আজ ২০ ই মার্চ, এবছরের মহাবিষুব (Vernal/Spring Equinox)

আজ ২০ ই মার্চ, ২০২০ সালের মহাবিষুব (Vernal / Spring Equinox)। আজ সারা পৃথিবীতে দিনরাত্রির দৈর্ঘ্য সমান। দিবারাত্রির হ্রাস-বৃদ্ধির চক্রে বছরে দুইবার উভয় গোলার্ধে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। একে বিষুব (Equinox) বলে। ২০/২১ মার্চ ও ২২/২৩ সেপ্টেম্বরে দিনরাত্রির দৈর্ঘ্য সমান থাকে। 

মহাবিষুব

সূর্য সাধারণত ২১ শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখাতে এবং ২২ শে ডিসেম্বর মকরক্রান্তি রেখাতে লম্বভাবে কিরণ দেয়। তাই ২১ শে জুন কর্কটসংক্রান্তিতে উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন এবং দক্ষিন গোলার্ধে সবচেয়ে ছোটো দিন হয়। আবার ২২ শে ডিসেম্বর মকরসংক্রান্তিতে দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়। এটা ঘটে থাকে পৃথিবীর কক্ষীয় নতির জন্য। কিন্তু দুই বিষুব (Equinox) দিনে সূর্য পৃথিবীর বিষুবরেখা বরাবর অবস্থান করে। অর্থাৎ সূর্য একদম পূর্ব দিকে উদিত হয়ে সোজা পশ্চিম দিকে অস্ত যায়। এই কারণে পৃথিবীর নতি দিনরাত্রির দৈর্ঘ্যে প্রভাব ফেলতে পারে না। তাই পৃথিবীর অবস্থানের জন্য এই দুই বিষুব (Equinox) দিনে দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়। সাধারনত প্রতিবছর ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর দিনরাত্রির দৈর্ঘ্য সমান ধরা হয়। কিন্তু জ্যোতির্বিদ্যার সময় অনুসারে প্রতি বছর এটা ২০-২১ শে মার্চ এবং ২২-২৩ সেপ্টেম্বরের মধ্যে ঘটে থাকে। ২০২০ সালে ভারতীয় সময় অনুসারে ২০ শে মার্চ রাত ৯:২০ মিনিটে মহাবিষুব।

-অরিজিৎ সিংহ মহাপাত্র (পার্শ্বলা, বাঁকুড়া)
©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত