ভারত জনবিস্ফোরক দেশ ।। India is an over Populated Country

“ভারত জনবিস্ফোরক দেশ”

যখন কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের তুলনায় সেখানকার জনসংখ্যা বৃদ্ধির হার খুব দ্রুত হয় এবং ওই অঞ্চলের সাধারণ পোষণ ক্ষমতার তুলনায় জনসংখ্যা অনেক বেশি হয়ে যায় ও জীবন স্তর নিচে নেমে আসে, তখন সেই অবস্থাকে অতি জনসংখ্যা বা জনাধিক্য বা জনবিস্ফোরণ নামে আখ্যায়িত করা হয়।

জনসংখ্যা দ্রুত বৃদ্ধি , মৃত্যুহার হ্রাস , পরিব্রাজন অথবা সম্পদ হ্রাসের কারণে জনবিস্ফোরণ অবস্থার সৃষ্টি হয় , তবে একথা মনে রাখা প্রয়োজন যে যেকোনো জনবিরল স্থান জনাধিক্যর সমস্যার সম্মুখিন হতে পারে যদি সেই ভূভাগ জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদ যোগান দিতে অসমর্থ হয় (যেমন মরুভূমি)।

বিশ্বের মোট 17 শতাংশ মনুষ্য প্রজাতির ধারক ও বাহক এই ভারতবর্ষ অথচ বিশ্বের মোট ভূভাগের 2.4 শতাংশ ভারতের অন্তর্ভুক্ত এই বিচিত্র বৈষম্যের কারণ কয়েকটি পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সমান জনসংখ্যা ভারতের জনসংখ্যায় প্রতি বছর যুক্ত হয় আবার আফ্রিকার মোট জনসংখ্যা অথবা দুই আমেরিকার মোট জনসংখ্যার বেশি মানুষ এই ভারতবর্ষে বসবাস করে , এমনকি মাতৃপিছু শিশুসংখ্যা (3.7) চীনের প্রায় দ্বিগুণ।

এহেন পরিস্থিতি ভারতের সামাজিক-রাজনৈতিক তথা অর্থনৈতিক পরিস্থিতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন ভারতের প্রাপ্ত সম্পদ দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে , বাধাপ্রাপ্ত হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি, নিঃশোষিত হচ্ছে অতিমূল্যবান জীবাশ্মজ্বালানি অপরদিকে খাদ্য অথবা পানীয় সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে সামগ্রিকভাবে জনবিস্ফোরণের অবস্থা দেশে হিংসা অবিশ্বাস রাজনৈতিক চাপান-উতর তথা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করে।

কিন্তু নিচে কতগুলি যুক্তি দেওয়া হলো যা ”ভারত একটি জন বিস্ফোরক দেশ” -এর বিপক্ষে অবস্থান করেঃ

1. আসমুদ্র হিমাচল বিশাল দেশ এই ভারতবর্ষ ,রয়েছে অঢেল প্রাকৃতিক সম্পদ তাই এই প্রাপ্ত সম্পর্কে যদি যথার্থভাবে ব্যবহার করা যায় তাহলে ভারতের জনসংখ্যা ধারণ ও বহনে সক্ষম ভারত।

2.দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি প্রাপ্ত দেশগুলির মধ্যে প্রথম সারির দেশ ভারতবর্ষ , পাল্লা দিয়ে বেড়েছে মাথাপিছু আয়ও 1950-51 অর্থনৈতিক বছরে যেখানে ভারতের মাথাপিছু আয় ছিল 238 টাকা মার্চ 2018 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 112835 টাকা ।

3.সবুজ বিপ্লবের পর ভারতের কৃষি ব্যবস্থায় যে আমূল পরিবর্তন এসেছে তার উপর ভিত্তি করে বেড়েছে কৃষি উৎপাদন হার(3.6) যা ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির(1.2) হারের প্রায় তিনগুণ।

4.ভারতবর্ষের এই বিপুল জনসম্পদের গড় বয়স 27 বছর এই বিপুল অব্যবহৃত জনসম্পদকে যদি সঠিক ভাবে কাজে লাগানো যায় তা অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে।

5.ভারতবর্ষ জনাধিক্যর সমস্যায় জর্জরিত এই ঘটনার বিপরীত অবস্থা দেখা যায় ফসল রোপন , সংগ্রহ অথবা উৎসবের সময় যা ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে উপরোক্ত ঘটনার সম্পূর্ণ বিপরীত অবস্থান ব্যক্ত করে।

”জনসংখ্যা নিয়ন্ত্রণ এই সব সমস্যার সমাধান নয় আবার অন্যান্য সমস্যার সমাধান জনসংখ্যা নিয়ন্ত্রণ ছাড়াও সম্ভবপর নয়”- বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী ড. ভাবা।

পুনরায় আমরা অনুভব করছি যে জনসংখ্যা নিয়ন্ত্রনই জনবিস্ফোরণের সমস্যার একমাত্র সমাধান হতে পারেনা দীর্ঘমেয়াদী সার্বিক কার্যকর পরিকল্পনা , উন্নত ভূমিব্যবহার প্রণালী, প্রযুক্তিগত উন্নতি এবং সহায়তা জলসম্পদ , ভূমি সম্পদের সংরক্ষণ-এর মাধ্যমে সার্বিকভাবে জনবিস্ফোরণের মোকাবিলা করতে হবে।

-বিট্টু মণ্ডল, পুরুলিয়া।

ভারত জনবিস্ফোরক দেশ

India is an over Populated Country

When the ecological footprint of a human population in a specific geographical location exceeds the carrying capacity of the place occupied by that group is called overpopulation. Overpopulation can result from an increase in births, a decline in mortality rates, an increase in immigration, or an unsustainable biome and depletion of resources. It is possible for very sparsely populated areas to be overpopulated if the area has a meagre or non-existent capability to sustain life (e.g. a desert).

India accounts for some 2.4 percent of the world’s landmass but is home to about 17 percent of the global population. The magnitude of the annual increase in population can be seen in the fact that India adds almost the total population of Australia or Sri Lanka every year. A study of India’s population notes that India has more people than all of Africa and also more than North America and South America together. The average number of children (3.7) is nearly double that of China. This puts a strain on the available resources, hinders economic growth, disturbs the food and water supply, and exhausts the available fuel. Internationally speaking, population pressure ultimately leads to political tensions, envy and distrust, and sometimes even to war.

ভারত জনবিস্ফোরক দেশ

But here are some arguments in favour that India is not an over-populated country-

1. Huge Stock of Natural Resources, Therefore, the country is in a position to sustain a huge size of increasing population with the proper utilisation of such resources.

2. Increasing per Capita income, from Rs 238 in 1950-51 to1,12,835 during the last fiscal ended March 2018,

3. Higher Growth in Agricultural Production, an annual average growth of population in India was 1.9 per cent as compared to growth rate of food grains of 3.6 per cent per annum.

4.Under-Utilised Potential for Development.

5.Non-Relevance of Positive Checks: death rate has been declining from 48.6 per thousand during 1911-20 to 7.0 per thousand in 2013.

6. In India, the scarcity of labourers is being felt during busy seasons like harvesting time, festivals etc., which is not an indication of over-populated country.

Besides the social well-being, the economic prosperity of a modern nation is dependent on the rate of its population growth. A balanced growth of population is desirable for economic growth and development.

‘Population control will not solve all our problems, but other problems will not be solved without population control’, says Dr. Bhabha, the eminent Indian scientist. Again, we realize – especially in the context of Indian overpopulation situation – that birth control is not the sole answer to the problem. The answer lies in an integrated programme, comprising improved land use, conservation of soil, water, forests and grasslands, and technical assistance. And all these have to be undertaken on an international, rather than merely national scale.

Sources:-
http://censusindia.gov.in/2011census
https://en.wikipedia.org/wiki/2011_Census_of_India
https://en.wikipedia.org/wiki/Demographics_of_India
https://blogs.timesofindia.indiatimes.com/staying-alive/the-myth-of-indias-population-explosion/
https://timesofindia.indiatimes.com/business/india-business/indias-per-capita-income-grows-by-8-6-to-rs-1-13-lakh-in-fy18/articleshow/64403580.cms

-Bittu Mandal, Purulia.

উপস্থাপকঃ বিট্টু মণ্ডল, পুরুলিয়া (প্রথম স্থানাধিকারী, শনিবারের ভৌগোলিক বিতর্ক, ২১/০৭/২০১৮)।

বিভাগীয় লেখ্ বিচারকঃ অধ্যাপক সনৎকুমার পুরকাইত (রায়দীঘি কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা)।
সহযোগিতায়ঃ গোপাল মণ্ডল (সহকারী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)।
পরিকল্পনাঃ মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ ।কপিরাইটঃ ©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া।

ভারত জনবিস্ফোরক দেশ
বিট্টু মণ্ডল, পুরুলিয়া (প্রথম স্থানাধিকারী, শনিবারের ভৌগোলিক বিতর্ক, ২১/০৭/২০১৮)

আপনার ভৌগোলিক জ্ঞানের পরিব্যপ্তি প্রসারণের জন্য MGI S.G.D গ্রুপে আজ ই যুক্ত হতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
WhatsApp করুনঃ 8640890159/9735337699

ভৌগোলিক জ্ঞান বিকাশে MGI এর অভিনব আর এক প্রয়াস শনিবারের ভৌগোলিক বিতর্ক (S.G.D)।

-মিশন জিওগ্রাফি ইন্ডিয়া ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত