পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬
পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর
”পশ্চিমবঙ্গের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন পশ্চিমবঙ্গের ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত ?
উঃ) গ্রীষ্ম প্রধান উষ্ণ মৌসুমি জলবায়ু ।
2. পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কীরূপ ?
উঃ) উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ।
3. পশ্চিমবঙ্গের কোন অংশ উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির অন্তর্গত নয় ?
উঃ) দার্জিলিং,জলপাইগুড়ি ও কালিম্পং জেলার পার্বত্যাঞ্চল ।
4. পশ্চিমবঙ্গের জলবায়ুতে প্রধান কয়টি ঋতু সুস্পষ্ট ?
উঃ) চারটি ।
5. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালের সময়সীমা কখন ?
উঃ) মার্চ থেকে মে মাস পর্যন্ত ।
6. পশ্চিমবঙ্গে বর্ষাকালের সময়সীমা কখন ?
উঃ) জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ।
7. পশ্চিমবঙ্গে শরৎকালের সময়সীমা কখন ?
উঃ) অক্টোবর-নভেম্বর মাস ।
8. পশ্চিমবঙ্গে শীতকালের সময়সীমা কখন ?
উঃ) ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস ।
9. কোন মাসে পশ্চিমবঙ্গের উষ্ণতা থাকে সর্বাধিক ?
উঃ) মে মাসে ।
10. কোথায় পশ্চিমবঙ্গের সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় ?
উঃ) পূর্ব বর্ধমান জেলার আসানসোলে (45 ডিগ্রি সেন্টিগ্রেড) ।
11. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন গড় উত্তাপ কত ?
উঃ) 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস ।
12. স্বাভাবিক অবস্থায় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ কখন শুরু হয় ?
উঃ) 15 ই জুনের মধ্যে ।
13. পশ্চিমবঙ্গে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উঃ) প্রায় 175-180 সেমিঃ ।
14. কোন সময়কে পশ্চিমবঙ্গের বর্ষার বিদায়ীকাল বা মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল বলে ?
উঃ) শরৎকাল কে ।
15. পশ্চিমবঙ্গে শীতকালীন গড় তাপমাত্রা কীরূপ ?
উঃ) 13 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস ।
16. পশ্চিমবঙ্গের কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয় ?
উঃ) জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে (500 সেমিঃ) ।
17. পশ্চিমবঙ্গের কোন অংশে স্বল্প বৃষ্টিপাত সংঘটিত হয় ?
উঃ) বীরভূম জেলার ময়ূরেস্বরে (95 সেমিঃ) ।
18. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের বন্টন প্রকৃতি কীরূপ ?
উঃ) দক্ষিণ থেকে উত্তরে ক্রমবর্ধমান ।
19. পশ্চিমবঙ্গের কোন অংশে শীতকালে তুষারপাত ঘটে ?
উঃ) দার্জিলিংয়ে ।
20. পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় পরিলক্ষিত হয় ?
উঃ) শীতকালে ।
21. কোন সময় পশ্চিমবঙ্গে ‘আশ্বিনের ঝড়’ হয় ?
উঃ) শরৎকালে ।
22. পশ্চিমবঙ্গের কোন অংশে পার্বত্যাঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট পরিলক্ষিত হয় ?
উঃ) দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার পার্বত্যাঞ্চলে ।
23. পশ্চিমবঙ্গের কোথায় সর্বনিম্ন উষ্ণতা থাকে ?
উঃ) দার্জিলিংয়ে (2 ডিগ্রি থেকে হিমাঙ্কের নীচে) ।
24. পশ্চিমবঙ্গের জলবায়ুতে অপ্রধান ঋতুগুলি কিকি ?
উঃ) হেমন্ত ও বসন্ত কাল ।
25. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কোন সময় কালবৈশাখী পরিলক্ষিত হয় ?
উঃ) এপ্রিল-মে মাসে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর।। প্রতিদিন ২৫টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”
‘মিশন ইন্ডিয়ান রেলওয়ে’ গ্রুপ ডি – ইবুক মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপের একটি অন্যতম আন্তরিক প্রচেষ্টা। বইটিতে পরীক্ষার সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের অজস্র তথ্য উপস্থাপন করা হয়েছে যা পরীক্ষার্থীর কাজে লাগবে। ইবুকটি একাধারে সাম্প্রতিক তথ্য, ইতিহাস,ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার অর্থনীতি সহ সাধারণ সচেতনতা ও সাধারণ জ্ঞানের এক অনবদ্য সংকলন। আমরা ডিজিটাল ইন্ডিয়ার পথ অনুসরণ করে স্বল্প মূল্যে আপনাদের ডিভাইসে ইবুকটি পৌঁছেদিতে পেরে আনন্দিত।আপনি এটা সংগ্রহ করলেই যে চাকরি পেয়ে যাবেন তার কোন প্রতিশ্রুতি আমরা দিচ্ছিনা তবে আপনাকে কিছুটা যে এগিয়ে রাখবে একথা না বললেও চলে। তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রত্যেক পরীক্ষার্থী ইবুকটি সংগ্রহে রাখতেই পারেন। আড়ম্বর নয় তথ্য সরবরাহেই আমরা বিশ্বাসী তাই সাদামাটাভাবে সকলের মধ্যে আমাদের পরিশ্রমকে বিলিয়ে এতটুকু উপকার করতে পারলেই আমাদের প্রচেষ্টার বাস্তবতা রং পাবে। ‘মিশন জিওগ্রাফি ইন্ডিয়া’ তাই সকল পরীক্ষার্থীর আগামী সফল জীবন কামনা করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন