আজ ১২ ই জুলাই, রাজ্য ‘জল বাঁচাও দিবস’

আজ ১২ ই জুলাই, রাজ্য ‘জল বাঁচাও দিবস’ (Save Water Day)। জুলাই মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার থেকে প্রতিবছর ১২ ই জুলাই তারিখটি এরাজ্যে জল বাঁচাও দিবস রূপে পালন করা হবে। সেইমতো আজ সারা রাজ্যে প্রথম জল বাঁচাও দিবস পালন করা হবে। সারা দেশের মতো এরাজ্যেও ৭০+ ব্লকের জলস্তর ক্রমশ নিম্নমুখী। পাশাপাশি জলের অপচয়ও কম হয়না। তাই জল সংরক্ষণ করা জরুরী। মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে আরও বেশি করে জোর দেওয়ার কথা বলেছেন। আজ রাজ্যের জেলায় জেলায় কন্যাশ্রী, স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় লোকশিল্পীদের নিয়ে জল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির কর্মসূচী নেওয়া হয়েছে। আজ বিকেল ৩ টের সময় স্বয়ং মুখ্যমন্ত্রী জল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে কলকাতায় একটি পদযাত্রায় অংশ নেবেন।

-অরিজিৎ সিংহ মহাপাত্র (পার্শ্বলা, বাঁকুড়া)।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত