পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর

”পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. পশ্চিমবঙ্গের আয়তন কত ?
উঃ) 88,752 বর্গকিলোমিটার।

02. আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য ?
উঃ) 14 তম।

03. পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে বিস্তার কত ?
উঃ) 623 কিঃমিঃ।

04. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার কত ?
উঃ) 320 কিঃমিঃ।

05. কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ) 1950 সালের 26 সে জানুয়ারী।

06. পশ্চিমবঙ্গের সীমানা কটি স্বাধীন দেশের সাথে সংশ্লিষ্ট ?
উঃ) তিনটি, বংলাদেশ, নেপাল ও ভুটান।

07. পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত ?
উঃ) উত্তর দিনাজপুর জেলায় (চোপড়া)।

08. ভারতের মোট আয়তনের কত শতাংশ জুড়ে পশ্চিমবঙ্গ ?
উঃ) 2.67 শতাংশ।

09. পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুতপুর্ন ভৌগোলিক রেখা প্রবাহিত হয়েছে ?
উঃ) কর্কটক্রান্তি রেখা।

10. পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর কর্কটক্রান্তি রেখা প্রবাহিত ?
উঃ) চারটি।

11. পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার কীরূপ ?
উঃ) উত্তরে 27 ডিগ্রি 10 মিনিট থেকে দক্ষিণে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে।

12. পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার কীরূপ ?
উঃ) পশ্চিমে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে পূর্বে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব পর্যন্ত।

13. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?
উঃ) বাংলাদেশ।

14. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ?
উঃ) ভুটান।

15. পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যের নাম কি ?
উঃ) সিকিম।

16. কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা বিস্তৃত ?
উঃ) বাংলাদেশ (2,272 কিঃমিঃ)।

17. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত ?
উঃ) পাঁচটি।

18. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি ?
উঃ) মেদিনীপুর বিভাগ।

19. ভারতের কয়টি রাজ্যের সীমানার সাথে পশ্চিমবঙ্গের সীমা সংশ্লিষ্ট ?
উঃ) পাঁচটি।

20. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?
উঃ) বাংলা।

21. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত ?
উঃ) 23 টি।

22. পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত ?
উঃ) 9,13,47,736 জন (2011আদমশুমারি)।

23. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
উঃ) দক্ষিণ চব্বিশ পরগনা (9,660 বর্গ কিঃমিঃ)।

24. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উঃ) কলকাতা (185 বর্গ কিঃমিঃ)।

25. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উঃ) কলকাতা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের ৮০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৫”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৪”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৩”

Mission Indian Railway 2018
‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ ।

Buy Now

‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে।  তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।

“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

3 thoughts on “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১

  • November 8, 2020 at 9:11 pm
    Permalink

    পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

    Reply
    • December 10, 2020 at 9:03 am
      Permalink

      বাংলাদেশ

      Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত