MGI WBCS GEOGRAPHY PRIME MEMBERSHIP

MGI WBCS GEOGRAPHY PRIME MEMBERSHIP

আপনি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস -এর জন্য প্রস্তুতি নিচ্ছেন ? আপনার সিভিল সার্ভেন্ট হাওয়ার চরম আকাঙ্খা কে বাস্তবায়িত করতে আমরা আপনাকে সুবর্ণ সূযোগ দিচ্ছি। আপনাদের সফলতা সুগম করতে আমরা চালু করেছি বিশেষ ব্যবস্থা যা ডিজিটাল মিডিয়াতে এই প্রথম। আপনি বাড়িতে বসে প্রতি মূহুর্তে আমাদের Guide এর মাধ্যমে নিজের বিষয় চর্চা করে অনায়াসেই সফল হতে পারবেন।

টপিক অনুযায়ী প্রশ্নোত্তর, বিস্তারিত আলোচনা এবং প্রতিনিয়ত অনলাইন মক টেস্টের সুযোগের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করে সফলতাকে আলিঙ্গন করুণ।

WBCS সহ অন্যান্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল বিষয়ে নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করতে আপনি “MGI WBCS GEOGRAPHY PRIME MEMBERSHIP” নিতে পারেন।

ONLINE COACHING FOR WBCS GEOGRAPHY (PRELI+MAIN)

Course Name: WBCS GEOGRAPHY (PRELI+MAIN)
Prime Membership Charge: Rs. 750
Validity: One Year (Full Course) with Free Mock Test.

MGI WBCS GEOGRAPHY PRIME MEMBERSHIP

যদি আপনি দুটি ধাপে অথবা দুটি Installment এ MGI WBCS GEOGRAPHY PRIME MEMBERSHIP নিতে চান তাহলে নীচের ‘JOIN NOW’ বাটনে ক্লিক করুন।

ONLINE COACHING FOR WBCS GEOGRAPHY (PRELI+MAIN)

Course Name: WBCS GEOGRAPHY (PRELI+MAIN)
Prime Membership Charge: 1st Installment Rs. 425 and 2nd Installment Rs. 425
Validity: One Year (Full Course) with Free Mock Test.

♦কেন করবেন সিভিল সার্ভিস ভূগোলের কোর্স ?

এটি সোশাল মিডিয়ার মাধ্যমে একটি দূরবর্তী শিক্ষা ব্যবস্থা ও তথাকথিত Postal Coaching ব্যবস্থার অন্তর্গত । অনেকেই আমাদের থেকে বিভিন্ন সময়ে Postal Coaching এর মাধ্যমে WBCS GEOGRAPHY এর জন্য Matter চেয়ে থাকেন, সেখান থেকেই এই চিন্তাভাবনা। নূন্যতম খরচে তিন মাসের মধ্যে বাড়িতে বসে আপনি WBCS GEOGRAPHY এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

MGI WBCS GEOGRAPHY PRIME MEMBERSHIP

♦এক নজরে দেখে নেওয়া যাক কি রয়েছে সিভিল সার্ভিস ভূগোল অনলাইন কোচিং -এ (Preli+Main):

১. নির্দিষ্ট পদ্ধতিতে আপনি আমাদের সাথে থেকে প্রতিনিয়ত নিজের প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন।

২. ভারতের ভূগোল থেকে ৬১টি টপিক থেকে প্রায় ৪৬৫০+ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এর টপিক ভিত্তিক PDF ।

৩. পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ৩৯টি টপিকের উপর গুরুত্বপূর্ণ ৩০০০+ প্রশ্নোত্তর এর টপিক ভিত্তিক PDF ।

৪. বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ ভূগোল থেকে ৩০০০+ প্রশ্নোত্তর এর টপিক ভিত্তিক PDF ।

৫. একবছরের জন্য বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা।

৬. সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ও প্রতিনিয়ত Guidance ইত্যাদি।

৭. বাড়িতে বসে সময় ও অর্থ সাশ্রয় করে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারবেন।

৮. গ্রুপের অন্যান্য সদস্যদের সাথে বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে নিজেকে আরো প্রস্তুত করার সুযোগ রয়েছে।

♦কেন এই পরিকল্পনা?

1.পরীক্ষার্থীদের হাতে চাহিদা মতো Study Material স্বল্প খরচে তুলে দেওয়া।

2. একইসাথে অর্থ ও সময় সাশ্রয় করে পরীক্ষার্থীদের পূর্ণ সহযোগিতা করা।

3. বাড়িতে বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীদের সাথে নিজেদের মধ্যে WhatsApp -এ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেকে আরও প্রস্তুত করার সুবিধা প্রদান।

4. নিয়মিত অনলাইন মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের নিজস্ব উন্নতির ধারা অবগত করানো। ইত্যাদি নানান বিষয়কে একই সাথে এক যায়গায় উপলব্ধ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা।

MGI WBCS GEOGRAPHY PRIME MEMBERSHIP

♦কিভাবে অনলাইন কোচিং হবে?

1. সমস্ত Study Material ও Group Discussion হবে WhatsApp Group এর মাধ্যমে। প্রাথমিক ভাবে মাত্র 25 জন সদস্য গ্রুপে যুক্ত হতে পারবেন।

2. সপ্তাহে তিন দিন দুটি করে টপিকের প্রশ্নোত্তর pdf আকারে দেওয়া হবে।

3. প্রতি রবিবার অনলাইন মক টেস্টের সুবিধা।

4. প্রতি রবিবার সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ।

5. কোর্স চলাকালীন পোস্টাল ম্যাটেরিয়ালস্ এর সুবিধা।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
MOB: 9735337699/8640890159 (WhatsApp)
Email: [email protected]

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত