আজ ৮ ই জুন, বিশ্ব মহাসাগর দিবস || World Oceans Day 2020

 

বিশ্ব মহাসাগর দিবস
বিশ্ব মহাসাগর দিবস

গোধূলী লগনে পুরীর সমুদ্র সৈকত

আনুষ্ঠানিক নাম বিশ্ব মহাসাগর দিবস
অন্য নাম বিশ্ব সামুদ্রিক দিবস, World Oceans Day
পালনকারী জাতিসংঘের সকল সদস্য দেশ
তাৎপর্য দিবসটি পৃথিবীর মহাসাগরগুলির দূষণ প্রতিরোধ, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ প্রভৃতি বিষয়ে নানা উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়।
শুরু জুন ৮, ১৯৯২ (রাষ্ট্রসংঘ স্বীকৃত: জুন ৮, ২০০৯)
তারিখ জুন ৮
সংঘটন বার্ষিক
সম্পর্কিত মহাসাগর, আন্তর্জাতিক দিবসআজকের দিনে

আজ ৮ ই জুন, বিশ্ব মহাসাগর দিবস (World Oceans Day)। প্রতি বছর এই দিনটি পৃথিবীর মহাসাগরগুলির দূষণ প্রতিরোধ, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ প্রভৃতি বিষয়ে নানা উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘বিশ্ব মহাসাগর দিবস’ রূপে পালন করা হয়। সর্বপ্রথম ব্রুটল্যান্ড কমিশন পৃথিবীর পরিবেশ কর্মসূচীতে মহাসাগরের গুরুত্ব উল্লেখ করে। এরপর ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে কানাডার International Centre for Ocean Development (ICOD) এবং Ocean Institute of Canada (OIC) সংস্থা বিশ্ব মহাসাগর দিবস পালনের প্রস্তাব প্রদান করে। ১৯৯২ সালে প্রথম বিশ্ব মহাসাগর দিবসের উদ্দেশ্য ছিল পৃথিবীর মহাসাগর ইস্যুটিকে পরিবেশবাদী আন্তঃরাষ্ট্রীয় ও NGO এর আলোচনা ক্ষেত্রে একটি প্রধান বিষয়রূপে তুলে ধরা। ২০০৮ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘ ‘বিশ্ব মহাসাগর দিবস’-কে সরকারিভাবে স্বীকৃতি দেয় এবং ২০০৯ সাল থেকে ৮ ই জুন দিনটি রাষ্ট্রসংঘ স্বীকৃত বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়ে চলেছে। এবছর, অর্থাৎ ২০২০ সালে বিশ্ব মহাসাগর দিবসের থিম হল – “Innovation for a Sustainable Ocean”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত