ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. ভারতের জীবনরেখা কাকে বলা হয়?
উঃ রেলপথকে (Indian Railways) ।

2. উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়?
উঃ জলপথকে।

3. ‘জলপাই এর দেশ’ কাকে বলা হয়?
উঃ স্পেন।

4. দেশের বৃহত্তম কাগজকল রয়েছে কোথায়?
উঃ বল্লালপুর (মহারাষ্ট্র)।

5. OPEC এর সদর দপ্তর কোথায়?
উঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-তে।

6. পৃথিবীর কোন দেশে কোনো রেলপথ নেই?
উঃ ভুটান ও আফগানিস্তান।

7. ভারতের গভীরতম বন্দর কোনটি?
উঃ ওড়িশার পারাদ্বীপ।

8. ভারতের হাইটেক বন্দর বলা হয় কাকে?
উঃ মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু বন্দর।

9. ভারতের একটি নদী বন্দরের নাম কী?
উঃ কলকাতা বন্দর।

10. ভারতের দীর্ঘতম খালপথ কোনটি?
উঃ তামিলনাড়ুর বাকিংহাম।

11. বিশ্বের দীর্ঘতম খালপথ কোনটি?
উঃ সুয়েজ খাল।

12. বিশ্বের সর্ববৃহৎ উপগ্রহহীন দূরদর্শন কোনটি?
উঃ ভারতের জাতীয় দূরদর্শন।

13. ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা কোনটি?
উঃ Press Trust of India (PTI) ।

14. বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
উঃ চিকাগো।

15. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
উঃ নিউইয়র্ক।

16. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি?
উঃ বাংগাড।

17. পৃথিবীতে প্রথম সবুজ বিপ্লব হয় কোথায়?
উঃ মেক্সিকো।

18. ভারতের মক্কা কাকে বলা হয়?
উঃ সুরাট।

19. চির বসন্তের শহর কাকে বলা হয়?
উঃ ব্যাঙ্গালুরু।

20. ব্যাঙ্গালুরু শহরের জনক কে?
উঃ রামাকৃষ্ণ বালিগা।

ধন্যবাদ জানাই সকলকে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া-র সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

2 thoughts on “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩

  • May 6, 2018 at 9:59 am
    Permalink

    ami sadasya hate chai

    Reply
    • May 6, 2018 at 11:45 am
      Permalink

      মেম্বারশিপ গ্রহণ করুন: Click Here

      Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত