ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২৩

ভূগোলের জিকে ভাণ্ডার পর্ব-২৩

”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. সর্বপ্রথম কে পৃথিবীর আলোকচিত্র তোলেন ?
উঃ) ইউরি গ্যাগারীন (1961)।

2. পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত ?
উঃ) 43 কিঃমিঃ।

3. ‘বেডফোর্ড লেভেল পরীক্ষা’ কে করেন ?
উঃ) এ.আর.ওয়ালেস (1870)।

4. যন্তর মন্তর কি ?
উঃ) পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি সংক্রান্ত পরীক্ষা কেন্দ্র।

5. ‘ফারো’ (Farrows) কি ?
উঃ) বায়ুর কার্যের ফলে সৃষ্ট শিলা গাত্রে সৃষ্ট ফালি ফালি দাগ।

6. টেথিসের উত্তরে অবস্থিত মধ্য এশিয়ার প্রাচীণ মালভূমির নাম কি ?
উঃ) অঙ্গারাল্যান্ড।

7. মারিয়ানা খাতের তলদেশে কে প্রথম পৌঁছান ?
উঃ) লেফটেনেন্ট ডোনাল্ড ওয়ালস এবং জ্যাক পিকার্ড (1960)।

8. মীড হ্রদ কোন দেশে অবস্থিত ?
উঃ) আমেরিকা যুক্তরাষ্ট্রে।

9. প্রাচ্যের বৃটেন কাকে বলা হয় ?
উঃ) জাপান কে।

10. টরাস (Tauras) পর্বতমালা কোন পর্বত গ্রন্থির অন্তর্গত ?
উঃ) আর্মেনিয় গ্রন্থি।

11. অঙ্গারাল্যান্ডের অপর নাম কি ?
উঃ) সাইবেরিয় শিল্ড।

12. সাফানিয়া তৈল খনি কোন দেশে অবস্থিত ?
উঃ) সৌদি আরব।

13. OPEC এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Organisation of the Petroleum Exporting Country .

14. বাহামা স্রোত কোন মহাসাগরের সাথে সংশ্লিষ্ট ?
উঃ) আটলান্টিক।

15. স্থাণু তরঙ্গ তত্বের প্রবক্তা কে ?
উঃ) আর.এ.হ্যারি হেস।

16. আমুর নদী কোন পর্বত থেকে উৎপন্ন ?
উঃ) ইয়াব্লোনয় পর্বত।

17. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ?
উঃ) 78.084%।

18. বায়ুর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা কে কি বলে ?
উঃ) বায়ুর আর্দ্রতা।

19. মিস্ট্রাল কোন অঞ্চলের স্থানীয় বায়ুপ্রবাহ ?
উঃ) ফ্রান্সের রোন নদী উপত্যকার।

20. কতদিন অন্তর একবার পেরিজি অবস্থান ঘটে ?
উঃ) 15 দিন।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২২”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-২০”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৯”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৮”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৭”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১৬”

MGI E-BOOKS STORE

 

রেলে বাজিমাত করতে চান? তাহলে “মিশন ইন্ডিয়ান রেলওয়ে ২০১৮” ইবুকটি একবার দেখুন। আশাকরি সফলতা আসবেই। দাম মাত্র ৩৫ টাকা।।

“মিশন ইন্ডিয়ান রেলওয়ে” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত