBPSC Sub Inspector of School Syllabus, WBPSC Sub Inspector of School Exam Pattern, WBPSC Sub Inspector of School Previous Year Question Papers, পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর ২০১৮।

-মিশন জিওগ্রাফি ইন্ডিয়া ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

8 thoughts on “প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ স্কুল সাব-ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি

  • July 15, 2018 at 7:08 am
    Permalink

    Pass course er graduate ra ki apply korte parbe ?

    Reply
    • July 15, 2018 at 7:45 am
      Permalink

      হুম পারবে যদি তার বি.এড করা থাকে

      Reply
  • July 15, 2018 at 7:55 am
    Permalink

    B. Ed a ki marksllimit ache .. ?

    Reply
  • July 15, 2018 at 9:22 am
    Permalink

    BPEd Ra ki apply korte parbe

    Reply
  • July 16, 2018 at 1:38 am
    Permalink

    Darun compact but khub helpful…
    Interview and 100 marks division nie details
    Post er jonno wait korbo…

    Reply
  • July 17, 2018 at 9:25 pm
    Permalink

    Previous years er psc si of school er cutoff marks paya jabe??

    Reply
  • July 18, 2018 at 6:52 am
    Permalink

    কত তারিখে পরীক্ষা হবে এবং আগের পরীক্ষার Cut off marks কত ছিল?

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত