OUR MISSION

Mission Geography India

সবার জন্য,
সবার পাশে সবসময়

শুরুর কথা:- গত 26 শে সেপ্টেম্বর 2014 সালে মুর্শিদাবাদের গোদাগাড়ী নামক গ্রামে “Mission Geography India” গ্রুপের জন্ম হয় । যার প্রতিষ্ঠাতা সৌরভ সরকার ।

নামকরণ:- ভারতবর্ষে ভূগোলকে Digital করার মিশন নিয়ে গ্রুপের নামকরণ করা হয় “Mission Geography India”

লক্ষ্য:- ভূগোলের সুফলকে সবার মধ্যে বিনামূল্যে পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের কাছে ভূগোলকে আকর্ষণীয় করে তোলা, ভূগোলের ছাত্রছাত্রী ও ভূগোল প্রেমীদের জ্ঞানের ভাণ্ডারকে বাড়িয়ে তোলা এবং তাদের সবসময় update রাখা ও সমস্ত রকম সাহায্য প্রদান করা । চাকরীমূলক পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করা, whatsapp/facebook -এ Group Discussion করা । বাংলা ভাষায় সবচেয়ে বড় ভূগোলের website গড়ে তোলা, বিভিন্ন প্রশ্ন-উত্তর ও PDF -এর ভাণ্ডার গড়ে তোলা । ভূগোলকে আরও বাস্তবমুখী ও তথ্যমূলক করে তোলা । সবার মধ্যে থাকা ভূগোলের শিক্ষাকে ছোট থেকে বড়ো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া । সর্বোপরি সবাইকে পরিবেশ সচেন করে তোলা ।

মিশন:- প্রচলিত শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতার কারণে ভূগোলের যে সমস্ত তথ্যগুলি আমাদের দিতে পারেনা সেগুলিকে সাবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সবাইকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা । আর Digital India -র পথ অনুসরণ করে ভূগোলকে Digital করা এবং বিশ্ব বাংলায় ভূগোলের মান বাড়িয়ে তোলা । বাংলা ভাষায় ভূগোল চর্চার সর্ববৃহৎ প্লাটফর্ম গড়ে তোলা ।

ভিশন:- বাংলা, অসম, ত্রিপুরা সহ সমগ্র ভারতবর্ষে এমনকি বাংলাদেশেও বাংলা ভাষায় ভূগোল চর্চার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হবে মিশন জিওগ্রাফি । তরুণ প্রজন্মের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা চর্চা ও বিকাশের মাধ্যম হবে মিশন জিওগ্রাফি । Student ও Teacher -এর সরাসরি যোগাযোগের মাধ্যম হবে মিশন জিওগ্রাফি । প্রান্তিক, অসহায়, গরিব ছাত্রছাত্রীদের প্রকৃত বন্ধু হবে মিশন জিওগ্রাফি । আর যারা Digital World -এ প্রবেশ করতে পারেনি বা সমর্থ হয়নি তাদের জ্ঞানের ভাণ্ডার হবে “মিশন জিওগ্রাফি ইন্ডিয়া” পত্রিকা ।

-:প্রশাসক ও নেতৃত্বগণ:-

প্রতিষ্ঠাতা ও যুগ্ম সম্পাদক: সৌরভ সরকার (গোদাগাড়ী, মুর্শিদাবাদ)

যুগ্ম সম্পাদক: কমল হালদার (নীলকুঠি, পূর্ব বর্ধমান)

যুগ্ম সহকারী সম্পাদক: রাজকুমার গুড়িয়া ও গোপাল মণ্ডল

সহযোগী সম্পাদকমণ্ডলী: অরিজিৎ সিংহ মহাপাত্র, দিপু সিংহ, মৃণাল কান্তি মণ্ডল, অপূর্ব গুঁই ।

 

“মিশন জিওগ্রাফি শুধুমাত্র একটি গ্রুপ নয়, এটি ভূগোলকে ভূগোলের সাথে যুক্ত করে” 

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত