অবশেষে ইঁদুর-মুক্ত হল নিউজিল্যান্ডের অ্যান্টিপোড দ্বীপপুঞ্জ

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: ব্লাফ থেকে দক্ষিণ পূর্বে ৭৬০ কিমি দূরে অবস্থিত নিউজিল্যান্ডের সাব – আন্টার্কটিক দ্বীপপুঞ্জ — ‘অ্যান্টিপোড দ্বীপপুঞ্জ’কে অবশেষে ইঁদুর-মুক্ত রূপে ঘোষিত হল। জীবৈচিত্র্যে ভরপুর এই নির্জন দ্বীপের বাস্তুতান্ত্রিক ভারসাম্যকে বিঘ্নিত করে তুলেছিল ইঁদুর। প্রায় ২ লক্ষ ইঁদুর এই দ্বীপপুঞ্জে ছিল। ২১০০ হেক্টরের এই দ্বীপপুঞ্জ প্রাকৃতিক পরিবেশের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এই দ্বীপপুঞ্জে ২১ প্রজাতির সামুদ্রিক পাখি, ১৫০ প্রজাতির পতঙ্গ, ২১ প্রজাতির বিরল উদ্ভিদ এবং ৪ প্রজাতির স্থলজ পাখি বসবাস করে। দেখা যায়, অ্যান্টিপোড দ্বীপপুঞ্জের ইঁদুরগুলি সামুদ্রিক পাখিদের ডিম এবং ছোট্টো বাচ্চাদের সহজ খাদ্য রূপে গ্রহণ করতে শুরু করেছে। এর পাশাপাশি বিপুল পরিমাণ ইঁদুরের উপস্থিতির ফলে এমনিতেই এই দ্বীপপুঞ্জের অন্যান্য প্রজাতির খাদ্য হ্রাস দেখা গিয়েছিল। তাই অবশেষে এই দ্বীপপুঞ্জের জীববৈচিত্র্যকে রক্ষা করতে ইঁদুর-মুক্ত অভিযান চালানো হয়। ‘মিলিয়ন ডলার মাউস’ প্রকল্পে WWF, নিউজিল্যান্ডের দ্বীপ সংরক্ষণ ও সংরক্ষণ দপ্তর, মরগ্যান ফাউন্ডেশন এবং জনগনের থেকে সম্মিলিত আর্থিক সাহায্যে এই অভিযানের ব্যয় বহন করা হয়।

-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত