ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২২

ভূগোলের জিকে ভাণ্ডার পর্ব-২২

”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. মাদাগাস্কার শহরের নূতন নাম কি ?
উঃ) মালাগাসি।

2. International Standarization Organisation (ISO) কবে স্থাপিত হয় ?
উঃ) 1947 সালে সুইজারল্যান্ডে।

3. ভারতের সবচেয়ে বড় পশু মেলা কোথায় বসে ?
উঃ) বিহারের শোনপুরে।

4. ল্যাম্বাডিশ উপজাতি ভারতের কোন রাজ্যের ?
উঃ) কর্ণাটক।

5. মিলান (ইটালি) কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উঃ) রেশমবস্ত্র শিল্প।

6. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (1986) কোন কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) কেরল, তামিলনাড়ু ও কর্ণাটক।

7. সম তুষারপাত যুক্ত অঞ্চল নির্দেশক কাল্পনিক মানচিত্ররেখা কে কি বলে ?
উঃ) আইসো রাইম।

8. গ্রানচাকো কোন দেশের তৃণভূমি ?
উঃ) প্যারাগুয়ের।

9. আফ্রিকা মহাদেশের কয়টি দেশের ওপর দিয়ে মূলমধ্যরেখা বিন্যস্ত ?
উঃ) 5 টি।

10. দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশ সংখ্যা কত ?
উঃ) 12 টি।

11. কোন মহাদেশে নাগরিক জনসংখ্যা শূন্য ?
উঃ) অ্যান্টার্কটিকা তে।

12. অ্যাওয়েন ফলস কোন দেশে অবস্থিত ?
উঃ) উগান্ডা তে।

13. মধ্য ও দক্ষিণ আফ্রিকার নিগ্রো অধিবাসী কি নামে পরিচিত ?
উঃ) বান্টু।

14. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অভয়ারণ্য নেই ?
উঃ) পডুচেরী তে।

15. কিয়েল খাল কোন দেশে অবস্থিত ?
উঃ) জার্মানী তে।

16. থিওডোলাইট কি ?
উঃ) দিগন্ত ও উল্লম্ব কোন পরিমাপক যন্ত্র।

17. বিহারের ডালমিয়া নগর কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উঃ) সিমেন্ট শিল্পের জন্য।

18. পঞ্চ সমুদ্রের বন্দর কাকে বলে ?
উঃ) মস্কো কে।

19. ‘হল্যান্ড’ শব্দের অর্থ কি ?
উঃ) নীচু জমি।

20. আসোয়ান বাঁধ কোথায় অবস্থিত ?
উঃ) মিশরে।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২০”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৯”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৮”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৭”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৬”

MGI E-BOOKS STORE

 

রেলে বাজিমাত করতে চান? তাহলে “মিশন ইন্ডিয়ান রেলওয়ে ২০১৮” ইবুকটি একবার দেখুন। আশাকরি সফলতা আসবেই। দাম মাত্র ৩৫ টাকা।।

“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত