কেরালায় কাঁঠালকে রাজ্য ফলের স্বীকৃতি

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: কাঁঠালকে কেরালার রাজ্য ফলের স্বীকৃতি দিল কেরালা সরকার। 21 শে মার্চ, বুধবার বিধানসভায় সরকারি ফল হিসেবে কাঁঠালের নাম ঘোষণা করেন কৃষিমন্ত্রী ভিএস সুনীল কুমার। কেরালার কাঁঠাল কে ‘ব্র্যান্ড’ হিসেব দেশের পাশাপাশি বিদেশের বাজারে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তাঁর কথায়, ফল হিসেবে কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করা হয়।

Jack fruit Kerala
মন্ত্রীর ধারণা, কাঁঠালের সরকারি ফলের স্বীকৃতি মেলায় উৎপাদন আরও বাড়বে। তাঁর হিসেব অনুযায়ী, প্রতি মরশুমে কেরালায় গড়ে ৩২ কোটি কাঁঠাল উৎপাদন হয়।

Jack fruit, Kerala

এর মধ্যে ৩০ শতাংশই পরিকল্পনার অভাবে পড়ে থেকে নষ্ট হয়। এবার কাঁঠাল থেকে সরকারি খাতে ১৫ হাজার কোটি টাকার রাজস্ব আসবে বলে তিনি মনে করছেন।

-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত