ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬

বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

1. ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উঃ দিল্লির পুষাতে।

2. “পৃথিবীর কফি পাত্র” বলা হয় কাকে?
উঃ ব্রাজিলকে।

3. ভিটিকালচার কাকে বলে?
উঃ আঙুর চাষকে।

4. আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উঃ বাংলাদেশের ঢাকাতে।

5. কল্পতরু বৃক্ষ বা জীবন বৃক্ষ কাকে বলে?
উঃ নারকেলকে।

6. “রাশিয়ার ম্যাঞ্চেস্টার” কাকে বলা হয়?
উঃ ইভানোভাকে।

7. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উঃ দেরাদুনে।

8. চিপকো আন্দোলন কোন গ্রামে শুরু হয়?
উঃ দশালী।

9. ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম কি?
উঃ মোরাম।

10. বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের নাম কি?
উঃ যমুনা ।

11. ভারতে জল সংরক্ষণে প্রথম রাজ্য কোনটি?
উঃ তামিলনাড়ু।

12. “হিমালয়” কথার অর্থ কি?
উঃ বরফের গৃহ।

13. ভারতের বৃহত্তম কয়াল কোনটি?
উঃ ভেমবানাদ।

14. কারেওয়া কিসের জন্য বিখ্যাত?
উঃ জাফরান চাষের জন্য।

15. রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলে?
উঃ ধান্দ।

16. ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ কেরলের মাহে।

17. ভারতের শুষ্কতম স্থান কোনটি?
উঃ রাজস্থানের জয়সলমির।

18. ভারতের উষ্ণতম স্থান কোনটি?
উঃ শ্রীগঙ্গানগর।

19. ভারতের শীতলতম স্থান কোনটি?
উঃ লাদাখের দ্রাস।

20. ভারতের কোন উপকূলে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে?
উঃ মালাবার উপকূলে।

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”

আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”

আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”

আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত