ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৯
বর্তমানে প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ”ভূগোল” এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরূপ পরীক্ষায় “ভূগোল ও পরিবেশ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভূগোলের জিকে ভাণ্ডার” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
1. বরেন্দ্র ভূমি কোন নদীর সাথে যুক্ত ?
উঃ মহানন্দা।
2. শিবালিক নদী বিন্যাস তত্বের প্রবক্তা কে
উঃ পিলগ্রিম।
3. কারেওয়া কোন নদীর সাথে যুক্ত ?
উঃ ঝিলাম।
4. কবে ভারতে বহুমুখী নদী পরিকল্পনার সূচনা হয় ?
উঃ 1948 সালে।
5. West Bengal Industrial Development Corporation Ltd. কবে গঠিত হয় ?
উঃ 1967 সালে।
6. ভারতের কোথায় প্রথম পেট্রো-ক্যামিকেল শিল্প গড়ে উঠে ?
উঃ ট্রম্বেতে (1966)।
7. তুন্ডুলা জলাধার কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশে।
8. কোল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে কটি সংস্থা যুক্ত ?
উঃ 18 টি।
9. Fertilizer Corporation of India কোথায় অবস্থিত ?
উঃ সিন্ধ্রী তে।
10. ডিজিটাল ইন্ডিয়ার কটি স্তম্ভ ঘোষিত হয়েছে ?
উঃ 9 টি।
11. Indian Lac Research Institute কোথায় অবস্থিত ?
উঃ রাঁচি তে।
12. টাইগার হিল কোন জেলায় অবস্থিত ?
উঃ দার্জিলিং।
13. দার্জিলিং হিমালয়ান রেলপথে সূচনা হয় কবে ?
উঃ 1881 সালে।
14. রাম্মাম জলবিদ্যুত্ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।
15. উত্তরা খণ্ডের কোন নদীতে হড়পা বানের প্রকোপ রয়েছে ?
উঃ মন্দাকিনী।
16. কর্ণাটক রাজ্যের প্রধান শষ্য কি ?
উঃ কফি।
17. কেরল রাজ্যের প্রধান বন্দর কোনটি ?
উঃ কোচিন।
18. গুজরাট রাজ্যে বিস্তৃত জাতীয় সড়কের সংখ্যা কত ?
উঃ 17 টি।
19. ওয়াঘা বর্ডার কোন রাজ্যের সাথে সংশ্লিষ্ট ?
উঃ পাঞ্জাব।
20. ত্রিপুরার প্রধান নদীর নাম কি ?
উঃ মনু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন।
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-১”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-2”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৩”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৪”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৫”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৬”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৭”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার।। প্রতিদিন GK-র ২০টি প্রশ্ন ও উত্তর।। পর্ব-৮”
আরও দেখুন “ভূগোলের জিকে ভাণ্ডার ।। প্রথম পর্ব ৫০০টি প্রশ্ন ও উত্তর।।”
আরও দেখুন “ভারতের ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর”
আরও দেখুন “ভূগোলের ৫০টি প্রশ্ন ও উত্তর”