পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর

”পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি ?
উঃ) গঙ্গা ।

2. পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিঃমিঃ অবস্থিত ?
উঃ) 520 কিঃমিঃ প্রায় ।

3. গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ?
উঃ) রাজমহল পাহাড়ের নিকট ।

4. পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয় ?
উঃ) মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের নিকট ।

5. গঙ্গার প্রধান শাখাটির নাম কি ?
উঃ) পদ্মা ।

6. গঙ্গার দ্বিতীয় শাখাটি কি নামে পরিচিত ?
উঃ) ভাগীরথী-হুগলি নদী ।

7. গঙ্গার কোন অংশ ভাগীরথী নামে পরিচিত ?
উঃ) মুর্শিদাবাদ থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত অংশ ।

8. গঙ্গার কোন অংশ হুগলি নদী নামে পরিচিত ?
উঃ) নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত অংশ ।

9. হুগলি নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যটি কি ?
উঃ) এই নদীর দক্ষিণাংশে জোয়ার-ভাটার প্রভাব দেখা যায় ।

10. ভাগীরথী-হুগলি নদীর ডান তীরের প্রধান উপনদীগুলি কিকি ?
উঃ) বাঁশলই, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী অজয়, দামোদর, দারকেশ্বর, রূপনারায়ণ ও কাঁসাই ।

11. ভাগীরথী-হুগলি নদীর বাম তীরের প্রধান উপনদীগুলি কিকি ?
উঃ) জলঙ্গী, মাথাভাঙ্গা, চূর্ণি প্রভৃতি ।

12. ভাগীরথী-হুগলি নদী কোথায় বঙ্গোপসাগরে পড়েছে ?
উঃ) সাগরদ্বীপের কাছে ।

13. ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত ?
উঃ) গঙ্গা নদীর উপর ।

14. পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর (নদ) নাম কি ?
উঃ) দামোদর নদ ।

15. দামোদর পশ্চিমবঙ্গে কত কিঃমিঃ প্রবাহিত ?
উঃ) প্রায় 313 কিঃমিঃ ।

16. কোথায় দামোদর দুই ভাগে বিভক্ত হয়েছে ?
উঃ) পূর্ব বর্ধমানে ।

17. দামোদরের অন্য ভাগটির নাম কি ?
উঃ) মুণ্ডেশ্বরী ।

18. মূল দামোদর কোথায় পতিত হয়েছে ?
উঃ) হুগলি নদীতে ।

19. মুণ্ডেশ্বরী কোথায় পতিত হয়েছে ?
উঃ) রূপনারায়ণ নদীতে ।

20. দামোদর নদী কোথায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ?
উঃ) পঞ্চেৎ এর নিকট বাঁদা তে ।

21. উত্তর বঙ্গের প্রধান নদীর নাম কি ?
উঃ) তিস্তা ।

22. তিস্তা নদীর পশ্চিমবঙ্গে দৈর্ঘ্য কত ?
উঃ) 122 কিঃমিঃ পশ্চিমবঙ্গে এবং 19 কিঃমিঃ সিকিম ও পশ্চিমবঙ্গ সীমান্ত বরাবর ।

23. তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গ সীমান্ত বরাবর কোন স্থানে প্রবাহিত ?
উঃ) রঙ্গপো থেকে তিস্তা বাজার ।

24. পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী কি ?
উঃ) তিস্তা ।

25. তিস্তার প্রধান উপনদী কি ?
উঃ) ছোট রঙ্গিত, বড়ো রঙ্গিত ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত