ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১০

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. পূর্ব হিমালয় জৈব বৈচিত্র হটস্পট এর একটি গুরুত্বপূর্ণ বিপন্ন প্রজাতির নাম লিখ I
উঃ রেড পান্ডা।

2. কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে ?
উঃ IUCN

3. উত্তর বঙ্গের জাতীয় উদ্যানে সংরক্ষিত বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণীটির নাম কি ?
উঃ এক শৃঙ্গ গন্ডার।

4. বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ আয়ন স্তরে।

5. ‘ভ্যালি অফ ফ্লাওয়ার’ কোথায় অবস্থিত ?
উঃ গাড়ওয়াল হিমালয়ে।

6. দাক্ষিণাত্যের মালভূমি প্রাথমিক ভাবে কোন শিলা দ্বারা গঠিত ?
উঃ ব্যাসল্ট।

7. ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি সর্ভিস কোথায় চালু হয় ?
উঃ বেঙ্গালুরুতে।

8. চাপরামারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।

9. ন্যাশনাল সুগার ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উঃ উত্তর প্রদেশের কানপুরে।

10. তিরুপতি কোন উপত্যকায় অবস্থিত ?
উঃ সেষাচালম পাহাড়ী উপত্যকা।

11. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ ঝিলাম।

12. বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ কৃষ্ণা।

13. 2002 সালে রেলওয়ে জোন পুনর্গঠনের পূর্বে ভারতে কয়টি জোন ছিল ?
উঃ 9 টি।

14. রুদ্রসাগর ও লাকওয়া তৈল উত্তোলন কেন্দ্র কোথায় অবস্থিত ?
উঃ অসমে।

15. ‘Nature Conservation Foundation’ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক।

16. পেরিহিলিয়ন কি ?
উঃ নিজ নিজ কক্ষপথে পৃথিবী ও অন্য কোন গ্রহের সূর্যের সবথেকে কাছে অবস্থানের অবস্থা।

17. মদুমালাই অভয়ারণ্য কি জন্য বিখ্যাত ?
উঃ বাঘ।

18. কচ্ছ রণ বিখ্যাত কেন ?
উঃ বন্য গাধার জন্য।

19. সম্ভর হ্রদ গুরুত্বপূর্ণ কেন ?
উঃ লবণ উত্তোলনের জন্য।

20. ভারতের কোন ব্যক্তি মালিকানাধীন কোম্পানি প্রথম কেন্দ্রীয় শিল্প নিরপত্তা কোর্সের সংরক্ষণ লাভ করে ?
উঃ টাটা মোটরস।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত