ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. ভারতে ইন-সিটু পদ্ধতিতে বাঘ সংরক্ষণের একটি স্থানের নাম লিখ।
উঃ) দুধওয়া।

2. ভারতের সমুদ্রপথের আবিষ্কারক কারা ?
উঃ) পূর্তগিজরা।

3. কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত ?
উঃ) তামিলনাড়ুতে।

4. পূর্বঘাট পর্বতের ভেলিকাণ্ডা পাহাড় কোথায় অবস্থিত ?
উঃ) অন্ধ্রপ্রদেশে।

5. ITPO এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Indian Trade Promotion Organisation।

6. বক্সাইট কোন ধাতুর আকরিক ?
উঃ) অ্যালুমিনিয়াম।

7. তামিলনাড়ু উপকূলের দৈর্ঘ্য কত ?
উঃ) 720 কিঃমিঃ।

8. কোন কোন নদী খোলা পয়ঃপ্রণালী নামে পরিচিত ?
উঃ) গঙ্গা ও যমুনা।

9. পালঘাট কোন দুটি রাজ্যের সংযোগ কারী গিরিপথ ?
উঃ) কেরালা ও তামিলনাড়ু।

10. মুম্বাই হাই ওয়েলফিল্ড কোথায় অবস্থিত ?
উঃ) আরব সাগরের শৈলপার্সস্থ মহাদেশীয় ধাপে।

11. এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কি
উঃ) কুঞ্চিকূল।

12. স্বাধীনতার পর ভারতে কোন বন্দর প্রথম তৈরী হয় ?
উঃ) কাণ্ডালা।

13. হিমালয়ের কোন অংশ হিমাদ্রি নামে পরিচিত ?
উঃ) বৃহত্তর হিমালয়।

14. ভারতের কোন রাজ্যের উত্তরে পার্বত্যাঞ্চল ও দক্ষিণে সমুদ্র অবস্থিত ?
উঃ) পশ্চিমবঙ্গ।

15. পশ্চিমবঙ্গের সাথে কটি আন্তর্জাতিক সীমানা যুক্ত ?
উঃ) তিনটি।

16. ভারতের ইকোলজিক্যাল হটস্পট কাকে বলে ?
উঃ) পশ্চিমঘাট পর্বতমালা কে।

17. ইন্দিরাপয়েন্ট ভারতের কোন ভূখণ্ডে অবস্থিত ?
উঃ) গ্রেটনিকোবরে।

18. কাঞ্চনজঙ্ঘার কয়টি শৃঙ্গ ভারতে অবস্থিত ?
উঃ) তিনটি।

19. বিশ্বের নবীনতম দেশের নাম কি ?
উঃ) দক্ষিণ সুদান।

20. আরাবল্লি পর্বত কয়টি রাজ্যে অবস্থিত ?
উঃ) চারটি।

ধন্যবাদ জানাই সকলকে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া-র সাথে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে বন্ধু-বান্ধবীদের সাথে শেয়ার করে সকলকে আমাদের সাইটে যুক্ত করার আবেদন জানাচ্ছি। এবং পরের পর্ব পড়ার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত