পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২
পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর
”পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ) ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ ।
2. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?
উঃ) চক্রবর্তী রাজাগোপালাচারী ।
3. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ?
উঃ) 42 টি ।
4. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ?
উঃ) 16 টি ।
5. কলকাতা হাইকোর্টের গঠণ হয় কবে ?
উঃ) 1861 সালে ।
6. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে গঠিত হয় ?
উঃ) 1994 সালে ।
7. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?
উঃ) 294 টি (+ 1 টি মনোনীত) ।
8. পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত ?
উঃ) 117 টি ।
9. পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাস হয় ?
উঃ) 1956 সালে ।
10. পশ্চিমবঙ্গে কবে ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ?
উঃ) 1973 সালে ।
আরও দেখুন “চালু হচ্ছে চার বছরের Integrated B.Ed Course ।। অন্যান্য প্রশিক্ষণ কোর্স বন্ধ হতে চলেছে”
11. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কত ?
উঃ) 20 টি ।
12. কোন জেলায় কোন মহকুমা নেই ?
উঃ) কলকাতায় ।
13. পশ্চিমবঙ্গে ব্লকের সংখ্যা কত ?
উঃ) 341 টি ।
14. কবে থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয় ?
উঃ) 1978 থেকে ।
15. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জেলা পরিষদ নেই ?
উঃ) কলকাতা, দার্জিলিং ও কালিম্পং।
16. দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ (বর্তমানে -গোর্খা পার্বত্য পরিষদ) কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ) 1988 সালের 22 শে আগস্ট ।
17. পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত ?
উঃ) 119 টি ।
18. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত ?
উঃ) 3354 টি ।
19. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কত ?
উঃ) 341 টি ।
20. পশ্চিমবঙ্গের কোন জেলায় পৌরসভার সংখ্যা সর্বাধিক ?
উঃ) উত্তর চব্বিশ পরগনা (25 টি) ।
21. পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি ?
উঃ) কলকাতা ।
22. পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি ?
উঃ) মেছোবাঘ (মেছো বেড়াল) ।
23. পশ্চিমবঙ্গের জাতীয় পাখী কি ?
উঃ) শ্বেতকণ্ঠ মাছরাঙা ।
24. পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি ?
উঃ) ছাতিম ।
25. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি ?
উঃ) শিউলি ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৭”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৬”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৫”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৪”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৩”
‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে। তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন