যমুনা নদীর পুনরুজ্জীবনে নেপালের দিকে তাকিয়ে ভারত

যমুনা নদীর পুনরুজ্জীবনে নেপালের দিকে তাকিয়ে ভারত

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: উত্তর ভারতের অন্যতম নদী যমুনার পুনরুজ্জীবন প্রকল্পে নেপালের সহায়তার দিকে তাকিয়ে ভারত। ভারতের প্রথম আন্তর্জাতিক নদী সংযুক্তি প্রকল্পে দিল্লির নিকট ভারত-নেপাল সীমান্তে সারদা নদী (কালী নদী নামেও পরিচিত) থেকে অতিরিক্ত জল যমুনাতে আনতে নেপাল সরকারের দিকে তাকিয়ে ভারত সরকার।

yamuna-river

চিত্র: যমুনা নদী (তাজমহলের পাশে) 

এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নদী সংযুক্তি প্রকল্পের একটি অংশ। নদী সংযুক্তি প্রকল্পের মাধ্যমে ৩১ টি নদীর মধ্যে ইন্টারলিঙ্কিং ব্যবস্থা গড়ে তোলা হবে এবং অতিরিক্ত জল শুষ্ক অঞ্চলে পাঠানো হবে। জলসম্পদ সচিব ইউ. পি. সিং জানিয়েছেন, সচিব স্তরের কমিটি প্রকল্পটিকে ছাড়পত্র দিয়েছে এবং নেপাল সরকারের সাথে আলোচনার জন্য সেটি বিদেশমন্ত্রকে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত সারদা-যমুনা ইন্টারলিঙ্কিং প্রকল্পের মূল উদ্দেশ্য হল উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে সারদা নদী থেকে অতিরিক্ত জল যমুনা নদীতে এনে দিল্লিতে যমুনার নিরবিচ্ছিন্ন প্রবাহকে সুনিশ্চিত করা। এর ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়াণা, রাজস্থান রাজ্য উপকৃত হবে।

তথ্যসূত্রঃ- Hindustan Times
-অরিজিৎ সিংহ মহাপাত্র।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত