কি হবে যদি পৃথিবী 40 সেকেন্ডের জন্য নিজের অক্ষের চারিদিকে ঘোরা বন্ধ করে দেয়?

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: কি হবে যদি পৃথিবী 40 সেকেন্ডের জন্য নিজের অক্ষের চারিদিকে ঘোরা বন্ধ করে দেয়? আবার 40 সেকেন্ড পর সাধারণ গতিতে আবার ঘুরতে শুরু করে।

চলুন জানা যাক তাহলে কি হতে পারে।।
পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর Equator -এ এর গতিবেগ 1670KM/H. যদি পৃথিবী হঠাৎ ঘোরা বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর Equator এ থাকা সমস্ত বস্তু প্রতি ঘন্টায় 1670 কিমি গতিবেগে পূর্বদিকে উড়তে শুরু করবে।

কিন্তু পৃথিবীর ঘোরা বন্ধ হওয়া সত্ত্বেও পৃথিবীর বায়ু মণ্ডল প্রতি ঘন্টায় 1670 কিমি গতিবেগে তাও ঘুরে যাবে।
পৃথিবীর ঘোরা বন্ধ হয়ে গেলে আমরা সবাই 1670km/h গতিবেগে হাওয়াতে উড়তে শুরু করবো। কিন্তু এই গতি বেশি মনে হলেও আমাদের মহাকাশে নিয়ে যেতে পারবে না।

এখন বর্তমানে পৃথিবী সম্পূর্ণ গোলাকার আকৃতি নেই। কিন্তু পৃথিবীর ঘোরা বন্ধ হয়ে গেলে পৃথিবী সম্পূর্ণ গোলাকার আকৃতিতে চলে আসবে। যার জন্য সমুদ্রের জল সব জায়গায় সমান ভাগে ভাগ হতে শুরু করবে এবং উত্তর ও দক্ষিণ মেরু জলে ডুবে যাবে। পৃথিবীর Equator এ ভয়ংকর সুনামি আসবে। যার জন্য সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা জলে ডুবে যাবে।

পৃথিবীতে আসা এই বিপর্যয়ে, আকাশে প্লেনে উড়া যাত্রীরাও বাঁচবে না। কেননা বায়ু মণ্ডল ঘুরার কারণে প্লেনকে শক্তিশালী হাওয়ার সামনাসামনি হতে হবে। শুধুমাত্র 40 সেকেন্ডের জন্য আসা এই বিপর্যয় পৃথিবীতে থাকা সমস্ত জীবনকে ধ্বংস করে দিবে।

যখন আবার 40 সেকেন্ড পর পৃথিবী তার সাধারণ গতিতে ঘুরতে তখন পুনরায় সমুদ্রের জল আবার নিজের জায়গায় চলে আসবে। যে সমস্ত এলাকা জলে ডুবে গিয়েছিল সেগুলিও শুকিয়ে যাবে। আর উত্তর ও দক্ষিণ মেরু থেকে জল পুনরায় সরে যাবে। পৃথিবীর চারপাশে শুধু ধ্বংসস্তূপ দেখা যাবে। সব ঘর-গাছপালা ভেঙে চুরমার হয়ে যাবে।

আর কোনো কারণ বশত সেই বিপর্যয় থেকে কেউ যদি বেঁচেও যায় তাহলেও সে বিশুদ্ধ পানীয় জলের খোঁজ করতে করতে মারা যাবে। কেননা সমুদ্রের জল স্থলভাগে আসার কারণে পানীয় জল লবণাক্ত হয়ে যাবে।

তো পাঠকগণ আপনারা 40 সেকেন্ডের লম্বা দিনকে অনুভব করলেন। এই যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।

 

-সৌরভ সরকার।। 

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

2 thoughts on “কি হবে যদি পৃথিবী 40 সেকেন্ডের জন্য নিজের অক্ষের চারিদিকে ঘোরা বন্ধ করে দেয়?

  • March 19, 2018 at 1:36 am
    Permalink

    অসাধারণ স্যার

    Reply
    • March 19, 2018 at 3:52 am
      Permalink

      ধন্যবাদ

      Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত