২০১৮ বাঘসুমারী: ভারতে বাঘের সংখ্যা ২৯৬৭ টি

আজ ২৯ শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবসে প্রকাশিত হল ভারতের ২০১৮ বাঘসুমারীর ফলাফল রিপোর্ট। প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট অনুসারে ২০১৮ বাঘসুমারীতে ভারতে ২৯৬৭ টি বাঘ রয়েছে। ২০১৪ সালের গণনাতে ভারতে বাঘের সংখ্যা ছিল ২২২৬ টি। অর্থাৎ এই ৪ বছরে সারা দেশে বাঘের সংখ্যা বেড়েছে ৭৯৩ টি। উল্লেখ্য ২০১০ সালের বাঘসুমারী অনুসারে, ভারতে বাঘের সংখ্যা ছিল ১৭০৬ টি।

Status of Tigers in India 2018
Status of Tigers in India 2018

প্রধানমন্ত্রী বলেন, “বাঘসুমারীর এই ফলাফল সকল ভারতীয়কে, সকল প্রকৃতিপ্রেমীকে খুশি করবে। ৯ বছর আগে, ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ সম্মেলনে বাঘ রয়েছে এমন দেশগুলি ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল। আমরা এই লক্ষ্যমাত্রা চার বছরে পুরো করলাম। এখন ভারত বাঘেদের জন্য সুরক্ষিত আবাসস্থল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “The story that started with Ek Tha Tiger and then continued with Tiger Zinda Hai, should not stop there. It should be baaghon mein bahaar hai.”

২০১৮ সালের বাঘসুমারী অনুসারে, মধ্যপ্রদেশে সবথেকে বেশি বাঘ রয়েছে, যার সংখ্যা ৫২৬টি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক, এখানে ৫২৪টি বাঘ রয়েছে এবং উত্তরাখণ্ড রয়েছে তৃতীয় স্থানে, এখানে ৪৪২টি বাঘ দেখা যায়।

-অরিজিৎ সিংহ মহাপাত্র (পার্শ্বলা, বাঁকুড়া)।
©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত