পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর ll প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর ll পর্ব-১৬

“পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর
(পর্ব-১৬)

(১) ভারতীয় অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অনুক্রম কত ?
উঃ ষষ্ঠ তম।

(২) পশ্চিমবঙ্গের GDP কত ?
উঃ ১০.৯৪ লাখ কোটি।

(৩) পশ্চিমবঙ্গে মাথাপিছু GDP কত ?
উঃ ৭৮,৯০৩

(৪) কৃষি থেকে পশ্চিমবঙ্গের মোট GDP এর কত শতাংশ আসে ?
উঃ ১৯%

(৫) শিল্পক্ষেত্র থেকে পশ্চিমবঙ্গের মোট GDP এর কত শতাংশ আসে ?
উঃ ২৫%

(৬) পরিষেবা ক্ষেত্র থেকে পশ্চিমবঙ্গের মোট GDP এর কত শতাংশ আসে ?
উঃ ৫৬%

(৭) দেশের কত শতাংশ শিল্প উত্পাদন নিয়োগ হয় পশ্চিমবঙ্গ থেকে ?
উঃ ৯.৮ শতাংশ।

(৮) পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি কি ?
উঃ কৃষি ও মাঝারি শিল্প।

(৯) পশ্চিমবঙ্গে পঞ্জিকৃত কারখানার সংখ্যা কত ?
উঃ প্রায় ১০,০০০ টি।

(১০) ‘শিল্প সাথী প্রকল্প’ কি ?
উঃ) শিল্প ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

(১১) ভারতের মোট চালের কত শতাংশ পশ্চিমবঙ্গ উৎপাদন করে ?
উঃ ২০ শতাংশ।

(১২) ভারতের মোট আলুর কত শতাংশ পশ্চিমবঙ্গ উত্পাদন করে ?
উঃ ৩৩ শতাংশ।

(১৩) ভারতের কত শতাংশ পাট পশ্চিমবঙ্গ সরবরাহ করে?
উঃ ৬৬ শতাংশ।

(১৪) ভোজ্য তেলের কত শতাংশ পশ্চিমবঙ্গে উত্পন্ন হয়?
উঃ ১০ শতাংশ।

(১৫) পশ্চিমবঙ্গে চামড়া ও চামড়াজাত উত্পাদন কেন্দ্রের সংখ্যা কত ?
উঃ ৬৬৬ টি।

(১৬) পশ্চিমবঙ্গে ক্ষুদ্র শিল্পের আনুমানিক সংখ্যা কত ?
উঃ ৭ লক্ষ ৪০০ এর অধিক।

(১৭) ভারতের কত শতাংশ ক্ষুদ্র শিল্প পশ্চিমবঙ্গে অবস্থিত?
উঃ ৭ শতাংশ।

(১৮) ভারতীয় ক্ষুদ্র শিল্পের নিরিখে পশ্চিমবঙ্গের অনুক্রম কত ?
উঃ ষষ্ঠ।

(১৯) পশ্চিমবঙ্গের বৈদেশিক বাণিজ্যের কত শতাংশ ক্ষুদ্র শিল্পের আয়ত্বে রয়েছে ?
উঃ ৪০ শতাংশ।

(২০) কলকাতা লেদার কমপ্লেক্স কোথায় অবস্থিত ?
উঃ বানতলা তে।

(২১) পশ্চিমবঙ্গে বর্তমানে কৃষি রপ্তানী অঞ্চলের সংখ্যা কত?
উঃ পাঁচ টি।

(২২) মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত ?
উঃ কৃষ্ণনগর।

(২৩) বালুচরী শাড়ির জন্য কোন শহর বিখ্যাত ?
উঃ বিষ্ণুপুর।

(২৪) পশ্চিমবঙ্গে হিমঘরের সংখ্যা কত ?
উঃ ৩৯০ টি।

(২৫) কোন জেলায় সর্বাধিক সংখ্যক হিমঘর রয়েছে ?
উঃ হুগলি জেলায় (১২৬ টি)।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

তথ্যসূত্রঃ- পশ্চিমবঙ্গের ভূগোল নির্যাস – মন্ডল, মন্ডল, মুখার্জী – মিশন জিওগ্রাফি ইন্ডিয়া।

©Mission Geography India

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৫”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১১”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১০”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত