RRB GROUP-D RESULT 2019: রেলের গ্রুপ-ডি রেজাল্ট ২০১৯

আজ অর্থাৎ ৪ই মার্চ RRB GROUP-D এর প্রথম পর্যায়ের রেজাল্ট প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। আধিকারিক সূত্রে খবর, এদিন দুপুর তিনটের পর থেকে সমস্ত আঞ্চলিক আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, RRB GROUP-D এর পরীক্ষা হয়েছিল গত বছর ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ৬২,৯০৭টি শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হলেও আবেদন করেছিলেন প্রায় ১.৮৯ কোটি প্রার্থী।  নির্বাচিত প্রার্থীদের PET এবং মেডিক্যাল টেস্টে বসতে হবে। তারিখ ওয়েবসাইটেই জানানো হবে।

প্রার্থীরা গ্রুপ-ডি-র পরীক্ষার ফল, নিজেদের আঞ্চলিক আরআরবি ওয়েবসাইটে চেক করতে পারবে। আরআরবি-র সমস্ত ওয়েবসাইট নিচে দেওয়া হল:

1.গুয়াহাটি: www.rrbguwahati.gov.in

2. জম্মু: www.rrbjammu.nic.in

3. কলকাতা: www.rrbkolkata.gov.in

4. মালদা: www.rrbmalda.gov.in

5. মুম্বই: www.rrbmumbai.gov.in

6. মুজফ্ফরপুর: www.rrbmuzaffarpur.gov.in

7. পাটনা: www.rrbpatna.gov.in

8. রাঁচি: www.rrbranchi.gov.in

9. সেকেন্দ্রাবাদ: www.rrbsecunderabad.nic.in

10. আহমেদাবাদ: www.rrbahmedabad.gov.in

11. আজমের: www.rrbajmer.gov.in

12. এলাহাবাদ: www.rrbald.gov.in

13. ব্যাঙ্গালুরু: www.rrbbnc.gov.in

14. ভোপাল: www.rrbbpl.nic.in

15. ভুবনেশ্বর: www.rrbbbs.gov.in

16. বিলাসপুর: www.rrbbilaspur.gov.in

17. চন্ডিগড়: www.rrbcdg.gov.in

18. চেন্নাই: www.rrbchennai.gov.in

19. গোরখপুর: www.rrbguwahati.gov.in

20. শিলিগুড়ি: www.rrbsiliguri.org

21. তিরুবানন্তপুরম: www.rrbthiruvananthapuram.gov.in

♦RRB Railways Group-D Result 2019 কিভাবে চেক করবেনঃ

স্টেপ 1: রেজাল্ট চেক করার জন্য নিজের অঞ্চলের ওয়েবসাইটে যান।

স্টেপ 2: ওয়েবসাইটে দেওয়া (CEN 02/2018 Level 1) রেজাল্টের লিংকে ক্লিক করুন

স্টেপ 3: নিজের রেজিট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন।

স্টেপ 4: নিজের রেজাল্ট স্ক্রিনে চলে আসবে।

স্টেপ 5: ভবিষ্যতের জন্য নিজের রেজাল্টের প্রিন্ট-আউট বার করতে পারেন।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত