পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৫

“পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর
(পর্ব-১৫)

(১) পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি?
উঃ পাট শিল্প।

(২) পশ্চিমবঙ্গে কোথায় প্রথম পাট শিল্প গড়ে ওঠে?
উঃ) হুগলি জেলার ঋষড়া তে (১৮৫৪)।

(৩) বর্তমানে পশ্চিমবঙ্গে পাট কলের সংখ্যা কত?
উঃ ৬০ টি।

(৪) পশ্চিমবঙ্গে (ভারতে) প্রথম কোথায় কার্পাস শিল্প গড়ে ওঠে?
উঃ হাওড়া জেলার ঘুষড়ি তে (১৮১৮)।

(৫) বর্তমানে পশ্চিমবঙ্গে কাপড় কলের সংখ্যা কত ?
উঃ ৩৭ টি।

(৬) পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য দপ্তরের মুখ্য সংস্থার নাম কি ?
উঃ West Bengal Industrial Development Corporation Ltd.

(৭) পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?
উঃ তাঁত বস্ত্রবয়ন শিল্প।

(৮) বান তলা কি জন্য বিখ্যাত ?
উঃ এশিয়ার বৃহত্তম চর্ম নগরী।

(৯) পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চলের সংখ্যা কয়টি ?
উঃ চারটি।

(১০) পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি ?
উঃ বৃহত্তর কলকাতা শিল্পাঞ্চল বা হুগলি নদী তীরবর্তী শিল্পাঞ্চল।

(১১) পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি ?
উঃ দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল।

(১২) পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি ?
উঃ) হলদিয়া শিল্পাঞ্চল।

(১৩) পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি ?
উঃ জলপাইগুড়ি-দার্জিলিং শিল্পাঞ্চল।

(১৪) কর্পাস বয়ন শিল্পের কাঁচামালের জন্য পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের উপর নির্ভরশীল ?
উঃ মহারাষ্ট্র ও গুজরাট।

(১৫) তরাই অঞ্চলে কখন প্রথম চা বাগান গড়ে ওঠে ?
উঃ ১৯৬২ সালে।

(১৬) মকাই বাড়ি টি এস্টেট কোথায় অবস্থিত ?
উঃ দার্জিলিং পার্বত্যাঞ্চলে।

(১৭) ডুয়ার্স অঞ্চলে চা বাগানের সংখ্যা কত ?
উঃ ১৬৮ টি।

(১৮) পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ফুড পার্ক’ গড়ে উঠেছে?
উঃ হাওড়ার সাঁকরইল, মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ি প্রভৃতি স্থানে।

(১৯) পূর্ব মেদিনপুরের সংকরপুর কি জন্য বিখ্যাত?
উঃ মৎস্য ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের জন্য।

(২০) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কাগজকল স্থাপিত হয়?
উঃ হাওড়ার বালিতে (১৮৭০) I

(২১) ট্যাংরা কি জন্য বিখ্যাত ?
উঃ কাঁচা চামড়া ট্যানিং এর জন্য।

(২২) হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান ভিত্তি কি ?
উঃ পেট্রোলিয়াম উপজাত দ্রব্য।

(২৩) একটি ভোজ্য তৈল উৎপাদন সংস্থার নাম লিখ?
উঃ গ্লাইকেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

(২৪) নদীয়ার শান্তিপুর কি জন্য বিখ্যাত ?
উঃ তাঁত শিল্পের জন্য।

(২৫) পুরুলিয়ার কোথায় চা শিল্প রয়েছে ?
উঃ অযোধ্যা তে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

তথ্যসূত্রঃ- পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস – মন্ডল, মন্ডল, মুখার্জী – মিশন জিওগ্রাফি ইন্ডিয়া।

©Mission Geography India

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১১”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১০”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত