মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর ।। Madhaymik 2019 Geography Answers Key

আজ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে মাধ্যমিক ২০১৯ ভূগোল পরীক্ষা অনুষ্ঠিত হলো। মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য মোট নির্ধারিত সময় ছিলো 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট প্রশ্নপত্র দেখার জন্য দেওয়া হয়েছিল এবং বাকি 3 ঘন্টা লেখার জন্য। পরীক্ষা শুরু হয়েছিলো দুপুর 11:45am এবং পরীক্ষা শেষ হয় বিকাল 3 টে। এই বছর ভূগোল প্রশ্নের মান খুব ভালো ছিলো। বেশিরভাগ পরীক্ষার্থীর ভূগোল পরীক্ষা ভালো হয়েছে। প্রতি বছরের মতো এইবছরেও মাধ্যমিক ২০১৯ ভূগোল পরীক্ষায় 90% প্রশ্ন কমন এসেছে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের দেওয়া “মাধ্যমিক ভূগোল সাজেশন ২০১৯” থেকে।

মাধ্যমিক ২০১৯ ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রের ধরনঃ
মাধ্যমিক ২০১৯ ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রে মোট ছয়টি বিভাগ থেকে প্রশ্ন এসেছিলো। প্রতিটি বিভাগের প্রশ্ন বিভাজন কেমন ছিলো তা নীচে দেওয়া হলো-

◊বিভাগ-ক (বহুবিকল্পধর্মী প্রশ্ন):
এই বিভাগে মোট 14টি MCQ প্রশ্ন এসেছিলো এবং প্রতিটি প্রশ্নের মান-1। এক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন ছিল না।

◊বিভাগ-খ (অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন):
এই বিভাগে ছিল দু’একটি শব্দের উত্তর, শূন্যস্থান পূরণ, শুদ্ধ-অশুদ্ধ নির্বাচন ও স্তম্ভ মেলানো। মোট 26টি প্রশ্ন ছিল, করতে হয়েছে 22 টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান-1.

◊বিভাগ-গ (সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন):
এই বিভাগে মোট 12টি প্রশ্ন ছিল এবং উত্তর দিতে হয়েছে 6টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের মান-2 এবং প্রতিক্ষেত্রে বিকল্প প্রশ্ন ছিল। প্রাকৃতিক ভূগোলের অধ্যায় থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি করতে হয়। বর্জ্য ব্যাবস্থাপনা অধ্যায় থেকে দুটির মধ্যে একটি, ভারতের ভূগোল থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি করতে হয় এবং উপগ্রহ চিত্র অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হয়।

◊বিভাগ-ঘ (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন):
এই বিভাগে আটটি প্রশ্নের মধ্যে চারটির উত্তর করতে হয়েছে। প্রতিটি প্রশ্ন মান-3 । প্রাকৃতিক ভূগোল, বর্জ্য ব্যাবস্থাপনা, ভারতের ভূগোল এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র অধ্যায় থেকে যথাক্রমে একটি করে প্রশ্নের উত্তর করতে হয়েছে। প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন ছিল।

◊বিভাগ-ঙ (দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন):
এই বিভাগে মোট আটটি প্রশ্ন ছিল এবং এর মধ্যে চারটি প্রশ্ন করতে হয়েছে। প্রতিটি প্রশ্নের মান-5 । প্রাকৃতিক ভূগোল থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি এবং ভারতের ভূগোল থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হয়েছে। এক্ষেত্রে বর্জ্য ব্যাবস্থাপনা এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র অধ্যায় থেকে কোনো প্রশ্ন ছিল না।

◊বিভাগ-চ (মানচিত্র চিহ্নিতকরণ):
এই বিভাগে দশটি মানচিত্র উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিতকরণ করতে হয়েছিল। প্রশ্নমান-1। ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে 5টি এবং ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে 5টি মানচিত্র চিহ্নিতকরণ করতে হয়েছিল। এক্ষেত্রে কোনো বিকল্প ছিল না।

মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্ন

♦মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর♦

বিভাগ-ক

1. বহুবিকল্প প্রশ্নের উত্তরঃ

1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে-
উঃ (ক) আরোহণ।

1.2 পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে-
উঃ (খ) ক্রেভাস।

1.3 বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে-
উঃ (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।

1.4 ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে-
উঃ (গ) মিস্ট্রাল।

1.5 উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে-
উঃ (ক) হিমপ্রাচীর।

1.6 পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে-
উঃ (গ) অ্যাপোজি।

1.7 মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়-
উঃ (ক) আমাশয়।

1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল-
উঃ (ক) ভাষা।

1.9 গঙ্গা নদীর উৎস হল-
উঃ (ঘ) গঙ্গোত্রী হিমবাহ।

1.10 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল-
উঃ (ক) ভাকরা-নাঙ্গাল।

1.11 ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো-
উঃ (গ) পাঞ্জাব।

1.12 লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল-
উঃ (ঘ) সবগুলি (আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানীজ)।

1.13 2011 খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল-
উঃ (খ) 53 টি।

1.14 মিলিয়ন শীট ভূবৈচিত্রসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার-
উঃ (ঘ) 4°x4° ।

বিভাগ-খ

2) 2.1 শুদ্ধ-অশুদ্ধ প্রশ্নের উত্তরঃ
2.1.1 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। (শুদ্ধ)

2.1.2 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। (শুদ্ধ)

2.1.3 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলেরলবনতা সর্বাধিক থাকে। (অশুদ্ধ)

2.1.4 ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ। (অশুদ্ধ)

2.1.5 গঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। (শুদ্ধ)

2.1.6 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। (অশুদ্ধ)

2.1.7 উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়। (অশুদ্ধ)

2.2 শূন্যশান পুরণ করঃ

2.2.1. নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত গুলিকে “মন্থকূপ” বলে।

2.2.2 শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘণীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় “ধোঁয়াশা”।

2.2.3 “ল্যাব্রাডর” স্রোতের ফলে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়।

2.2.4 বর্জ্য কাগজ একটি “জৈব ভঙ্গুর” ধরণের বর্জ্য।

2.2.5 ক্রান্ত্রীয় পূবালী জেট বায়ু “মৌসুমি” বায়ুকে ভারতে আসতে বাধ্য করে।

2.2.6 ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম অংশ “কন্যাকুমারিকা”।

2.2.7 “মুম্বাই” হল ভারতের সর্বাধিক জনবহুল শহর।

2.3 একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ

2.3.1 নাতিশীতোষ্ণ মন্ডলে কোন্‌ ধরনের বৃষ্টিপাত দেখা যায়?
উঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি।

2.3.2 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?
উঃ লোহাচড়া দ্বীপ।

2.3.3 ভারতের মরু অঞ্চলে কোন ধরণের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
উঃ জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট।

2.3.4 মরা কোটাল কোন তিথিতে দেখা যায়?
উঃ অষ্টমী তিথিতে।

2.3.5 গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?
উঃ মধ্য অংশে (উত্তরপ্রদেশের কানপুর)।

2.3.6 ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।
উঃ শশা, তরমুজ, আউস ধান।

2.3.7 ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষনে সর্বাধিক অগ্রণী?
উঃ তামিলনাড়ু।

2.3.8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন।

2.4 বামদিক-ডানদিক মেলাওঃ

2.4.1 ওজোন গ্যাসের প্রাধান্য— স্ট্র্যাটোস্ফিয়ার।

2.4.2 ইক্ষু গবেষোণাগার— লক্ষ্ণৌ।

2.4.3 বৃহত্তম মোটরগাড়ি নির্মান শিল্প—গুড়গাঁও।

2.4.4 কারেওয়া—জম্মু ও কাশ্মীর।

  • মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নসহ উত্তর (Madhyamik 2019 Geography Answers Key): Download PDF
Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

3 thoughts on “মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর ।। Madhaymik 2019 Geography Answers Key

  • February 16, 2019 at 7:04 pm
    Permalink

    ধন্যবাদ।

    Reply
  • November 24, 2019 at 2:22 pm
    Permalink

    মাধ্যমিক 2020

    Reply
  • January 31, 2020 at 7:28 am
    Permalink

    Very useful

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত