আবর্জনায় ঢেকেছে মাউন্ট এভারেস্ট, এ মরশুমে ১০০ টন সাফাই করবে নেপাল

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: পর্বতারোহীদের ভিড়ের ঠেলায় আবর্জনায় ভরে উঠেছে মাউন্ট এভারেস্ট। প্রতিবছর অল্পবিস্তর সাফাই হলেও, আবর্জনার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর তাতেই সঙ্কটাপন্ন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের পরিবেশ। সে কারনেই চলতি মরশুম শুরুর আগেই সাফাই অভিযানে নামতে চলেছে নেপাল সরকার। শুধু এ বছরেই প্রায় ১০০ টন জঞ্জাল পরিষ্কার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দুর্গম এভারেস্ট থেকে সেই আবর্জনা হেলিকপ্টারে করে সমতলে নিয়ে এসে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। এইসব জঞ্জাল দিয়ে বিভিন্ন এভারেস্ট স্মারক তৈরি করা হচ্ছে।


গত প্রায় ১০ বছর ধরে খুম্বু সহ এভারেস্ট শৃঙ্গ থেকে জঞ্জাল নামিয়ে আনার কাজ করছে নেপাল সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি (SPCC)। কোনও বছর এক হাজার কেজি তো, কোনও বছর দশ হাজার কেজি জঞ্জাল নামিয়ে আনা হয়েছে। কিন্তু এবছর রেকর্ড পরিমাণ জঞ্জাল সাফাই করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

-অরিজিৎ সিংহ মহাপাত্র ।।

কপিরাইট: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া ।। 

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত