বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান: কেইবুল লামজাও

মনিপুর, ভারতের পূর্ব প্রান্তে মায়ানমারের সীমান্ত সংলগ্ন একটি পৃথক রাজ্য (1972, 21শে জানুয়ারী) I অপরূপ সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক রঙ্গ-রসের অপূর্ব নিদর্শন রাজ্যটি I পার্বত্য ঘেরা উঁচু নীচু বন্ধুর পরিবেশে স্নিগ্ধ ‘পূর্বের সুইজারল্যান্ড’কে আকর্ষণীয় করে তুলেছে তারই নিজস্ব সম্পদ লোকটাক হ্রদ I এই হ্রদ মনিপুরের ‘Life Line’ যার বুকে বিকশিত হয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান I

Image: Location of Keibul Lamjao National Park

মনিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অবস্থিত পূর্ব ভারতের বৃহত্তম স্বচ্ছ জলের হ্রদ লোকটাকের এক বিস্তীর্ণ অংশ জুড়ে দক্ষিণ-পূর্বাংশে পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান গড়ে উঠেছে I ভৌগোলিক ভাবে উদ্যানটি 24 ডিগ্রি 30 মিনিট উত্তর ও 93 ডিগ্রি 46 মিনিট পূর্ব তে প্রায় 40 বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত I উদ্যানটি মনিপুরের রাজধানী ইমফল থেকে 53 কিঃমিঃ দূরত্বে অবস্থিত I Melitei নামক জনজাতি এই অংশের প্রধান জনজাতি I

Image: Keibul Lamjao National Park

কেইবুল লামজাও উদ্যানটি পচনশীল জৈবাংস ও বিভিন্ন প্রজাতির ঘাস দিয়ে তৈরি যা স্থানীয় ভাবে ফামডিশ (Phumdis) নামে পরিচিত I এতে 38% জৈব কার্বন 2.08% নাইট্রোজেন, 24.98% জৈবদেহাবশেষ এবং 37.94% খনিজ পদার্থের উপস্থিতি রয়েছে I কথিত আছে মান শর্মা নামক জনৈক ব্যক্তি উদ্যানটি তৈরি করেন I সমগ্র উদ্যানের 3/4 অংশ গঠিত এই ফামডিশ দ্বারা I ইহা ক্ষেত্র বিশেষে 0.8 মিঃ থেকে 2মিঃ পর্যন্ত পুরু এবং এর 4/5 অংশ জলের নীচে প্রোথিত থাকে I

Image: The humble abode of fishermen families staying at the phumdi’s of Loktak (Source: Trip Advisor)

উদ্যানটি 1954 সাল পর্যন্ত 5200 হেক্টর জুড়ে বিস্তৃত থাকলেও 1977 সালের 28 সে মার্চ ভারত সরকার এবং মনিপুর রাজ্য সরকার এর 4000 হেক্টর এলাকাকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় I ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত এই উদ্যানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1,183 মিলিমিটার এবং উষ্ণতা সর্বাধিক 34.4 ডিগ্রি ও সর্ব নিম্ন 1.7 ডিগ্রি I আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 81 এবং গড় 49 I উদ্যানটিকে 1966 সালে অভয়ারণ্য সম্মানে সম্মানিত করা হয় I

Image: Keibul Lamjao National Park, Loktak Lake

তিন দিক পাহাড় ঘেরা কেইবুল লামজাও জাতীয় উদ্যানে 50 টি পরিবারের 185 ধরনের উদ্ভিদ, 90 প্রজাতির ভাসমান জলজ উদ্ভিদ এবং 19 প্রজাতির স্থলজ উদ্ভিদের সমাবেশ লক্ষণীয় I 18 টি পরিবার ভুক্ত 54 টি প্রজাতির মাছ যার মধ্যে 26 টি বিরল প্রজাতির, 25 প্রজাতির উভচর, 58 প্রজাতির 32,855 জলজ পক্ষী এই উদ্যানের জৈব বৈচিত্রের অন্যতম ধারক I উদ্যানটি বিপন্ন ‘Brow-Antlored Deer’ বা Sangai এর আবাস স্থল নামেও পরিচিত যা 1983 সালে আবিষ্কৃত হয় I এই হরিণ ‘Dancing Deer’ নামেও বিখ্যাত I এছাড়া এখানের অন্যতম আকর্ষণ হল Marbled Cat ও Malayan Bear এর উপস্থিতি I 2013 সালের গণনা অনুযায়ী এখানে 212 টি Hog Deer এবং 204 টি Sangai এর উপস্থিতি রয়েছে I এরূপ গুরুত্বপূর্ণ জীববৈচিত্রের জন্য 1985 সালে কেইবুল লামজাও জাতীয় উদ্যানকে World Heritage Site এর মর্যাদা প্রদান করা হয় I

 

তথ্যসূত্রঃ ইন্টারনেট
লেখকঃ গোপাল মণ্ডল (সহকারী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত