ভূগোল চিন্তার বিকাশ ।। Geographical Thought SAQ

আপনি স্কুল সার্ভিস ভূগোলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ? আপনার শিক্ষক/শিক্ষিকা হাওয়ার চরম আকাঙ্খা কে বাস্তবায়িত করতে আমরা আপনাকে সুবর্ণ সূযোগ দিচ্ছি। আপনাদের সফলতা সুগম করতে আমরা চালু করেছি বিশেষ ব্যবস্থা যা ডিজিটাল মিডিয়াতে এই প্রথম। আপনি বাড়িতে বসে প্রতি মূহুর্তে আমাদের Guide এর মাধ্যমে নিজের বিষয় চর্চা করে অনায়াসেই সফল হতে পারবেন।

টপিক অনুযায়ী প্রশ্নোত্তর, বিস্তারিত আলোচনা এবং প্রতিনিয়ত অনলাইন মক টেস্টের সুযোগের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করে সফলতাকে আলিঙ্গন করুণ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি “ভূগোল চিন্তার বিকাশ” (Geographical Thought) -এর ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

ভূগোল চিন্তার বিকাশ

1. নিয়ন্ত্রণবাদ ধারণার সর্বপ্রাচীন মতবাদ আমরা কার থেকে পাই ?
উঃ খৃষ্টপূর্ব পাঁচশো শতাব্দীর ঐতিহাসিক তথা দার্শনিক হেরোডোটাস এর বিখ্যাত উক্তি ” All history must be treated geographically and all geography must be treated historically.” থেকে।

2. ভৌগোলিক নিয়ন্ত্রণ বাদের প্রধান সূচনাকার কে?
উঃ ঊনবিংশ শতাব্দীর জার্মান দার্শনিক তথা ভূগোলবেত্তা কার্ল রিটারের নৃ-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি (Anthropocentric Approach) র প্রভাবে ভূগোলে নিয়ন্ত্রণ বাদের সূচনা হয়।

3. সামাজিক ডারউইন বাদের প্রবর্তক কে ?
উঃ কার্ল রিটারের আদর্শ কে গ্রহণ করে তার পরমকারণবাদের ধারণা কে ধ্রুপদী ভাবধারা থেকে আধুনিকতার আলোকে আলোচনা করে রিটারের শিষ্য ফ্রেডরিক রটজেল নব নিয়ন্ত্রণবাদ ধারণার উপস্থাপন করেন, এই ধারণা ডারউইনের ‘নির্বাচন ও সংগ্রাম’ মতবাদ থেকে পুষ্ট হাওয়ায় একে সামাজিক ডারউইনবাদও বলা হয়।

4. সামাজিক ডারউইন বাদে ‘নির্বাচন ও সংগ্রাম’ দৃষ্টিভঙ্গির প্রথম যথাযোগ্য ব্যবহার কে করেন ?
উঃ বৃটিশ ভূগোলবিদ হার্বার্ট স্পেন্সার, তার মতে প্রাণীদের যেমন নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, মনুষ্য সমাজকেও নির্দিষ্ট পরিবেশের সঙ্গে অভিযোজন করে চলতে হয় I

5. ‘সমাজের সংস্কৃতি সেখানকার প্রাকৃতিক পরিবেশের ফলশ্রুতি’- এই মতবাদ কে পুষ্ট করেন ?
উঃ ডারউইনের মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে জার্মান ভৌগোলিক র‌্যাটজেল 1882 সালে প্রকাশিত তাঁর অ্যানথ্রোপো জিওগ্রাফি (Anthropo-Geogrphie) গ্রন্থে প্রাকৃতিক নিয়ন্ত্রণ প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে উক্ত মতবাদটি পুষ্ট করেন।

6. নিয়ন্ত্রণ বাদ ধারণার বিকাশে প্রধান পাঁচটি গ্রন্থ ও গ্রন্থ কারের নাম লিখুন I
উঃ কার্ল রিটারের গ্রন্থ – Die Erdkunde or Earth Science (1817), Alexander Von Humboldt এর গ্রন্থ ‘Kosmos’ (1854-62); Charles Darwin এর গ্রন্থ ‘Origin of Species’ (1859); William Morris Davis এর গ্রন্থ ‘Geographical Essay’ এবং Friedrich Ratzel এর গ্রন্থ ‘History and it’s Geographic Condition’ (1903) এই পাঁচটি গ্রন্থ নিয়ন্ত্রণবাদের পঞ্চ বেদ।

7. র‌্যাটজেলের মতানুসারে মানুষ ও তার বিকাশের নিয়ন্ত্রক ভৌগোলিক কারণগুলি কি কি ?
উঃ র‌্যাটজেলের মতে মানুষ ও তার বিকাশ নিয়ন্ত্রিত হয় ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক দেশ এবং ভৌগোলিক সীমা দ্বারা I র‌্যাটজেলের এই দৃষ্টিভঙ্গি লেবেনস্রাউম (Lebensraum) নামে অভিহিত।

8. বিংশ শতকের প্রধান তিন জন নিয়ন্ত্রণবাদী ভৌগোলিকের নাম লিখুন I
উঃ বিংশ শতকের প্রথম দুই দশকে নিয়ন্ত্রণ বাদের সমর্থন এবং বিকাশে যে তিনজন ভৌগোলিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তারা হলেন এডমন্ড ডোমেলা (1901-03), এলেন চার্চিল সেম্পল (1911) এবং এলসওয়ার্থ হান্টিংটন (1915)।

9. ‘মানুষ ভূপৃষ্ঠের ফসল’ এবং ‘প্রকৃতির সন্তান’ এই বিখ্যাত নিয়ন্ত্রণবাদী উক্তি টি কার ?
উঃ আমেরিকান ভূগোলবেত্তা এলেন চার্চিল সেম্পল (1911) তাঁর ‘Influence of Geographical Environment’ নামক গ্রন্থে মানুষের উপর প্রাকৃতিক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনায় উপরোক্ত উক্তি গুলির অবতারণা করেন।

10. জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবর্তক কে ?
উঃ মানুষের যাবতীয় কার্যাবলী ও তার সভ্যতার উত্থান-পতনে জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যুক্তির স্বাপেক্ষে এলসওয়ার্থ হান্টিংটন 1915 সালে তার বিখ্যাত বই ‘Civilization and Climate’ প্রকাশ করে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সূচনা করেন।

11. ‘Quqntitative Revolution’ (রাশি মাত্রিক বিপ্লব) শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উঃ কানাডিয়ান বৃটিশ ভূগোলবিদ Ian Burton 1963 সালে প্রথম ‘Quqntitative Revolution’ শব্দটি ব্যবহার করেন।

12. ভূগোলে Quqntitative Revolution ধারণার উদ্ভবের কারণ কি ?
উঃ ভূগোলের আলোচনা কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যামূলক ও অভিজ্ঞতাবাদী ভাবে আলোচনার জন্য Quqntitative Revolution ধারণার উদ্ভব ঘটে।

13. কোন বিতর্ক Quqntitative Revolution ধারণার উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
উঃ 1953 সালে প্রকাশিত “Exceptionalism in geography: A Methodological Examination” নামক পুস্তকে স্কিফার হার্টশোর্ণ এর দৈশিক বিশ্লেষণকে সমালোচনা করলে তা থেকে উত্পন্ন বিতর্ক Quqntitative Revolution এর সূচনা করে।

14. ভূগোলের প্রথম সার্থক মডেলের কোনটি ?
উঃ 1933 সালে জার্মান ভাষায় প্রকাশিত জার্মান ভৌগোলিক W. Christaler এর “Central Place Theory” টি।

15. স্কিফারের গবেষণাপত্র প্রকাশের পরেই প্রণালীবদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমর্থনে কার লেখা প্রবন্ধ আলোড়ন সৃষ্টি করে I
উঃ 1954 সালে অ্যাকারম্যানের লেখা প্রবন্ধ I

16. কে কখন বিশ্ববিদ্যালয় স্তরে ভূগোল শাস্ত্র শিক্ষার অযোগ্য বলে পঠনপাঠন বন্ধ করে দেন ?
উঃ 1948 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস্ কনান্ট।

17. মাত্রিক বিপ্লবের ফলে ভূগোলে কোন্ কোন্ বিষয়ের প্রয়োগ বৃদ্ধি পায় ?
উঃ এর ফলে ভৌগোলিক আলোচনায় সরলীকরণ, সূত্র-তত্ব গঠন, মডেল নির্মাণ ও রাশি বিজ্ঞানের ব্যাপক প্রয়োগ শুরু হয় I

18. কোন দশক কে ভূগোলের সঙ্কট কাল ধরা হয় ?
উঃ 1940-50 এর দশক কে I

19. “ভূগোলের ভাষা হল জ্যামিতি” (Geometry is the language of geography) উক্তিটি কার ?
উঃ উইলিয়াম বাংগে 1962 সালে প্রকাশিত তার “Theoritical Geography” তে উক্ত উক্তিটি করেন I

20. ক্ষেত্রীয় বিজ্ঞানে ভূগোলের গুরুত্ব বৃদ্ধি করে কোন্ ভৌগোলিক ?
উঃ David Harvey তার লেখা বই “Explanation in Geography” তে, যা 1969 সালে প্রকাশিত হয় I

21.ভূগোলের সামাজিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো?
উঃ ভূগোল আলোচলার পরিধিতে যখন সমাজ,সামাজিক গঠন, রীতিনীতি, সমাজ ব্যবস্থা, সামাজিক বিবর্তন প্রভৃতির আলোচনা করা হয়, তখন সেই দৃষ্টিভঙ্গিকে সামাজিক দৃষ্টিভঙ্গি বলা হয়।

22. সমাজ বিজ্ঞানীগণ সামাজিক কাঠামোগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করেছেন?
উঃ চারটি। উপগোষ্ঠী,জাতি,সামাজিকনিয়ম-নীতি এবং সাংস্কৃতিক মূল্যবোধ ।

23. ভূগোলের কল্যানমূলক দৃষ্টিভঙ্গির ভিত্তি হিসাবে কাকে গ্রহণ করা হয়েছে?
উঃ সমাজ কে।

24. “কোনো সামাজিক পরিবর্তন ভারসাম্য বিঘ্নকারী হলে সেই পরিবর্তন কে বলে বিরুপ ক্রিয়াকূলক দৃষ্টিভঙ্গী”- এটি কাদের উক্তি?
উঃ ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীদের।

25. “Social Geography” শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয় ?
উঃ জর্জ উইলসন হুক প্রকাশিত The Study of Social Geography তে 1907 সালে।

SLST GEOGRAPHY STUDY MATERIAL

26. কালিক ভূগোলে ( Time Geography) আচরণগত দৃষ্টিভঙ্গির সূচনা করেন কারা?
১৯৬০ এর দশকের শেষের দিকে ভৌগোলিক হ্যাগারস্ট্যান্ড এবং ১৯৭৩ সালে মার্কিন ভৌগোলিক অ্যালান প্রেড কালিক ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির সূচনা করেন।

27. ভূগোলের সামাজিক দৃষ্টিভঙ্গির সমর্থকগণ কারা?
উঃ ভিদাল-দ্য-লা-ব্লাশ, ডিকিনসন, বার্জেল প্রমূখ।

28. The Community and Society-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ লুন্ডবার্গ।

29. Socirty: An Introduction Analysis-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ম্যাকাইভার ও পেজ।

30. কোন সমাজবিজ্ঞানীগণ সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন?
উঃ অ্যালমন্ড ও পাওয়েল।

31. কর্ম বাদ কোন্ বিষয়ের উপর নির্ভরশীল ?
উঃ বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক ঘটনাবলীর কার্যকরন তত্বের উপর।

32. কর্ম বাদ দৃষ্টিভঙ্গি প্রথম কোন্ দেশে গুরুত্ব লাভ করে ?
উঃ ফ্রান্সে I

33. কোন সময় কর্মবাদের প্রকাশ ঘটে ?
উঃ ঊনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের প্রারম্ভে I

34. কর্মবাদ সমাজের কোন্ বিষয়ের সাথে সম্পর্কিত ?
উঃ সমস্ত সামাজিক ক্ষেত্রে I

35. “Successful society has a stable social structure” কোন্ মতাদর্শের বিশ্বাস ?
উঃ কর্মবাদ মতাদর্শের I

36. কোন সময় আমেরিকার সমাজ বিদ্যায় কর্মবাদের প্রসার ঘটে ?
উঃ 1940-50 এর দশকে I

37. কোন ভৌগোলিক মতবাদের বিকল্প মতবাদ কর্মবাদ ?
উঃ গঠনবাদ (Structuralism) এর I

38. কর্মবাদ ধারণার প্রথম উন্নয়ন কে ঘটান ?
উঃ আমেরিকান মনস্তাত্বিক উইলিয়াম জেমস 1890 সালে I

39. মনস্তত্ব এর দ্বিতীয় প্যারাডাইম কি ?
উঃ কর্ম বাদ I

40. আমেরিকান বিদ্বান Robert K. Morten মানবীয় কর্ম কে কয় ভাগে ভাগ করেন ?
উঃ দুই ভাগে, যথা :- Latent Function & Manifest Function

41. ভূগোলে গঠনবাদ (Structural Approach) বলতে কি বোঝায়?
উঃ গঠনবাদ হল দৃষ্ট ও মানুষ্যসৃষ্ট বিন্যাস যার মধ্য দিয়ে মূল বিষয়কে খোঁজা হয়। কোন বিষয়ের মূল যুক্তি একটি গঠন দ্বারা বিন্যস্ত থাকে। মননের মাধ্যমে এই গঠনকে বুঝতে হয়।

42. ভূগোলে গঠনবাদের সূচনাকাল কবে?
উ; দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ফ্রান্সে গঠনবাদের দর্শন প্রাধান্য পেলেও, ভূগোলে গঠনবাদের প্রবেশ ঘটে ১৯৭০ এর দশকে।

43. ভূগোলে গঠনবাদের পটভূমি কী?
উঃ ১৯৭০ এর দশকে মানবীয় ভূগোলে প্রত্যক্ষবাদের সমালোচনা হিসাবে গঠনবাদের ব্যাবহার শুরু হয়।

44. আধুনিক ভূগোলে গঠনবাদের সূচনা হয় কোন্‌ দেশে?
উঃ ফ্রান্সে।

45. কোন্‌ বিতর্ককে গঠনবাদের সূচনার কারণ হিসাবে উল্লেখ করা যায়?
উঃ উনবিংশ শতকের শেষ ভাগে ফেডরিক র‍্যাটজেল এবং এমিল ডুর্কহাইমের বিতর্কের মধ্য দিয়ে গঠনবাদের প্রাথমিক ধারণার উৎপত্তি ঘটে।

46. গঠনবাদী দর্শনের সমর্থক কারা?
উ; ক্লদ লেভি স্ট্রাউস, জাঁ পিয়াগেট, ডেরেক গ্রেগরি, মারসেল মাউস, লুই অ্যালথুসার, ডুর্কহাইম প্রমুখ।

47. গঠনবাদের প্রধান প্রবক্তা হিসাবে কাদের বিবেচিত করা হয়?
উঃ নৃতত্ত্ববিদ ক্লদ লেভি স্ট্রাউস এবং মনোবিজ্ঞানী জাঁ পিয়াগেট এই দর্শনের প্রধান প্রবক্তা।

48. “Social justice and city”-গ্রন্থটি কে লিখেছেন?
উঃ ডেভিড হার্ভে (১৯৭৩)।

49. গঠনবাদের চরিত্র বা বৈশিষ্ট গুলি উল্লেখ করুণ।
উঃ ক) মানবীয় ভূগোলে গঠনবাদ বলতে চোখে দেখা যায় এমন সব বিষয়ের ব্যাখ্যা খুঁজতে হবে তাদের সাধারণ গঠনগুলিতে। খ) গঠনবাদ কোনো একক ধারনা নয়, একগুচ্ছ ধারনার সমষ্টি। গ) রূপ ও আকারের মধ্যে কী গঠন আছে তা বোঝার চেষ্টা করে গঠনবাদী দর্শন। ঘ) কোন বিষয়ের সম্পর্কে অভিজ্ঞতাপ্রসূত জ্ঞান থেকে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলে গঠনবাদ বিশ্বাস করে।

50. গঠনবাদী দর্শনের দুটি প্রধান মতাদর্শ উল্লেখ করুণ।
উঃ গঠনবাদী দর্শনের দুজন প্রখ্যাত সমর্থক হলেন জাঁ পিয়াগেট এবং লেভি স্ট্রাউস। এঁদের দুজনের মতামত দুই ধরণের। যেমন- জাঁ পিয়াগেটের মতে গঠনবাদী দর্শনে সামাজিক গঠনগুলি বেশি গুরুত্বপূর্ণ আবার অন্যদিকে লেভি স্ট্রাউসের মতে- মানুষের মনের মধ্যেই গঠনগুলি আছে, এগুলি মানুষের মনেই ঐরি হয়। ফলস্বরূপ,আধুনিক মানবীয় ভূগোলে গঠনবাদী দর্শনের ব্যাবহারে বৈচিত্র লক্ষ করা যায়।

  • “ভূগোল চিন্তার বিকাশ” (Geographical Thought) FREE PDF: Download PDF

©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

SLST GEOGRAPHY ONLINE COACHING

মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার সাথে থেকে এখন SLST GEOGRAPHY এর প্রস্তুতি খুব সহজ। আপনি যেকোন জায়গা থেকেই পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব চালিয়ে যেতে পারবেন। কর্মস্থল হোক বা গৃহে, বন্ধুদের সাথে আড্ডায় বা নিরালায় যেকোনো সময় আপনি নিজের ডিভাইস থেকে নিরবিচ্ছিন্নভাবে ইচ্ছামতো পড়াশুনো করে নিজেকে প্রস্তুত করতে যুক্ত হয়ে যান “MGI SLST GEOGRAPHY ONLINE COACHING” এ।

অনলাইনে কোচিং নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

♦যে যে সুবিধা পাবেন সেগুলো হলোঃ

1. প্রতিটি টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর নিয়মিত পাবেন যা আপনি সপ্তাহ ধরে আয়ত্ব করে রবিবার মক টেস্টের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন।

2. সম্পূর্ণ কোর্সে আপনি 10,000 এর অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পাবেন যা আপনাকে SLST GEOGRAPHY এর প্রস্তুতিতে সম্পূর্ণ রূপে সাহায্য করবে।

3. প্রতি মুহুর্তে আমাদের Guidance এর মধ্যে থেকে আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন।

4. এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা পাবেন ইত্যাদি ইত্যাদি।

MGI E-BOOKS STORE

♦”ভূগোল চিন্তন” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

SLST GEOGRAPHY

♦”SLST GEOGRAPHY E-BOOK” টি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

SLST GEOGRAPHY STUDY MATERIAL

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত