ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-৩ || ২০০টি প্রশ্ন ও উত্তর

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

ভূগোলের জিকে ভাণ্ডার

1. সাসথামকোটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কেরালা।

2. বালিয়াপাল আন্দোলন কোন রাজ্যের সাথে যুক্ত ?
উঃ ওড়িশা।

3. PWDS এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Public Works Department of State

4. Freight Corridor Project কবে চালু হয় ?
উঃ 2006 সালে।

5. Food Corporation of India কবে প্রতিষ্টিত হয় ?
উঃ 1965 সালে।

  • ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-১ || ৫০০টি প্রশ্ন ও উত্তর: Click Here
  • ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-২ || ২০০টি প্রশ্ন ও উত্তর: Click Here

6. জুই খাল কোন রাজ্যের সাথে সংশ্লিষ্ট ?
উঃ হরিয়ানা।

7. ‘জাতীয় বননীতি’ অনুযায়ী ভারতে প্রস্তাবিত অরণ্যের পরিমাণ কত ?
উঃ মোট আয়তনের 33.3%

8. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ?
উঃ জয়সলমির।

9. নর্মদা নদী উপত্যকা কীরূপ জলনির্গম প্রণালীর উদাহরণ ?
উঃ পিনেট।

10. মালাবার উপকূলের দীর্ঘতম কয়ালের নাম কি ?
উঃ ভেম্বনাদ কয়াল।

11. ‘তরাই’ শব্দের অর্থ কি ?
উঃ স্যাঁতসেঁতে।

12. ঝোরা কোন রাজ্যের নৃত্য ?
উঃ উত্তর প্রদেশের।

13. উত্তর-পূর্বাঞ্চল পরিষদ কবে গঠিত হয় ?
উঃ 1971 সালে।

14. চণ্ডীগড় শহরের নকশা কে তৈরি করেন ?
উঃ ফরাসী স্থপতি Le Corbusier

15. ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি ?
উঃ অন্ধ্রপ্রদেশ।

16. এশিয়ার কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক দেশের নাম কি ?
উঃ নেপাল।

17. কবে নাগাল্যান্ড কেন্দ্র শাসিত অঞ্চলের স্বীকৃতি পায় ?
উঃ 1957 সালে।

18. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?
উঃ বক্সা দুয়ার্স এ।

19. পশ্চিমবঙ্গের ফলতার অর্থনৈতিক গুরুত্ব কি ?
উঃ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)।

20. ভারতের কোথায় প্রথম SEZ গড়ে ওঠে ?
উঃ গুজরাটের কাণ্ডালায় (1965)।

21. Z.J. Schokalskaya (1932) ভারতের মৃত্তিকা কে কয় ভাগে ভাগ করেন ?
উঃ 16 ভাগে।

22. The All India Soil and Land Use Survey Organisation কখন দেশ ব্যপী তাদের মৃত্তিকা সার্ভে চালায় ?
উঃ 1965 সালে।

23. National Atlas Organisation (1957) সালে ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করে ?
উঃ 6 ভাগে।

24. ভারতের মৃত্তিকার কত শতাংশ পলিমাটি ?
উঃ 43.3%

25. ভারতের মৃত্তিকার কত শতাংশ লোহিত মৃত্তিকা ?
উঃ 18.6%

26. উপকূলীয় পলি মাটি কঙ্কণ উপকূলে কি নামে পরিচিত ?
উঃ খার।

27. ICAR ভারতে প্রাপ্ত লাল মৃত্তিকাকে কয়টি গোত্রে ভাগ করে ?
উঃ 4 টি।

28. Red Loam Soil এর প্রধান গাঠনিক শিলা কি ?
উঃ গ্রানাইট।

29. উপাদানের ভিত্তিতে কৃষ্ণ মৃত্তিকা কয় ভাগে বিভক্ত ?
উঃ দুই ভাগে।

30. কৃষ্ণ মৃত্তিকায় গড়ে কত শতাংশ কাদার উপস্থিতি লক্ষ্য করা যায় ?
উঃ 50%

31. F. Buchanan ভারতের কোন মৃত্তিকা সম্পর্কে প্রথম পর্যলোচনা করেন ?
উঃ লোহিত মৃত্তিকা।

32. লোহিত মৃত্তিকায় সিলিকার উপস্থিতি কীরূপ ?
উঃ 32.62%

33. ভারতের মরু মৃত্তিকা কয় ভাগে বিভক্ত ?
উঃ দুই ভাগে।

34. পার্বত্য মৃত্তিকা হিমালয়ের কোন উচ্চতায় উপলব্ধ ?
উঃ 2100 মিঃ – 3000 মিঃ উচ্চতায়।

35. Peaty Soil মূলতঃ কোন রাজ্যে সর্বাধিক পাওয়া যায় ?
উঃ কেরলে।

36. Skeletal Soil ভারতের কোথায় পাওয়া যায় ?
উঃ বিন্ধ্য পার্বত্যাঞ্চলে।

37. Central Soil Conservation Board কবে গঠিত হয় ?
উঃ 1953 সালে।

38. WDC এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Watershed Development Council.

39. ভারতের মৃত্তিকার কত শতাংশ কৃষ্ণ মৃত্তিকা ?
উঃ 15.2 শতাংশ।

40. চোপান কি ?
উঃ ভারতে লবণাক্ত ও ক্ষারীয় মাটির স্থানীয় নাম।

41. কাথাল গুড়ি গ্যাস শক্তি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অসমে।

42. ভারতের প্রথম পোশাক পার্ক কোথায় গড়ে উঠেছে ?
উঃ তামিলনাড়ুর তিরুপুরে।

43. ভারতের সবথেকে শিল্পোন্নত রাজ্য কোনটি ?
উঃ মহারাষ্ট্র।

44. HMT এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Hindustan Machine Tools.

45. ভারতের বৃহত্তম সিমেন্ট শিল্প কোথায় অবস্থিত ?
উঃ ছত্তিশগড়ের জামুলে।

46. ভারতের উদীয়মান শিল্প কাকে বলে ?
উঃ পেট্রো রসায়ন শিল্পকে।

47. লেপচা উপজাতি কোন রাজ্যের ?
উঃ সিকিম।

48. কোলি সম্প্রদায়ের মত্স্যজীবী কোন রাজ্যের অধিবাসী ?
উঃ মহারাষ্ট্র।

49. কলকাতা বন্দরের বিশেষ পরিচিতি কি ?
উঃ পুনঃ রপ্তানী বন্দর।

50. ভারতের সর্বাধিক সংখ্যক বন্দর কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মহারাষ্ট্রে।

51. সমুদ্রে ভারতীয় EEZ এর পরিমাণ কত ?
উঃ 24 লক্ষ বর্গকিলোমিটার।

52. Freight Corridor Project কবে চালু হয় ?
উঃ 2006 সালে।

53. ভারতে কয় প্রকার উপজাতির উপস্থিতি রয়েছে ?
উঃ 573 টি।

54. বৈগা কোন রাজ্যের উপজাতি ?
উঃ মধ্যপ্রদেশের।

55. বিশ্বের বৃহত্তম অভ্রখনির নাম কি ?
উঃ কোডার্মা।

56. National Mineral Development Corporation কবে গঠিত হয় ?
উঃ 1958 সালে।

57. বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি ?
উঃ কেইবুল লামজাও।

58. Indian Council of Forestry Research and Education এর সদরদপ্তর কোথায় অবস্থিত ?
উঃ দেরাদুনে।

59. মুম্বাই শহর কোন দ্বীপে অবস্থিত ?
উঃ সলসেট্টে দ্বীপে।

60. ভারত সরকারের পশু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উঃ মুক্তেস্বরে।

61. কবে All India Radio এর সূচনা হয় ?
উঃ 1936 সালে।

62. ভারতের কোথায় সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করা হয় ?
উঃ কলকাতার Indian Statistical Institute এ।

63. কবে SEZ সংক্রান্ত আইন ভারতে পাস হয় ?
উঃ 2006 সালের মে মাসে।

64. ভারতের প্রথম পাইপলাইন পরিষেবা কোন দুটি স্থানের মধ্যে গড়ে উঠে ?
উঃ অসমের নাহারকাটিয়া থেকে নূনমাটি পর্যন্ত।

65. ভারতের বৃহত্তম পাইপলাইন কোনটি ?
উঃ হাজিরা-বিজাপুর-জগদীশপুর পাইপলাইন।

66. 1947 সালে ভারতে কটি সংস্থা বিমান পরিষেবা প্রদান করতো ?
উঃ 4 টি।

67. ভারতে কবে বিমান পরিষেবা শুরু হয় ?
উঃ 1911 সালে।

68. দিল্লি মেট্রো কবে চালু হয় ?
উঃ 2002 সালের 24 সে জানুয়ারী।

69. কঙ্কণ রেলওয়ের দৈর্ঘ্য কত ?
উঃ 760 কিঃমিঃ।

70. ন্যারো গেজে দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব কত ?
উঃ 0.762 মিটার।

71. ভারতের পঞ্চম বৃহত্তম জাতীয় সড়কপথ কোনটি ?
উঃ G.T Road

72. ভারতের বৃহত্তম মোডেপ নির্মাণ সংস্থার নাম কি ?
উঃ TVS-Sujuki

73. ভারতের সরকারী ক্ষেত্রে প্রথম কোথায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠে ?
উঃ গুজরাটের জওহর নগরে।

74. The Sponge Iron India Ltd কবে স্থাপিত হয় ?
উঃ 1981 সালে।

75. দেশের ইস্পাত বলয়ের বাইরে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পটির নাম কি ?
উঃ সালেম স্টিল প্ল্যান্ট।

76. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠে ?
উঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।

77. TISCO কোন দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত ?
উঃ খরকাই ও সুবর্ণ রেখা।

78. ভারত কর্পাস বয়ন শিল্পের উপস্থিতির ভিত্তিতে কয়টি অঞ্চলে বিভক্ত ?
উঃ পাঁচটি।

79. কাগজ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি ?
উঃ অন্ধ্রপ্রদেশ।

80. বিশ্বের প্রাচীনতম যন্ত্র শিল্প কি ?
উঃ ভারতের কর্পাস বয়ন শিল্প।

81. ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য কত ?
উঃ 1 ঘন্টা 57 মিনিট।

82. পৃথিবীর স্থলভাগের কেন্দ্রে অবস্থিত দেশের নাম কি ?
উঃ ভারত।

83. রাজাজী ন্যশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড।

84. ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত জলবিভাজিকা কোনটি ?
উঃ পাটকই ভূম ও নাঙ্গা পর্বত।

85. ভারতের কোথায় জারোয়া সম্প্রদায় বসবাস করেন ?
উঃ আন্দামান দ্বীপপুঞ্জে।

86. ‘মিট্টি বাঁচাও আন্দোলন’ কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
উঃ মধ্যপ্রদেশ (হোসেঙ্গাবাদ, 1977)।

87. ভারত তথা এশিয়ার কোথায় প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয় ?
উঃ ব্যাঙ্গালোরে (1906)।

88. ভারতের সর্বাধিক দূষিত হ্রদের নাম কি ?
উঃ ভূপালের ভোজ হ্রদ।

89. বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কত ?
উঃ 50 টি।

90. ভারতের পূর্বতম স্থানের নাম কি ?
উঃ অরুণাচল প্রদেশের কিবিথু।

91. ওরন কি ?
উঃ রাজস্থানের অধিবাসীদের পবিত্র বন।

92. কোন রাজ্য ভেঙ্গে ছত্তিশগড় রাজ্যের জন্ম হয় ?
উঃ মধ্যপ্রদেশ।

93. ভারতের দীর্ঘতম সেতুর নাম কি ?
উঃ আন্না ইন্দিরা গান্ধী সেতু।

94. রসিকবিল জলাভূমি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।

95. সর্পক্ষারু কি ?
উঃ কেরালায় আদিবাসী সংরক্ষিত পবিত্র বনভূমি।

96. নীল গাই কোন অভয়ারণ্যে দেখা যায় ?
উঃ কিন্নার অভয়ারণ্যে।

97. ভারতের নবীনতম প্রধান বন্দরের নাম কি ?
উঃ এন্নোর বন্দর।

98. দামোদর নদীর প্রধান শাখানদীর নাম কি ?
উঃ মুন্ডেশ্বরী।

99. ভারতের প্রথম বিমান শিল্প-কারখানা কোথায় গড়ে ওঠে ?
উঃ ব্যাঙ্গালোরে।

100. নাগিন হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ শ্রীনগরে।

  • ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-১ || ৫০০টি প্রশ্ন ও উত্তর: Click Here
  • ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-২ || ২০০টি প্রশ্ন ও উত্তর: Click Here

101. TRAI এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Telecom Regulatory Authority of India .

102. বর্তমানে ভারতে ডাকঘরের সংখ্যা কত ?
উঃ 1,55,300 (প্রায়)।

103. ভারতে বর্তমানে ‘নবরত্ন’ সম্মান প্রাপ্ত কোম্পানির সংখ্যা কত ?
উঃ 17 টি।

104. 17 তম নবরত্ন সংস্থার নাম কি ?
উঃ Indian Shipping Corporation.

105. রেল মন্ত্রকের অধীনে অধিগৃহীত সংস্থার সংখ্যা কত ?
উঃ 10 টি।

106. ভারতের প্রথম মানব উন্নয়ন সূচক কবে প্রকাশিত হয় ?
উঃ 2002 সালের 23 এপ্রিল।

107. ভারতের প্রথম মানব উন্নয়ন সূচক প্রকাশ কালে প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ অটলবিহারী বাজপেয়ী।

108. Agricultural Insurance Company of India Ltd. কবে গঠিত হয় ?
উঃ 2002 সালে।

109. জাতীয় কৃষি বীমা প্রকল্প ঘোষিত হয় ?
উঃ 1999-2000 রবি মরসুমে।

110. ভারতে সবুজ জ্বালানীর সূচনা হয় কবে ?
উঃ 2000 সালের 1লা ফেব্রুয়ারীতে।

111. ভারতের প্রথম স্থায়ী সিমেন্ট শিল্প কোম্পানির নাম কি ?
উঃ Indian Cement Company Ltd. (1914)।

112. ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি ?
উঃ চিনি শিল্প।

113. ভারতের বৃহত্তম সংগঠিত শিল্প কোনটি ?
উঃ কার্পাস বয়ন শিল্প।

114. National Jute Policy of India কবে গৃহীত হয় ?
উঃ 2005 সালে।

115. কখন ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয় ?
উঃ 1966 সালে।

116. 1948 সালের শিল্পনীতিতে ভারতীয় শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ?
উঃ চারভাগে।

117. ভারতে দ্বিতীয় শিল্পনীতি গৃহীত হয় কবে ?
উঃ 1956 সালে।

118. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয় ?
উঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

119. পশ্চিমবঙ্গের কোন জেলা 1960-61 সালে ঘোষিত নিবিড় কৃষি উন্নয়ন প্রকল্পের অন্তর্গত হয় ?
উঃ বর্ধমান।

120. 1960-61 সালে ঘোষিত নিবিড় কৃষি উন্নয়ন প্রকল্পে ভারতের কটি জেলাকে অন্তর্গত করা হয় ?
উঃ 7 টি।

121. National Food Security Act কবে পাস হয় ?
উঃ 2013 সালে।

122. কোন সময়কালে ভারতে স্থির জনসংখ্যা দশা পরিলক্ষিত হয় ?
উঃ 1891-1921 সময় কালে।

123. জাতীয় জনসংখ্যা কমিশন কবে গঠিত হয় ?
উঃ 2000 সালের 11 ই মে।

124. 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত ?
উঃ 950 জন।

125. পশ্চিম উপকূলীয় সমভূমি কয়টি অংশে বিভক্ত ?
উঃ সাতটি।

126. কারাকোরাম গিরিপথ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ জম্মু কাশ্মীর রাজ্যে।

127. কারেওয়া কোন উপত্যকায় অবস্থিত ?
উঃ কাশ্মীর উপত্যকায়।

128. দোহার জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ হিমাচল প্রদেশ।

129. সোনালী চতুর্ভুজ পরিকল্পনা কবে গৃহীত হয় ?
উঃ 1999 সালের 2 রা জানুয়ারী।

130. ভারতকে প্রধান কয়টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়েছে ?
উঃ 12 টি।

131. ভারতে পেট্রোক্যামিকেল শিল্পের বার্ষিক বৃদ্ধির হার কত ?
উঃ 12-15%।

132. গঙ্গা অ্যাকশন প্ল্যান এ কয়টি কর্মসূচী গৃহীত হয় ?
উঃ চারটি।

133. কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ কলকাতায়।

134. ভারতে বছরে সংঘটিত বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উঃ 4000 ঘন কিঃমিঃ।

135. ভারতে প্রতিবছর আনুমানিক কত পরিমাণ Ewast তৈরী হয়?
উঃ দেড় লক্ষ টন।

136. ভারতের কোন রাজ্যে কৃষি বনায়ন অধিক প্রচলিত ?
উঃ উত্তর প্রদেশ।

137. ভারতীয় শ্বেত বিপ্লবের জনক কে ?
উঃ ভার্গীস ক্যুরিয়ন।

138. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখো ?
উঃ পেরাম্বুর।

139. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখো ?
উঃ হিমাচল প্রদেশ।

140. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ সিয়াচেন।

141. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ স্তূপ পর্বত ।

142. ভারতের কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ মরু মাটিতে ।

143. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ গম ।

144. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ উত্তর ভারতে ।

145. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ পশ্চিমবঙ্গে ।

146. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ পলিমৃত্তিকা ।

147. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ আনাইমুদি ।

148. ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার কত ?
উঃ 3,214 কিঃমিঃ ।

149. লুনি নদী কোন রাজ্যে প্রবাহিত ?
উঃ রাজস্থান ।

150. দেরাদুন উপত্যকার বিস্তার কীরূপ ?
উঃ 75 কিঃমিঃ দীর্ঘ এবং 15.20 কিঃমিঃ প্রশস্ত ।

151. সিমলা পাহাড় কোথায় অবস্থিত ?
উঃ ধৌলাধর শৃঙ্খলে ।

152. মিলান হিমবাহ হিমালয়ের কোন অংশে অবস্থিত ?
উঃ কুমায়্যুন হিমালয়ে ।

153. লাদাখ মালভূমির গড় উচ্চতা কত ?
উঃ 5,300 মিটার ।

154. নন্দাদেবী শৃঙ্গ হিমালয়ের কোন অংশে অবস্থিত ?
উঃ গাড়োয়াল হিমালয়ে ।

155. দুন ও দ্বার উপত্যকা কোথায় অবস্থিত ?
উঃ শিবালিক অঞ্চলে ।

156. হিমাচল পর্বতমালার কোন জেলা হ্রদের জেলা নামে পরিচিত ?
উঃ নৈনিতাল ।

157. মাউন্ট সারামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উঃ নাগা পর্বত ।

158. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?
উঃ কৃষ্ণা নদীর ।

159. পাঞ্জাব-হরিয়ানা সমভূমির মোট ক্ষেত্রমান কত ?
উঃ 1,75,000 বর্গকিলোমিটার ।

160. পর্বত রানী পাঁচমারি কোথায় অবস্থিত ?
উঃ সাতপুরা পর্বতমালায় ।

161. কোন স্থান ছত্তিশগড়ের চেরাপুঞ্জি নামে পরিচিত ?
উঃ অম্বিকাপুর ।

162. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালা উপকূলে কবে প্রবেশ করে ?
উঃ পয়লা জুন ।

163. ভারতে মৌসুমী বৃষ্টিপাতের প্রধান কারণ কি ?
উঃ তাপীয় পরিচলন ।

164. চেরাপুঞ্জির পর অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ?
উঃ সৈহাদ্রি অঞ্চল ।

165. কোন উচ্চতায় ভারতে চিরসবুজ ওক অরণ্য দেখা যায় ?
উঃ 1330 থেকে 2700 মিটার উচ্চতায় ।

166. চ্যাম্পিয়ন ভারতের বনভূমিকে মোট কয় ভাগে ভাগ করেন ?
উঃ 116 ভাগে ।

167. ভারতের কোন অংশে পাইন অরণ্য অধিক বিকশিত ?
উঃ মধ্য হিমালয়ে ।

168. ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত ?
উঃ সুরাটগড়ে ।

169. কোন রাজ্য সালফার উত্পাদনে প্রথম ?
উঃ তামিলনাড়ু ।

170. National Mineral Corporation of India কবে স্থাপিত হয় ?
উঃ 1938 সালে ।

171. লাক্ষা দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপের নাম কি ?
উঃ মিনিকয় দ্বীপ (4.50 বর্গ কিঃমিঃ) ।

172. গোদাবরী বদ্বীপের দক্ষিণে পূর্ব উপকূলের কোন বিভাগ অবস্থিত ?
উঃ করমণ্ডল উপকূল ।

173. ভারতের মরুভূমি অঞ্চলের একমাত্র বড়ো নদীর নাম কি ?
উঃ লুনী ।

174. ভারতের মরুভূমি অঞ্চলের সর্ববৃহৎ হ্রদের নাম কি ?
উঃ সম্বর হ্রদ ।

175. ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি কর্ণাটকে কি নামে পরিচিত ?
উঃ কানাড়া উপকূল ।

176. কাথিয়াবাড় উপদ্বীপ বা সৌরাষ্ট্রের সর্বোচ্চ পাহাড়ের নাম কি ?
উঃ গিরণর (1,117 মিঃ) ।

177. হিমালয়ের যে অংশ নেপালে অবস্থিত তা (পূর্ব-পশ্চিম বিস্তার অনুযায়ী) কি নামে পরিচিত ?
উঃ মধ্য হিমালয় ।

178. ভারততিব্বত সংযোগকারী মানা পাস ও নিতি পাস হিমালয়ের কোন অংশে অবস্থিত ?
উঃ কুমায়ুন হিমালয়ে ।

179. সবরমতী নদীর উত্পত্তিস্থলের নাম কি ?
উঃ আরাবল্লী পর্বতশ্রেণী ।

180. কটক কোন বদ্বীপে অবস্থিত ?
উঃ মহানদী বদ্বীপে ।

181. ভারতের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?
উঃ তাপবিদ্যুৎ (59% প্রায়) ।

182. ভারতে বর্তমানে কয়টি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ? (2014)
উঃ 90 টি ।

183. ভারতের মোট বিদ্যুতের কত শতাংশ জলবিদ্যুৎ ? (2014)
উঃ 17 শতাংশ ।

184. ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ পরমানবিক উৎস থেকে আসে ? (2014)
উঃ 2 শতাংশ ।

185. বর্তমানে ভারতে পারমানবিক পাওয়ার রিয়্যাক্টরের সংখ্যা কত ? (2014)
উঃ 21 টি ।

186. ভারতের সর্ব দক্ষিণে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
উঃ তামিলনাড়ুর কুদানকুলাম ।

187. অপ্রচলিত শক্তি থেকে ভারতের কত শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় ? (2014)
উঃ 12 শতাংশ ।

188. সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি ?
উঃ গুজরাট ।

189. ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্কের নাম কি ?
উঃ চরণকা সোলার পার্ক (গুজরাট) ।

190. বায়ু বিদ্যুৎ উৎপাদনকারী প্রথম রাজ্য কোনটি ?
উঃ তামিলনাড়ু ।

191. ভারতের ভূতাপ বিদ্যুৎ উৎপাদনে কয়টি উষ্ণ প্রস্রবণ ব্যবহার হয় ? (2014)
উঃ প্রায় 400 টি ।

192. ডিজেল থেকে ভারতের কত শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় ? (2014)
উঃ 1 শতাংশ ।

193. প্রাকৃতিক গ্যাস থেকে ভারতের কত শতাংশ বিদ্যুৎ আসে ? (2014)
উঃ 9 শতাংশ ।

194. কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মেঘালয় ।

195. কুন্তা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ তামিলনাড়ু ।

196. রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি ?
উঃ রাওয়াত ভাটা ।

197. পশ্চিমবঙ্গের কোথায় সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ?
উঃ জামুরিয়া তে ।

198. তাতাপানি ভূ-তাপ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ছত্তিশগড় ।

199. পশ্চিমবঙ্গের কোথায় ভূ-তাপ উৎপাদন কেন্দ্র রয়েছে ?
উঃ বক্রেশ্বরে ।

200. নিউক্লিয়ার আর্ক বা পরমাণু ধনুক কয়টি রাজ্যে বিস্তৃত ?
উঃ 6 টি রাজ্যে ।

  • ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-১ || ৫০০টি প্রশ্ন ও উত্তর: Click Here
  • ভূগোলের জিকে ভাণ্ডার || পর্ব-২ || ২০০টি প্রশ্ন ও উত্তর: Click Here

-সৌরভ সরকার (সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)

কপিরাইট: আমাদের সমস্ত পোস্ট সংরক্ষিত। আমাদের পোস্ট Copy-Paste করা আইনত দন্ডনীয় অপরাধ ।

  • “ভূগোলের জিকে ভাণ্ডার” FREE PDF (200+ Geography GK in Bengali): Download PDF
Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত