বিশ্বের দীর্ঘতম জলগুহা, আলী সর্দ গুহা

গুহা, প্রাকৃতিক বৈচিত্রময় চিত্র জগতের অন্যতম আকর্ষণীয় পার্থিব উপাদান I প্রাচীণ সভ্যতা, অতীত পৃথিবী, ভূতাত্বিক সময়কালের নিদর্শনের ধারকও বটে গুহা I তাই গুহা মানুষের কাছে এক অন্যতম নান্দনিক দর্শণ/ভ্রমণ ক্ষেত্র I এরকম গুহার মধ্যে বিশ্বের দীর্ঘতম জল সমৃদ্ধ বা ‘জল গুহা’ হল আলী সদর গুহা (Ali Sadr Cave) বা আলী সর্দ গুহা (Ali Saard Cave) I গুহার নামের ‘সর্দ’ (Saard) শব্দটি এসেছে ‘শীতল’ বা ‘Cold’ এর অর্থবহ হিসেবে I

আলী সদর ‘জলগুহা’ পশ্চিম ইরানের হামাদানের 100 কিঃমিঃ উত্তরে Kabudarahang Country এর আলী সদর নামক গ্রামের দক্ষিণ অংশে অবস্থিত I এর ভৌগোলিক অবস্থান হল 48 ডিগ্রি 18 মিনিট পূর্ব ও 35 ডিগ্রি 18 মিনিট উত্তর I

1963 সালে 14 জনের একদল ইরানীয় পর্বতারোহী গুহাটি আবিষ্কার করে, বলাযায় পুনরাবিষ্কার করেন এবং তা 1967 সালে সেখানকার একটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয় I এর পরেই গুহাটি ধীরেধীরে জনপ্রিয় হয়ে উঠে I 1975 সালে গুহাটিকে পর্যটনক্ষেত্র হিসেবে ইরান সরকার উন্মুক্ত করে I এই গুহার সন্নিকটে আরো দুটি গুহা অবস্থিত এদুটো হল সুবাসি ও সারেব যাদের দূরত্ব যথাক্রমে 11 কিঃমিঃ ও 7 কিঃমিঃ I

আরও দেখুন “বিভিন্ন কাজে নিযুক্ত কর্মীর পোশাক ও নাম”

2001 সালে জার্মান-ব্রিটিশ সমীক্ষক দলের মাধ্যমে গুহাটির 11 কিঃমিঃ আবিষ্কৃত হয় I গুহার মূল চেম্বারের প্রস্থ 50-100 মিটার এবং উচ্চতা ক্ষেত্র বিশেষে 40 মিটার পর্যন্ত I জল সমৃদ্ধ এই গুহার জলতলের উচ্চতা গুহা তল থেকে 14 মিটার পর্যন্ত I জলের উষ্ণতা 12 ডিগ্রি সেলসিয়াস এবং পি-এইচ মান স্বাভাবিক I কোন রকম জীবন্ত প্রাণীর উপস্থিতি এই জল গুহায় লক্ষ্য করা যায় না I জল এতটাই স্বচ্ছ যে সাধারণ আলোকে খালি চোখেও 10 মিটার পর্যন্ত স্বচ্ছ ভাবে দেখা যায় I

Geologist দের মতে এই অঞ্চলের শিলাদেহ দ্বিতীয় ভূতাত্বিক পিরিয়ড তথা Jurassic Period (190-130 মিলিয়ন বছর) এর সময় সৃষ্টি হয়েছে I এবং এই অংশে জলের প্রভাবে ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয়ে এই গুহার সৃষ্টি হয় I এই গুহা আবিষ্কার কালে প্রত্নতাত্বিকরা 12000 বছরের প্রাচীণ মানবীয় সভ্যতার অনেক নিদর্শন পায় I বিভিন্ন তথ্য-প্রমাণ থেকে ঐতিহাসিকদের অনুমান সম্রাট দারিয়্যুসের (521-485 BC) সময়কালে এই গুহা ব্যবহার হতো I

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

বর্তমানে এই গুহার 24 কিঃমিঃ আবিষ্কার হয়েছে এবং এখনো খননকার্য অব্যহত I বিশ্বের প্রায় প্রতিটি কোনা থেকে পর্যটকের ভিড় হয় ঐতিহাসিক, প্রত্নতাত্বিক ও ভৌগোলিক প্রসিদ্ধ এই গুহায় I মনোরম দৃশ্যের স্বাক্ষী থাকতে এবং প্রাকৃতিক ঐতিহ্যের অপূর্ব সৌন্দর্য অবলোকনের জন্য পর্যটকের কাছে এক অন্যতম আদর্শ স্থান ‘পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম জলগুহা আলী সদর I

তথ্যসূত্র :-
Onkar Only Trooth (Media)
Ali Sadr Cave, Wikipedia
Iran Daily

লেখক: গোপাল মণ্ডল (সহকারী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত