বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান: কেইবুল লামজাও
মনিপুর, ভারতের পূর্ব প্রান্তে মায়ানমারের সীমান্ত সংলগ্ন একটি পৃথক রাজ্য (1972, 21শে জানুয়ারী) I অপরূপ সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক রঙ্গ-রসের অপূর্ব নিদর্শন রাজ্যটি I পার্বত্য ঘেরা উঁচু নীচু বন্ধুর পরিবেশে স্নিগ্ধ ‘পূর্বের সুইজারল্যান্ড’কে আকর্ষণীয় করে তুলেছে তারই নিজস্ব সম্পদ লোকটাক হ্রদ I এই হ্রদ মনিপুরের ‘Life Line’ যার বুকে বিকশিত হয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান I
মনিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অবস্থিত পূর্ব ভারতের বৃহত্তম স্বচ্ছ জলের হ্রদ লোকটাকের এক বিস্তীর্ণ অংশ জুড়ে দক্ষিণ-পূর্বাংশে পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান গড়ে উঠেছে I ভৌগোলিক ভাবে উদ্যানটি 24 ডিগ্রি 30 মিনিট উত্তর ও 93 ডিগ্রি 46 মিনিট পূর্ব তে প্রায় 40 বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত I উদ্যানটি মনিপুরের রাজধানী ইমফল থেকে 53 কিঃমিঃ দূরত্বে অবস্থিত I Melitei নামক জনজাতি এই অংশের প্রধান জনজাতি I
কেইবুল লামজাও উদ্যানটি পচনশীল জৈবাংস ও বিভিন্ন প্রজাতির ঘাস দিয়ে তৈরি যা স্থানীয় ভাবে ফামডিশ (Phumdis) নামে পরিচিত I এতে 38% জৈব কার্বন 2.08% নাইট্রোজেন, 24.98% জৈবদেহাবশেষ এবং 37.94% খনিজ পদার্থের উপস্থিতি রয়েছে I কথিত আছে মান শর্মা নামক জনৈক ব্যক্তি উদ্যানটি তৈরি করেন I সমগ্র উদ্যানের 3/4 অংশ গঠিত এই ফামডিশ দ্বারা I ইহা ক্ষেত্র বিশেষে 0.8 মিঃ থেকে 2মিঃ পর্যন্ত পুরু এবং এর 4/5 অংশ জলের নীচে প্রোথিত থাকে I
উদ্যানটি 1954 সাল পর্যন্ত 5200 হেক্টর জুড়ে বিস্তৃত থাকলেও 1977 সালের 28 সে মার্চ ভারত সরকার এবং মনিপুর রাজ্য সরকার এর 4000 হেক্টর এলাকাকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় I ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত এই উদ্যানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1,183 মিলিমিটার এবং উষ্ণতা সর্বাধিক 34.4 ডিগ্রি ও সর্ব নিম্ন 1.7 ডিগ্রি I আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 81 এবং গড় 49 I উদ্যানটিকে 1966 সালে অভয়ারণ্য সম্মানে সম্মানিত করা হয় I
তিন দিক পাহাড় ঘেরা কেইবুল লামজাও জাতীয় উদ্যানে 50 টি পরিবারের 185 ধরনের উদ্ভিদ, 90 প্রজাতির ভাসমান জলজ উদ্ভিদ এবং 19 প্রজাতির স্থলজ উদ্ভিদের সমাবেশ লক্ষণীয় I 18 টি পরিবার ভুক্ত 54 টি প্রজাতির মাছ যার মধ্যে 26 টি বিরল প্রজাতির, 25 প্রজাতির উভচর, 58 প্রজাতির 32,855 জলজ পক্ষী এই উদ্যানের জৈব বৈচিত্রের অন্যতম ধারক I উদ্যানটি বিপন্ন ‘Brow-Antlored Deer’ বা Sangai এর আবাস স্থল নামেও পরিচিত যা 1983 সালে আবিষ্কৃত হয় I এই হরিণ ‘Dancing Deer’ নামেও বিখ্যাত I এছাড়া এখানের অন্যতম আকর্ষণ হল Marbled Cat ও Malayan Bear এর উপস্থিতি I 2013 সালের গণনা অনুযায়ী এখানে 212 টি Hog Deer এবং 204 টি Sangai এর উপস্থিতি রয়েছে I এরূপ গুরুত্বপূর্ণ জীববৈচিত্রের জন্য 1985 সালে কেইবুল লামজাও জাতীয় উদ্যানকে World Heritage Site এর মর্যাদা প্রদান করা হয় I
তথ্যসূত্রঃ ইন্টারনেট
লেখকঃ গোপাল মণ্ডল (সহকারী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)।