স্কুল সার্ভিস ভূগোল ll মানবীয় ভূগোল (Human Geography SAQ)

স্কুল সার্ভিস ভূগোল

আপনি স্কুল সার্ভিস ভূগোলের জন্য প্রস্তুতি নিচ্ছেন ? আপনার শিক্ষক/শিক্ষিকা হাওয়ার চরম আকাঙ্খা কে বাস্তবায়িত করতে আমরা আপনাকে সুবর্ণ সূযোগ দিচ্ছি। আপনাদের সফলতা সুগম করতে আমরা চালু করেছি বিশেষ ব্যবস্থা যা ডিজিটাল মিডিয়াতে এই প্রথম। আপনি বাড়িতে বসে প্রতি মূহুর্তে আমাদের Guide এর মাধ্যমে নিজের বিষয় চর্চা করে অনায়াসেই সফল হতে পারবেন।

টপিক অনুযায়ী প্রশ্নোত্তর, বিস্তারিত আলোচনা এবং প্রতিনিয়ত অনলাইন মক টেস্টের সুযোগের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে নিজেকে নিয়োজিত করে সফলতাকে আলিঙ্গন করুণ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি “মানবীয়  ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর” (Human Geography)

SLST GEOGRAPHY E-BOOK 2ND EDITION 2019

মানবীয় ভূগোল (Human Geography)

1. বর্তমানে ভারতের জনসংখ্যা নীতির (2000) স্লোগান কি?
উঃ হাম দো হামারা দো।

2. কে প্রথম ‘Demography’ শব্দটি ব্যবহার করেন?
উঃ 1962 সালে জন গ্র্যান্ট ‘Demography’ শব্দটি ব্যবহার করেন।

3. কে প্রথম জনবিবর্তন তত্ত্ব (Demographic Transition Model) -এর কথা বলেন?
উঃ 1929 সালে Thompson প্রথম জনবিবর্তন তত্ত্বের কথা বলেন।

4. “Studies in Demography” গ্রন্থটি কার লেখা?
উঃ S.C.Srivastava

5. ভারতে জনসংখ্যা ভূগোলের পথিকৃৎ কাকে বলা হয়?
উঃ অধ্যাপক গুরদেব সিং গোসাল।

6. ভারতে প্রথম কবে আদমশুমারি হয়?
উঃ 1871 সালে। স্বাধীন ভারতে প্রথম আদমশুমারি হয় 1951 সালে।

7. কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ অধ্যাপক এডউইন ক্যানান।

8. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে লিঙ্গানুপাত কত?
উঃ 1000:940 (প্রতি হাজার পুরুষে 940 জন মহিলা)।

9. 2001-2011 সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ 17.64% ।

10. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?
উঃ 74.04% ।

11. “An Essay on the Principle of Population”- নামক জনসংখ্যা বিষয়ক বইটি কার লেখা?
উঃ টমাস রবার্ট ম্যালথাস।

12. The Population Problem: A Study in Evalution-গ্রন্থটি কার রচিত?
উঃ স্যানডার্স।

13. “যে ব্যক্তি স্ত্রীর ভরণপোষণ চালাতে অক্ষম তার সন্তান উৎপাদন করা উচিত নয়”-এই বক্তব্যটি কোন্‌ নব্য ম্যালথাসীয় চিন্তাবিদের?
উঃ J. S. Mill

14. “যে জনসংখ্যা দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ স্তরে থাকে তাকে বলে কাম্য জনসংখ্যা” উক্তিটি কার?
উঃ কে. ই. বোউল্ডিং।

15. “Human Resource” শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উঃ আমেরিকান অর্থনীতিবিদ John Rogers Commons 1893 সালে “Human Resource” শব্দটি প্রথম ব্যবহার করেন।

16. “Human Capital” ধারনার প্রবক্তা কে ?
উঃ স্কটিশ অর্থনীতিবিদ Adam Smith “Human Capital” ধারনার প্রবক্তা।

17. “India’s Human Resources” এর লেখক কে ?
উঃ Subrahmanyan Chandrasekhar,1944 সালে।

18. ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব দেখা যায়?
উঃ ছদ্ম বেকারত্ব।

19. “100 Smart Cities Mission” কবে চালু করা হয়?
উঃ 25 শে জুন 2016 সালে।

20. JL No কী?
উঃ Jurisdiction List Number

21. Primate City ধারণা কে দেন?
উঃ মার্ক জেফারশন ১৯৩৯ সালে প্রাইমেট সিটির ধারণা দেন।

22. “Cultural Lag” শব্দের প্রবক্তা কে ?
উঃ আমেরিকান সমাজতাত্বিক William Fielding Ogburn 1922 সালে প্রকাশিত তার “Social change with respect to culture and original nature” নামক লেখ এ “Cultural Lag” শব্দের প্রবর্তন করেন।

23. “The Changing Focus of Differential Fertility Research” নামক প্রবন্ধটি কার লেখা ?
উঃ C.F Westolf

24. গোষ্ঠীবদ্ধ জনবসতি গঠনের ভিত্তিগত একক কি ?
উঃ হ্যামলেট বা পল্লীপাড়া I

25. 2011 সালের জনগননা অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা কত ?
উঃ 53 টি।

♦SLST GEOGRAPHY STUDY MATERIAL♦

26. “A Geography of Population” গ্রন্থটির লেখক কে?
উঃ Trewartha,(1969)।

27. পরিব্রাজন সংক্রান্ত ‘Everett S. Lee’-এর তত্ত্বটি নাম কি?
উঃ “আকর্ষণ ও বিকর্ষণ” তত্ত্ব (1969)।

28. ‘Rurban’ শব্দটি প্রথম কে ব্যাবহার করেন?
উঃ গ্যালপিন, 1918 সালে প্রথম ‘রারবান’ কথাটি ব্যবহার করেন।

29. “All religions in India have been called the Dharma” উক্তিটি কার ?
উঃ আমেরিকান হিন্দু শিক্ষক David Frawley এর।

30. অর্থনৈতিক বিপর্যয়ের ফলে কোন ধরনের বেকারত্ব দেখা যায়?
উঃ চক্রাকার বেকারত্ব।

31. জনসংখ্যা বৃদ্ধির ‘ধনাত্মক প্রতিরোধ’ ধারণার প্রবক্তা কে?
উঃ ম্যালথাস।

32. জনসংখ্যা সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
উঃ জনসংখ্যাতত্ত্ব।

33. জনবিষ্ফোরণের ফলাফল প্রথম কে ব্যাখ্যা করেন?
উঃ ম্যালথাস।

34. উন্নত জায়গা থেকে কম উন্নত জায়গায় পরিব্রাজনকে কি বলে?
উঃ ফেরৎ পরিব্রাজন।

35. ‘Boat People’ বলতে কোথাকার পরিব্রাজনদের বোঝায়?
উঃ ভিয়েতনাম থেকে থাইল্যান্ড।

36. জনবিবর্তনের কোন পর্যায়ে জনবিষ্ফোরণ দেখা যায়?
উঃ দ্বিতীয় পর্যায়ে।

37. ‘Population Bomb’ বইটির রচয়িতা কে?
উঃ পল এনরিচ।

38. জনসংখ্যার ‘Single Tax Theory’ -র প্রবক্তা কে?
উঃ হেনরি চার্জ।

39. পৃথিবীর সর্বাধিক জনবহুল দ্বীপ কোনটি?
উঃ আইসল্যান্ড।

40. শহরের এককেন্দ্রিক মতবাদ তত্ত্বের ক্ষেত্রে ‘V’ -এর অর্থ কি?
উঃ প্রবজন।

41. মানব কল্যাণ অর্থনীতির জনক কাকে বলা হয়?
উঃ অ্যাডাম স্মিথ।

42. নগরায়নের চরম পর্যায়কে কি বলা হয়?
উঃ নেক্রোপলিস।

43. 2011 সালের জনগণনা কমিশনের প্রধান কে ছিলেন?
উঃ চন্দ্র মৌলি।

44. উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন?
উঃ তীক্ষ্ণ শীর্ষ পিরামিড।

45. পরিব্রাজন সংক্রান্ত অভিকর্ষজ মডেলের উদ্ভাবক কে?
উঃ রিলি।

46. মানবীয় ভূগোলের জনক বলা হয় কোন ভূগোলবিদ কে?
উঃ ভিদাল-দ্য-লা-ব্লাশে।

47. সামাজিক কৈশকতা তত্ত্বের জনক কে?
উঃ দুঁম।

48. গ্রামীণ দরিদ্রের জন্য কে ‘PURA’ মডেলটি গ্রহণ করেন?
উঃ ডঃ এপিজে আব্দুল কালাম।

49. কোন বছরকে ভারতের ইতিহাসে ‘Great Divided in the Demography’ বলা হয়?
উঃ 1921 সাল।

50. Radiant City ধারণার প্রবক্তা কে?
উঃ Le Corbusier

©Mission Geography India

♦মানবীয় ভূগোল (Human Geography SAQ): Download PDF

SLST GEOGRAPHY ONLINE COACHING

মিশন জিওগ্রাফি ইন্ডিয়ার সাথে থেকে এখন SLST GEOGRAPHY এর প্রস্তুতি খুব সহজ। আপনি যেকোন জায়গা থেকেই পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব চালিয়ে যেতে পারবেন। কর্মস্থল হোক বা গৃহে, বন্ধুদের সাথে আড্ডায় বা নিরালায় যেকোনো সময় আপনি নিজের ডিভাইস থেকে নিরবিচ্ছিন্নভাবে ইচ্ছামতো পড়াশুনো করে নিজেকে প্রস্তুত করতে যুক্ত হয়ে যান “MGI SLST GEOGRAPHY ONLINE COACHING” এ।

অনলাইনে কোচিং নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

♦যে যে সুবিধা পাবেন সেগুলো হলোঃ

1. প্রতিটি টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর নিয়মিত পাবেন যা আপনি সপ্তাহ ধরে আয়ত্ব করে রবিবার মক টেস্টের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন।

2. সম্পূর্ণ কোর্সে আপনি 10,000 এর অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পাবেন যা আপনাকে SLST GEOGRAPHY এর প্রস্তুতিতে সম্পূর্ণ রূপে সাহায্য করবে।

3. প্রতি মুহুর্তে আমাদের Guidance এর মধ্যে থেকে আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন।

4. এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন মক টেস্টের সুবিধা পাবেন ইত্যাদি ইত্যাদি।

♦MGI E-BOOKS STORE♦

SLST GEOGRAPHY E-BOOK 2ND EDITION 2019

♦”SLST GEOGRAPHY E-BOOK 2ND EDITION” টি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ Click Here

♦SLST GEOGRAPHY STUDY MATERIAL♦

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত