ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১২
বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. Z.J. Schokalskaya (1932) ভারতের মৃত্তিকা কে কয় ভাগে ভাগ করেন ?
উঃ 16 ভাগে।
2. The All India Soil and Land Use Survey Organisation কখন দেশ ব্যপী তাদের মৃত্তিকা সার্ভে চালায় ?
উঃ 1965 সালে।
3. National Atlas Organisation (1957) সালে ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করে ?
উঃ 6 ভাগে।
4. ভারতের মৃত্তিকার কত শতাংশ পলিমাটি ?
উঃ 43.3%
5. ভারতের মৃত্তিকার কত শতাংশ লোহিত মৃত্তিকা ?
উঃ 18.6%
6. উপকূলীয় পলি মাটি কঙ্কণ উপকূলে কি নামে পরিচিত ?
উঃ খার।
7. ICAR ভারতে প্রাপ্ত লাল মৃত্তিকাকে কয়টি গোত্রে ভাগ করে ?
উঃ 4 টি।
8. Red Loam Soil এর প্রধান গাঠনিক শিলা কি ?
উঃ গ্রানাইট।
9. উপাদানের ভিত্তিতে কৃষ্ণ মৃত্তিকা কয় ভাগে বিভক্ত ?
উঃ দুই ভাগে।
10. কৃষ্ণ মৃত্তিকায় গড়ে কত শতাংশ কাদার উপস্থিতি লক্ষ্য করা যায় ?
উঃ 50%
11. F. Buchanan ভারতের কোন মৃত্তিকা সম্পর্কে প্রথম পর্যলোচনা করেন ?
উঃ লোহিত মৃত্তিকা।
12. লোহিত মৃত্তিকায় সিলিকার উপস্থিতি কীরূপ ?
উঃ 32.62%
13. ভারতের মরু মৃত্তিকা কয় ভাগে বিভক্ত ?
উঃ দুই ভাগে।
14. পার্বত্য মৃত্তিকা হিমালয়ের কোন উচ্চতায় উপলব্ধ ?
উঃ 2100 মিঃ – 3000 মিঃ উচ্চতায়।
15. Peaty Soil মূলতঃ কোন রাজ্যে সর্বাধিক পাওয়া যায় ?
উঃ কেরলে।
16. Skeletal Soil ভারতের কোথায় পাওয়া যায় ?
উঃ বিন্ধ্য পার্বত্যাঞ্চলে।
17. Central Soil Conservation Board কবে গঠিত হয় ?
উঃ 1953 সালে।
18. WDC এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Watershed Development Council.
19. ভারতের মৃত্তিকার কত শতাংশ কৃষ্ণ মৃত্তিকা ?
উঃ 15.2 শতাংশ।
20. চোপান কি ?
উঃ ভারতে লবণাক্ত ও ক্ষারীয় মাটির স্থানীয় নাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১০”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১১”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”
আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”