পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর

”পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. পশ্চিমবঙ্গের মাটিকে প্রধান কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ) পাঁচ ভাগে ।

2. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলে কোন মাটি বিকশিত হয়েছে ?
উঃ) পডজল মাটি ।

3. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের মাটি কয়টি স্তরে গঠিত ?
উঃ) তিনটি স্তরে ।

4. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের মাটির প্রকৃতি কীরূপ ?
উঃ) আর্দ্র ও অম্ল প্রকৃতির ।

5. তরাই ও ডুয়ার্স অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য কি ?
উঃ) বালির আধিক্য অধিক এবং কাদার ভাগ কম ।

6. মালভূমি ও রাঢ় অঞ্চলের মাটিকে কি বলে ?
উঃ) ল্যাটেরাইট ।

7. পশ্চিমবঙ্গের উর্বর প্রকৃতির মাটি কোনটি ?
উঃ) সমভূমি অঞ্চলের পলি মাটি ।

8. উৎপত্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের পলি মাটি কয় ভাগে বিভক্ত ?
উঃ) দুই ভাগে, প্রাচীন পলি মাটি ও নবীন পলি মাটি ।

9. কোন কোন জেলায় প্রাচীন পলিমাটি দেখা যায় ?
উঃ) দুই দিনাজপুর ও মালদহ জেলায় ।

10. লবণাক্ত ও ক্ষারকীয় মাটি পশ্চিমবঙ্গের কোন অংশে বিকশিত হয়েছে ?
উঃ) উপকূল ও সুন্দরবন অঞ্চলে ।

11. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের মাটির প্রধান ফসল কি ?
উঃ) চা ।

12. পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ) চারভাগে ।

13. পার্বত্যাঞ্চলের উদ্ভিদ কয় ভাগে বিভক্ত ?
উঃ) চার ভাগে ।

14. পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় ?
উঃ) 1000 মিঃ উচ্চতা পর্যন্ত ।

15. পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় ?
উঃ) 1000 – 2500 মিঃ পর্যন্ত ।

16. পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায় ?
উঃ) 2500 – 4000 মিঃ উচ্চতায় ।

17. পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় আল্পীয় উদ্ভিদ জন্মায় ?
উঃ) 4,000 মিটার এর অধিক উচ্চতায় ।

18. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি ?
উঃ) পর্ণমোচী প্রকৃতির ।

19. সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ স্থানীয় ভাবে কয় ভাগে বিভক্ত ?
উঃ) দুই ভাগে ।

20. সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হিসেবে তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদের প্রাধান্য রয়েছে ?
উঃ) চিরহরিৎ উদ্ভিদ ।

21. সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ কি নামে পরিচিত ?
উঃ) ম্যানগ্রোভ উদ্ভিদ ।

22. নারিকেল জাতীয় উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোন অংশে সর্বাধিক লক্ষ্য করা যায় ?
উঃ) উপকূলীয় সমভূমি অঞ্চলে ।

23. পশ্চিমবঙ্গে কোন উদ্ভিদের প্রাধান্য সর্বাধিক ?
উঃ) সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের ।

24. আল্পীয়ঘাস পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ?
উঃ) পার্বত্য অঞ্চলের ।

25. ভাঙ্গর কি ?
উঃ) প্রাচীন ভঙ্গুর পলি মাটি ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত