ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1.বিশ্বের বৃহত্তম গুহা কোনটি?
উঃ হোলাক গুহা।

2. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
উঃ আর্যভট্ট ।

3. বিশ্বে প্রথম ডাক ব্যবস্থার সূচনা হয় কোথায়?
উঃ ৯০০ খ্রিস্টাব্দে চীনে।

4. ‘Y’ আকৃতির শক্তিপ্রবাহ মডেলটির প্রবর্তন করেন কে?
উঃ ওডাম।

5. কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?
উঃ প্রেইরি অঞ্চল ।

6. কোন স্কেলের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়?
উঃ ব্যুফেট।

7. টর্নেডোর তীব্রতামাপক স্কেলের নাম কি?
উঃ F. Scale

8. টর্নেডোর রাজধানী কাকে বলা হয়?
উঃ USA কে।

9. নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে?
উঃ খাদার।

10. নদী তীরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলে?
উঃ ভাঙ্গর।

11. ভারতের বননীতি কত সালে গৃহীত হয়?
উঃ ১৮৯৪ সালে।

12. কে প্রথম পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলেছিলেন?
উঃ জেমস হ্যনসেন।

13. সূর্যকিরণে উন্মুক্ত সমুদ্রকে কি বলা হয়?
উঃ পেলাজিক।

14. রাজস্থানের হ্রদের শহর কোনটি?
উঃ উদয়পুর।

15. গমের সাথে আমাদের দেশে কোন বিষাক্ত গাছ ছড়িয়ে পড়েছে?
উঃ পার্থেনিয়াম হিস্টেরোফোরাস।

16. ভূতাপ শক্তি উৎপাদনে সর্বাপেক্ষা অগ্রণী দেশ কোনটি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

17. কর্ণাটকে যে চিপকো আন্দোলন হয় তার অপর নাম কি?
উঃ আপিক্কো।

18. ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি?
উঃ NH-2

19. পর্বতগাত্র ও হিমাবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি বলে?
উঃ বার্গস্রুন্ড।

20. ‘তুষার ভক্ষক’ বলা হয় কোন স্থানীয় বায়ুকে?
উঃ চিনুক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত