দূষিত সিতারাম নদীকে পরিচ্ছন্ন করবে ইন্দোনেশিয়া

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো ঘোষণা করেছেন, ৩০০ কিমি দীর্ঘ সিতারাম নদীকে পরিচ্ছন্ন করে তোলা হবে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দীর্ঘতম নদী সিতারাম হল পৃথিবীর সবচেয়ে দূষিত নদীগুলির একটি। দৈনন্দিন গৃহস্থালির বর্জ্য ও ময়লার পাশাপাশি হাজারেরও বেশি ছোটো বড়ো কারখানার উৎপাদনগত বর্জ্য এই নদীতে এসে মেশে।

citarum river pollution

বার্ষিক ৫ লক্ষ ঘনমিটার বর্জ্য সিতারাম নদীতে এসে মেশে। সেচের কাজ থেকে পানীয়জল ও দৈনন্দিন কাজে ব্যবহার করতে প্রায় ২.৭ কোটি মানুষ এই নদীর ওপর নির্ভরশীল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ৮০% জলই এই নদী জোগান দিয়ে থাকে। এর আগেও সিতারাম নদীকে পরিচ্ছন্ন করার প্রকল্প নেওয়া হলেও, তা যথাযথ ভাবে বাস্তবায়িত হয়নি। যদিও, ইন্দোনেশিয়ার সরকার আশাবাদী এবার সমন্বয় ও উন্নত পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটি যথাযথ ভাবে রূপায়িত হবে।

তথ্যসূত্রঃ- Al Jazeera Media Network
-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত