পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর

”পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর
চিত্রঃ পশ্চিমবঙ্গের ভূ-প্রাকৃতিক অঞ্চল

1. পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ) তিন ভাগে; মুমূর্ষ বদ্বীপ, পরিণত বদ্বীপ ও সক্রিয় বদ্বীপ ।

2. মুমূর্ষ বদ্বীপ কোন অংশে অবস্থিত ?
উঃ) নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ।

3. পরিণত বদ্বীপ কোন অংশে অবস্থিত ?
উঃ) বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ।

4. সক্রিয় বদ্বীপ কোন অংশে অবস্থিত ?
উঃ) দুই চব্বিশ পরগনা ও কলকাতার দক্ষিণাংশে ।

5. সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা কত ?
উঃ) সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4 মিটার ।

6. গঙ্গা বদ্বীপ অঞ্চলের ঢালের প্রকৃতি কীরূপ ?
উঃ) উত্তর থেকে দক্ষিণে ।

7. মুর্শিদাবাদের কোন মহকুমা গঙ্গা বদ্বীপ অঞ্চলের অন্তর্গত নয় ?
উঃ) কান্দি মহকুমা ।

8. গঙ্গা বদ্বীপ অঞ্চলের গড় উচ্চতা কীরূপ ?
উঃ) 50 মিঃ ।

9. গঙ্গা বদ্বীপ অঞ্চল উত্তরে কোন নদী পর্যন্ত বিস্তৃত ?
উঃ) পদ্মা নদী ।

10. রাঢ় অঞ্চলের মাটির রঙ কীরূপ ?
উঃ) লাল রঙের ।

11. রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি কীরূপ ?
উঃ) পশ্চিম থেকে পূর্বে ঢালু ।

12. রাঢ় অঞ্চল কোন মাটি দ্বারা গঠিত ?
উঃ) প্রাচীন পলি মাটি ।

13. মূলতঃ কোন কোন নদীর সঞ্চয়ের ফল উত্তরের সমভূমি অঞ্চল ?
উঃ) তিস্তা, তোর্সা ও মহানন্দা ।

14. পশ্চিমবঙ্গের কোন অংশ পুরোপুরি সক্রিয় বদ্বীপের অন্তর্গত ?
উঃ) সুন্দরবন অঞ্চল ।

15. তিস্তার কোন দিকের অংশ তরাই নামে পরিচিত ?
উঃ) ডানদিকের অংশ ।

16. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের দক্ষিণে কোন প্রাকৃতিক বিভাগ অবস্থিত ?
উঃ) উত্তরের সমভূমি অঞ্চল ।

17. তাল শব্দের অর্থ কি ?
উঃ) হ্রদ বা জলাভূমি ।

18. রাঢ় শব্দের অর্থ কি ?
উঃ) পাথুরে জমি ।

19. তরাই শব্দের অর্থ কি ?
উঃ) স্যাঁতসেঁতে নিম্নভূমি ।

20. দার্জিলিং জেলার কোন মহকুমা তরাই-ডুয়ার্স সমভূমির অন্তর্গত নয় ?
উঃ) শিলিগুড়ি মহকুমা ।

21. আলীপুর দুয়ারের বক্সা-জয়ন্তী উত্তরের সমভূমি অঞ্চলের কোন অংশের অন্তর্গত ?
উঃ) ডুয়ার্স।

22. পশ্চিমের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী সমভূমি কি নামে পরিচিত ?
উঃ) রাঢ় অঞ্চল ।

23. কাঁথি ও দীঘা বালিয়াড়ি পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশে অবস্থিত ?
উঃ) উপকূলের বালুকাময় সমভূমিতে ।

24. বাগড়ী অঞ্চল কোন ভূপ্রাকৃতিক অংশের অন্তর্গত ?
উঃ) গাঙ্গেয় মৃতপ্রায় বা মুমূর্ষ বদ্বীপ অঞ্চলের ।

25. সুন্দরবন অঞ্চলে নবগঠিত দ্বীপের নাম কি ?
উঃ) পূর্বাশা বা নিউমুর ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

Mission Indian Railway 2018
‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ ।

Buy Now

‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে।  তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।

“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত