জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর ।। স্কুল সার্ভিস ভূগোল

স্কুল সার্ভিস ভূগোল

আপনি স্কুল সার্ভিস ভূগোলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ? আপনার শিক্ষক/শিক্ষিকা হাওয়ার চরম আকাঙ্খা কে বাস্তবায়িত করতে আমরা আপনাকে সুবর্ণ সূযোগ দিচ্ছি। আপনাদের সফলতা সুগম করতে আমরা চালু করেছি বিশেষ ব্যবস্থা যা ডিজিটাল মিডিয়াতে এই প্রথম। আপনি বাড়িতে বসে প্রতি মূহুর্তে আমাদের Guide এর মাধ্যমে নিজের বিষয় চর্চা করে অনায়াসেই সফল হতে পারবেন।

টপিক অনুযায়ী প্রশ্নোত্তর, বিস্তারিত আলোচনা এবং প্রতিনিয়ত অনলাইন মক টেস্টের সুযোগের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করে সফলতাকে আলিঙ্গন করুণ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি “জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর” (Climatology 100 SAQ)।

জলবায়ু বিদ্যা

♦জলবায়ু বিদ্যা ১০০টি প্রশ্ন ও উত্তর♦

01. দক্ষিণ ভারতের মৌসিনরাম কাকে বলে
উঃ) করমন্ডল উপকূল কে I

02. হাঙ্গেরিতে স্তেপ কি নামে পরিচিত ?
উঃ) পুসতাজ নামে I

03. ম্যাটারেল কি ?
উঃ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ঝোপঝাড় চিলিতে ম্যাটারেল নামে পরিচিত I

04. ‘An introduction to climate’ গ্রন্থের লেখক কে ?
উঃ) G.T. Trewartha I

05. ত্রিওয়ার্থা পৃথিবীর জলবায়ুকে কয় ভাগে ভাগ করেন ?
উঃ) 6 ভাগে I

06. আবহবিদ ফ্লন কিসের ভিত্তিতে 1950 সালে পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন ?
উঃ) বৃষ্টিপাত ও বায়ুবলয়ের ভিত্তিতে I

07. 1931 সালে (প্রথম) জলবায়ুর শ্রেণীবিভাগে থর্ণথওয়েট পৃথিবীর মানচিত্রে কয়প্রকার জলবায়ুর ধরণ প্রকাশ করেন ?
উঃ) 32 প্রকার I

08. জলবায়ু অঞ্চলের সংকেতে ‘BSK’ কোন প্রকার জলবায়ু নির্দেশিত হয় ?
উঃ) স্তেপ জলবায়ু I

09. পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী ও বিধ্বংসী ঘূর্ণবাৎ কোন অঞ্চলে উত্পন্ন হয় ?
উঃ) আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায় I

10. চ্যাপারেল কি ?
উঃ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ঝোপঝাড় ক্যালিফোর্নিয়াতে চ্যাপারেল নামে পরিচিত I

11. ‘অক্লুশান’ ঘূর্ণবাতের কোন পর্যায়ের সঙ্গে যুক্ত ?
উঃ) পঞ্চম বা বার্ধক্য পর্যায়ের সঙ্গে I

12. শান্ত আবহাওয়া কোন বায়ু প্রবাহের সাথে যুক্ত ?
উঃ) প্রতীপ ঘূর্ণবাত I

13. নাতিশীতোষ্ণ অঞ্চলে মূলতঃ কোন সময় ঘূর্ণবাতের সৃষ্টি হয় ?
উঃ) শীতকালে I

14. পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত হয় ?
উঃ) মরু জলবায়ু অঞ্চলে (10-15 সেমিঃ বা তার কম) I

15. ট্রামোন্টানা কি ?
উঃ) ইতালি ও স্পেনের শীতল স্থানীয় বায়ু I

16. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনকাল কয়টি পর্যায়ে সম্পন্ন হয় ?
উঃ) ছয়টি পর্যায়ে (জে.বার্কনেস -1918) I

17. ম্যাজিয়া ও মালি কি ?
উঃ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ঝোপঝাড় ইটালিতে ম্যাজিয়া ও মালি নামে পরিচিত I

18. বায়ুর নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রকে কি বলে
উঃ) ঘূর্ণবাত I

19. হ্যারিকেন ঘূর্ণবাতে বাতাসের গতিবেগ কীরূপ হয় ?
উঃ) 150-200 কিঃমিঃ পর্যন্ত I

20. Anti-Cyclone শব্দের প্রবক্তা কে ?
উঃ) স্যার ফ্রান্সিস গ্যালটন I

♦SLST GEOGRAPHY STUDY MATERIAL♦

21. ক্রান্তীয় ঘূর্ণবাতে কোন মেঘের সৃষ্টি হয় ?
উঃ) কিউমুলো-নিম্বাস I

22. শীতল প্রতীপ ঘূর্ণবাত এর উপস্থিতি কোথায় লক্ষ্য করা যায় ?
উঃ) উত্তর মেরুর অন্তর্গত স্থল ভাগে I

23. উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে কোন সঞ্চালন কোষ অবস্থিত ?
উঃ) হ্যাডলি সঞ্চালন কোষ I

24. উপক্রান্তীয় উচ্চচাপ ও উপমেরু নিম্নচাপের মধ্যে কোন সঞ্চালন কোষ অবস্থিত ?
উঃ) ফেরেল সঞ্চালন কোষ I

25. ক্যল (Col) কি ?
উঃ) উচ্চ চাপ ও নিম্ন চাপের মধ্যে বিপ্রতীপভাবে অবস্থিত বিশেষ ধরনের সমচাপ রেখার গোষ্ঠী I

26. গড়ে পৃথিবী থেকে বছরে কত পরিমাণ জল বাষ্পীভূত হয় ?
উঃ) 3,80,000 ঘন কিঃমিঃ I

26. রসবি তরঙ্গ কোন অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে ?
উঃ) মধ্য অক্ষাংশে (ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে) I

28. টর্নেডোর সাধারণ অনুসৃত প্রবাহদিক কোনটি ?
উঃ) দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিক I

29. সূর্যের গড় তাপমাত্রা কত ?
উঃ) 5776 ক্যালভিন I

30. বিক্ষিপ্ত দিবালোক কি ?
উঃ) বায়ুমণ্ডলের বিচ্ছুরিত ও প্রতিফলিত সৌরশক্তির যে অংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় I

31. মেঘ সৌরশক্তির কত শতাংশ শোষণ করে ?
উঃ) 3 শতাংশ I

32. নিরক্ষীঁয় অঞ্চলের স্থল ভাগে বার্ষিক গড় সৌরশক্তির পরিমাণ কত ?
উঃ) 170-180 Wm-2 I

33. পৃথিবীর প্রধান মৌসুমী বায়ুপ্রবাহ অঞ্চল কোনটি ?
উঃ) দক্ষিণ ও দঃ-পূর্ব এশিয়া I

34. ওয়াকার সঞ্চালন কোষ কোন অঞ্চলে লক্ষ্য করা যায় ?
উঃ) নিরক্ষিয় অঞ্চলে (পূর্ব-পশ্চিমে) I

35. এল নিনো এবং লা নিনার অবস্থানের পরিবর্তনে কত সময় লাগে ?
উঃ) 1-3 বছর I

36. কুয়াশা বা কুজ্ঝটিকার কঠিন অবস্থায় রূপান্তরকে কি বলে ?
উঃ) হিমানী (Rime) I

37. WMO সকল প্রকার মেঘকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছে ?
উঃ) 10 টি I

38. ক্রান্তীয় বায়ুপুঞ্জের অক্ষাংশীয় উত্স অঞ্চল কোনটি ?
উঃ) উভয় গোলার্ধের 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশ অঞ্চল I

39. ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ব্যাস কীরূপ হয়ে থাকে ?
উঃ) 200-700 কিঃমিঃ পর্যন্ত I

40. ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্লবতা স্কেল এর প্রবক্তা কে ?
উঃ) ইঞ্জিনিয়ার হারবার্ট সাফির ও আবহাওয়া বিজ্ঞানী রবার্ট সিম্পসন I

41. কোন রাসায়নিক প্রয়োগ করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় ?
উঃ) সিলভার আয়োডাইট I

42. পৃথিবীতে প্রতিদিন সংঘটিত বজ্রঝড়ের আনুমানিক সংখ্যা কত ?
উঃ) 44,000 টি I

43. টর্নেডো বিলুপ্তির কারণ কি ?
উঃ) জনক ঝড়কোষে জলীয়বাষ্পের সরবরাহ বন্ধ I

44. আঁধী ভারতের কোন অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ুর স্থানীয় নাম ?
উঃ) উত্তর ভারতের I

45. মৌসুমী বায়ুর দূর্বল প্রবাহের (Break Monsoon) স্থায়ীত্ব কাল কত দিন ?
উঃ) 3 থেকে 10 দিন I

46. মেসোপজ সমতলে বায়ুর তাপমাত্রা কত থাকে ?
উঃ) -90 ডিগ্রি সেন্টিগ্রেড I

47. আয়নোস্ফিয়ারের মূল উপাদান কি ?
উঃ) আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন I

48. গ্রীনহাউস প্রক্রিয়ার অনুপস্থিতিতে ভূপৃষ্ঠের বার্ষিক গড় তাপমাত্রার পরিমাণ কত হবে ?
উঃ) -18 ডিগ্রি সেন্টিগ্রেড I

49. বায়ুমণ্ডলে কোন তিনটি গ্যাসের সংযুক্ত অবস্থা 99 % এর বেশী (99.05%)স্থান দখল করে আছে ?
উঃ) নাইট্রোজেন, অক্সিজেন ও আর্গন I

50. বায়ুমন্ডলে অর্গনের সংযুক্তি কত ?
উঃ) 0.93% I

51. সামাল (Shamal) কি ?
উঃ) মেসোপটেমিয়া ও পারস্য উপকূলের উষ্ণ শুষ্ক এবং ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ I

52. লেস্ট (Lest) কি ?
উঃ) মাদেরিয়া ও মরক্কো তে প্রবাহিত উষ্ণ শুষ্ক এবং ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ I

53. মৌসুমী বায়ুর উত্পত্তিতে উচ্চ তাপ সরবরাহ ক্ষেত্র হিসাবে পরিচিত স্থান কোনটি ?
উঃ) তিব্বত মালভূমি অঞ্চল I

54. MONEX(1973) কোন কোন দেশের যৌথ প্রচেষ্টা ?
উঃ) ভারত এবং রাশিয়া I

55. SOI এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Southern Oscillation Index.

56. Cherry Bloosm (কর্ণাটকে) দক্ষিণ ভারতে অন্য কি নামে পরিচিত ?
উঃ) আম্র বৃষ্টি I

57. জলবায়ুর শ্রেণীবিভাগে ‘Air Mass Model’ এর প্রবক্তা কে ?
উঃ) J.J. Hidore (1969) I

58. PGF এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Pressure Gradient Force.

59. সৌরশক্তি বিক্ষেপন সংক্রান্ত দ্বিতীয় সূত্রের প্রবক্তা কে ?
উঃ) Gustave Mie (1908) I

60. পৃথিবীর বনাঞ্চল থেকে বিকিরিত সৌরশক্তির পরিমাণ কত ?
উঃ) 5-10% I

61. প্রথম Inyergovernmental Negotiating Committee (INC-1) কবে অনুষ্ঠিত হয় ?
উঃ) 1991 সালর 4-14 ই ফেব্রুয়ারী, ওয়াশিংটনে I

62. Stratosphere এর বিস্তার কবে আবিষ্কৃত হয় ?
উঃ) 1902 সালে I

63. বায়ুমণ্ডলীয় কোন স্তরের অপর নাম ‘Turbulent Zone’ ?
উঃ) Troposphere এর I

64. ‘Tropopose’ শব্দের প্রবক্তা কে ?
উঃ) Sir Napier Shaw.

65. Troposphere এর কোন অংশ ‘Friction Layer’ নামে অভিহিত ?
উঃ) নিম্নাংশ (ভূপৃষ্ঠ থেকে 1-3 কিঃমিঃ পর্যন্ত) I

66. ‘Mother of Pearl Clouds’ নামে কোন মেঘ পরিচিত ?
উঃ) সিরাস মেঘ (Cirrus Cloud.)

67. Noctilucent Clouds বায়ুমণ্ডলীয় কোন স্তরে উপলব্ধ ?
উঃ) মেসোস্ফিয়ারে I

68. প্রথম Meteorological Satellite এর নাম কি ?
উঃ) TIROS-1 (1960-USA) I

69. সর্বপ্রথম কে অধঃক্ষেপনের বিশ্ব মানচিত্র প্রস্তুত করেন ?
উঃ) বেরহাস (1854) I

70. ওজন স্তরের বিস্তার সমন্ধে কবে ধারণা পাওয়া যায় ?
উঃ) 1913 সালে I

71. জলবায়ু পরিবর্তনের General Circulation Model এর প্রবক্তা কে ?
উঃ) S. Manabe এবং R.T. Wetherald (1975) I

72. কোন গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ সর্বাধিক ?
উঃ) দক্ষিণ গোলার্ধে I

73. কোন বায়ুপ্রবাহের জন্য মহাদেশসমূহের পশ্চিম উপকূলে শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয় ?
উঃ) পশ্চিমা বায়ু I

74. কোন দিনের সর্বোচ্চ ও সর্ব নিম্ন উষ্ণতা নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উঃ) সিক্স-এর থার্মোমিটার i

75. কোন মেঘের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয় ?
উঃ) স্ট্রাটাস I

76. কাল বৈশাখীর সময় উত্তর-পশ্চিম আকাশে সৃষ্ট মেঘের নাম কি ?
উঃ) কিউমুলো নিম্বাস I

77. কার্যকরী সৌর কিরণের পরিমাণ কত ?
উঃ) 66% I

78. ভারতে কোন প্রকার বৃষ্টিপাত সংঘটিত হয় ?
উঃ) শৈলৎক্ষেপ I

79. স্বাভাবিক বৃষ্টিপাত বলতে কি বোঝায় ?
উঃ) দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের পরিমাণ 10% এর মধ্যে I

80. এল-নিনোর প্রভাবে সমুদ্র জলের উষ্ণতা কতটা বৃদ্ধি পেতে পারে ?
উঃ) 10 ডিগ্রি পর্যন্ত I

81. ভারতের কোথায় বৃষ্টিপাতের সর্বাধিক বৈষম্য ও পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় ?
উঃ) রাজস্থানে I

82. কোন গোলার্ধে বায়ুচাপ কক্ষের সংখ্যা অপেক্ষাকৃত অধিক দেখা যায় ?
উঃ) উত্তর গোলার্ধে I

83. ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে ?
উঃ) ডিপ্রেশন I

84. আদর্শ মৌসুমী বায়ুর দেশ কাকে বলে
উঃ) ইন্দোনেশিয়া কে I

85. কোন যন্ত্রের সাহায্যে অ্যালবেডোর পরিমাপ করা হয় ?
উঃ) অ্যালবেডো মিটার I

86. সুমেরু প্রভার অপর নাম কি ?
উঃ) আরোরা বোরিয়ালিস I

87. Cyclone শব্দটি কোন গ্রীক শব্দ থেকে উত্পন্ন ?
উঃ) ‘Kyclase’ যার অর্থ ‘সাপের কুণ্ডলী’ I

88. সৌরস্থিরাঙ্ক পরিমাপের একক কি ?
উঃ) ল্যাঙল I

89. পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা কত ?
উঃ) 7 টি I

90. ‘A’ সাংকেতিক ভাবে কোন বায়ুপুঞ্জকে নির্দেশ করে ?
উঃ) মেরুবৃত্তিয় বায়ুপুঞ্জকে I

91. কোন দেশকে ‘মৌসুমী বায়ুর ক্রীড়াভূমি’ বলা হয় ?
উঃ) ভারত কে I

92. এল নিনোর সাথে কোন সমুদ্রস্রোত জড়িত ?
উঃ) হুমবোল্ড স্রোত I

93. হ্যাডলি কোষের প্রথম ধারণা কে প্রদান করেন ?
উঃ) এডমন্ড হ্যালি (1686) I

94. পরিমার্জিত হ্যাডলি কোষের আবিষ্কার কবে হয় ?
উঃ) G. Hadley 1735 সালে I

95. সাইবেরিয় জলবায়ু কোন জলবায়ুর অন্তর্ভুক্ত ?
উঃ) শীতল নাতিশীতোষ্ণ I

96. জেট বায়ুপ্রবাহের আবিষ্কারের সাথে কোন বিশ্বযুদ্ধ জড়িত ?
উঃ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ I

97. সীমান্ত কি ?
উঃ) দুই ভিন্নধর্মী বায়ুপুঞ্জের সীমানা অঞ্চল I

98. 1803 সালে ইংরাজ রসায়নবিদ লিউক হাওয়ার্ড মেঘকে কয় ভাগে ভাগ করেন ?
উঃ) চার ভাগে যথা -সিরাস,স্ট্রাটাস,কিউমুলাস ও নিম্বাস I

99. WMO এর (1894) বিভাজন অনুযায়ী নীচু স্তরে (0-2000 মিঃ) কয়টি মেঘ অবস্থিত ?
উঃ) তিনটি, যথা – Stratus, Strato Cumulas & Nimbo Stratus.

100. Trewartha, Koppen, Thornthwaite, Rosby এদের মধ্যে কে আলাদা ?
উঃ) Rosby.

  • জলবায়ু বিদ্যার ১০০টি প্রশ্ন ও উত্তর (Climatology 100+ SAQ): Download PDF

©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

SLST GEOGRAPHY ONLINE COACHING

মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার সাথে থেকে এখন SLST GEOGRAPHY এর প্রস্তুতি খুব সহজ। আপনি যেকোন জায়গা থেকেই পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব চালিয়ে যেতে পারবেন। কর্মস্থল হোক বা গৃহে, বন্ধুদের সাথে আড্ডায় বা নিরালায় যেকোনো সময় আপনি নিজের ডিভাইস থেকে নিরবিচ্ছিন্নভাবে ইচ্ছামতো পড়াশুনো করে নিজেকে প্রস্তুত করতে যুক্ত হয়ে যান “MGI SLST GEOGRAPHY ONLINE COACHING” এ।

অনলাইনে কোচিং নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

♦যে যে সুবিধা পাবেন সেগুলো হলোঃ

1. প্রতিটি টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর নিয়মিত পাবেন যা আপনি সপ্তাহ ধরে আয়ত্ব করে রবিবার মক টেস্টের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন।

2. সম্পূর্ণ কোর্সে আপনি 10,000 এর অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পাবেন যা আপনাকে SLST GEOGRAPHY এর প্রস্তুতিতে সম্পূর্ণ রূপে সাহায্য করবে।

3. প্রতি মুহুর্তে আমাদের Guidance এর মধ্যে থেকে আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন।

4. এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা পাবেন ইত্যাদি ইত্যাদি।

♦MGI E-BOOKS STORE♦

SLST GEOGRAPHY

♦”SLST GEOGRAPHY E-BOOK” টি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

♦SLST GEOGRAPHY STUDY MATERIAL♦

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত