আজ বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকছে ভারত
আজ ২১ শে জুন ভারত থেকে দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse)। পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস নয়, আজকের সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ (Annular Solar Eclipse)। যদিও উত্তর ভারতের কয়েকটি নির্দিষ্ট জায়গা থেকে আজকের সূর্যগ্রহণের বলয়গ্রাস রূপটি দেখা যাবে। ভারতের বাকি অংশ থেকে বিভিন্ন হারে খন্ডগ্রাস রূপে আজকের সূর্যগ্রহণটি দেখা যাবে। কোলকাতার স্থানীয় সময় অনুসারে সকাল ১০ টা ৪৬ মিনিট নাগাদ শুরু হবে সূর্যগ্রহণ। সর্বোচ্চ গ্রহণ দুপুর ১২টা ৩৫ মিনিটে। দুপুর ২টা ১৭ মিনিটে শেষ হবে সূর্যগ্রহণ। ভারতের রাজস্থানের ঘারসানা, হরিয়ানার সিরসা, উত্তরাখন্ডের তেহরি ও দেরাদুন প্রভৃতি কয়েকটি স্থান থেকেই আজকের সূর্যগ্রহণের বলয়গ্রাস রূপটি দেখা যাবে। ভারত ছাড়াও চিন, পাকিস্তান, তাইওয়ান, ইথিওপিয়া প্রভৃতি দেশ থেকে দেখা যাবে আজকের বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতের দক্ষিণাংশের তুলনায় উত্তরাংশ ও উত্তর-পূর্বাংশ থেকে বেশি ভালোভাবে গ্রহণ দেখা যাবে। পশ্চিমবঙ্গ থেকে বলয়গ্রাস রূপটি দেখা যাবেনা, শুধুমাত্র খন্ডগ্রাস রূপে আজকের সূর্যগ্রহণটি দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ থেকে বেশি ভালোভাবে গ্রহণ দেখা যাবে। বলয়গ্রাস সূর্যগ্রহণ মানুষকে খালি চোখে দেখতে নিষেধ করেছেন নাসার বিজ্ঞানীরা। চোখের সুরক্ষায় সানগ্লাস, আই প্রোটেক্টর প্রভৃতি ব্যবহার করুন। বলয়গ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে প্রায় পুরোপুরি ঢেকে ফেলে। কিন্তু চাঁদের আয়তন ছোট হওয়ার সূর্য চাঁদের পাশ দিয়ে আলো বিকিরণ করে। ফলে আকাশে আলোর আংটির মতো আকৃতি তৈরি হয়। ইংরেজিতে যাকে বলে ‘Ring of Fire’, যা খালি চোখে দেখা চোখের জন্য ক্ষতিকর। উল্লেখ্য, এবছর ২০২০ সালের ১৪ ই ডিসেম্বর একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে, যা ভারত থেকে দেখা যাবেনা। ওই সূর্যগ্রহণটি মূলত দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে।
আজকের বলয়গ্রাস সূর্যগ্রহণের সময়সূচী
★ কোলকাতাঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
★ বাঁকুড়াঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪২ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩১ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৪ মিনিটে
★ পুরুলিয়াঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪০ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ২৮ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১২ মিনিটে
★ ঝাড়গ্রামঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪১ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩০ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৩ মিনিটে
★ মেদিনীপুরঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪২ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩২ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৪ মিনিটে
★ তমলুকঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৪ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৪ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৬ মিনিটে
★ হাওড়াঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
★ কাকদ্বীপঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৫ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৬ মিনিটে
★ বারাসাতঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৬ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
★ কৃষ্ণনগরঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৬ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
★ বর্ধমানঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৪ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৩ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৬ মিনিটে
★ দুর্গাপুরঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪২ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩২ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৪ মিনিটে
★ আসানসোলঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪১ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩০ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৪ মিনিটে
★ সিউড়িঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৩ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩২ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৫ মিনিটে
★ বহরমপুরঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
★ মালদাঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৫ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৪ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৬ মিনিটে
★ বালুরঘাটঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৭ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৬ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৮ মিনিটে
★ রায়গঞ্জঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৪ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৬ মিনিটে
★ দার্জিলিংঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৬ মিনিটে
★ শিলিগুড়িঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৭ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
★ কালিম্পংঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৭ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৬ মিনিটে
★ জলপাইগুড়িঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৭ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
★ আলিপুরদুয়ারঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৫০ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৯ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৯ মিনিটে
★ কোচবিহারঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৫০ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৯ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৯ মিনিটে
★ হুগলিঃ-
গ্রহণ শুরু — সকাল ১০ টা ৪৬ মিনিটে
সর্বোচ্চ গ্রহণ — দুপুর ১২ টা ৩৫ মিনিটে
গ্রহণ শেষ — দুপুর ২ টা ১৭ মিনিটে
লেখকঃ- অরিজিৎ সিংহ মহাপাত্র (পার্শ্বলা, বাঁকুড়া)
তথ্যসূত্রঃ- Time & Date Website
©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া