ভৌগোলিক সালানুক্রম

চলুন একনজরে দেখে নেওয়া যাক  “ভৌগোলিক সালানুক্রম”

BC 624 -থালেসের জন্ম l
BC 610 -অ্যানাক্সিমিণ্ডারের জন্ম l
BC 547 -থালেসের মৃত্যু l
BC 545 -অ্যানাক্সিমিণ্ডারের মৃত্যু l
BC 475 -হ্যাকাটিয়াসের মৃত্যু l
BC 428 -প্লেটোর জন্ম l
BC 425 -হেরোডটাসের মৃত্যু l
BC 384 অ্যারিস্টটলের জন্ম l
BC 348 প্লেটোর মৃত্যু l
BC 322 -অ্যারিস্টটলের মৃত্যু
BC 276 -এরাটোস্থেনিস এঁর জন্ম l
BC 168 -ক্লডিয়াস টলেমির জন্ম l
BC 90 -ক্লডিয়াস টলেমির মৃত্যু l
0300-1486 – ভূগোলে মধ্যযুগ l
0300-900 – ভূগোলে অন্ধকার যুগ l
0900 পরবর্তী – ধর্ম যুদ্ধের যুগ l
0921- পৃথিবীর প্রথম জলবায়ু মানচিত্র প্রকাশ করেন Al Balkhi .
0985- পৃথিবীকে 14 টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন Al Maqsidi.
1449- ন্যুরেমবর্গে প্রথম সর্বোত্তমুখী লোক গণনা হয় l
1452- লিওনার্দো দ্যা ভিঞ্জির জন্ম l
1459- ফ্রা মাউরো তাঁর মানচিত্রে প্রথম ভারত মহাসাগরের দক্ষিণ দিকটি খোলা দেখিয়ে ছিলেন l
1486-87- ব্রোথেলমিউ দিয়াজ Cape of Agulhas (ঝঞ্ঝা অন্তরীপ ) এ পৌঁছান l
1488- জার্মান ভূগোলবিদ Sebastian Munster এঁর জন্ম হয় l
1492- কলম্বাসের ভারত যাত্রা l
1498- ভাস্কো ডা গামা ‘র কালিকটে পদার্পণ l
1501- জার্মান জ্যোতির্বিদ পিটার আপিয়ানাস এঁর জন্ম l
1507- মার্টিন ওল্ড সাইমুলার প্রথম ম্যাপে ‘America’ শব্দটি ব্যবহার করেন l
1519- লিওনার্দো দ্যা ভিঞ্জির মৃত্যু l
1520- Fernao de Megalhaes এঁর ‘ম্যাগেলান প্রণালী’আবিষ্কার l
1522- জার্মান জ্যোতির্বিদ পিটার আপিয়ানাস এঁর “Isagoge” প্রকাশিত হয় l
1524- জার্মান জ্যোতির্বিদ পিটার আপিয়ানাস এঁর “Cosmographicus Liber ” প্রকাশিত হয় জার্মানদের প্রথম ভৌগোলিক গ্রন্থ হিসেবে l
1544- জার্মান ভূগোলবিদ Sebastian Munster এঁর “Cosmographica” গ্রন্থ প্রকাশিত হয় l
1552- জার্মান জ্যোতির্বিদ পিটার আপিয়ানাস এঁর মৃত্যু l
1552- জার্মান ভূগোলবিদ Sebastian Munster এঁর মৃত্যু হয় l
1571- লিওন এবং ডিগেস ব্যক্তি দ্বয় থিওডোলাইট যন্ত্র প্রচলন করেন l
1590- ভূ-সার্ভেক্ষণের জন্য Plane Table আবিষ্কার হয় l
1603- ব্রোথেলমিউ কেকেরমান প্রথম ভূগোলকে ‘সাধারণ’ও ‘বিশেষ’ দু’ভাগে ভাগ করেন l
1609- গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন l
1610- জমি জরীপ ক্ষেত্রে ‘ত্রিভুজীকরণ’ প্রয়োগ আরম্ভ হয় l
1618- কেপলার প্রথম প্রমাণ করেন গ্রহগুলি সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে l
1622- জার্মানির হামবুর্গে ভেরেনিয়াস এঁর জন্ম হয় l
1623-গ্যালিলিও কেপলারের মতবাদ সমর্থন করে প্রমাণ দেন l
1624- আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে লোক গণনা শুরু হয় l
1627- বৃটিশ ভৌগলিক জন রে এঁর জন্ম হয় l
1635- বৃটিশ ভৌগলিক থমাস বার্নেট এঁর জন্ম হয় l
1657- বৃটিশ ভৌগলিক William Durham জন্মগ্রহণ করেন l
1662- গ্রান্ট জনসংখ্যা বিজ্ঞানে মাত্রিক পদ্ধতি ব্যবহার করেন l
1662- নরওয়েতে 12 বত্সর বা তার বেশী বয়স্ক পুরুষদের গণনা হয় l
1662- ভ্যারেনিয়াস ভূগোলকে সংজ্ঞায়িত করেন l
1662- লন্ডনে Royal Geography Society স্থাপন l
1664- কানাডাতে লোক গণনা শুরু হয় l
1666- কানাডার প্রথম আদমশুমারি প্রতিবেদন প্রকাশিত হয় l
1675- গ্রিনিচ মান মন্দির প্রতিষ্টা l
1686- আইজ্যাক নিউটন মধ্যাকর্ষণ তত্ব উপস্থাপন করেন l
1700- এ.ভি. লিউয়েনহক ‘Food chain’ ও ‘Population Regulation’ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করেন l
1705- বৃটিশ ভৌগলিক জন রে (John Ray)মৃত্যুবরণ করেন l
1710- রাশিয়ার ভৌগলিক রেমজেভ ‘সাইবেরিয়ার মানচিত্র’ প্রকাশ করেন l
1713- বৃটেনে দ্রাঘিমাংশ পরিমাপের জন্য বোর্ড গঠণ l
1714- জন হ্যারিসন প্যান্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন l
1715- বৃটিশ ভৌগলিক থমাস বার্নেট এঁর মৃত্যু হয় l
1724- জার্মান পণ্ডিত ইমানুয়েল কান্ট এঁর জন্ম l
1726- জেমস হটন এঁর জন্ম l
1731- অকট্যন্ট যন্ত্র আবিষ্কার হয় l
1732- সেক্সট্যান্ট যন্ত্র আবিষ্কার হয় l
1734- রাশিয়ান ভৌগলিক কিরিলোভ প্রথম রুশীয় সাম্রাজ্যের মানচিত্র অঙ্কন করেন l
1735- বৃটিশ ভৌগলিক William Durham মৃত্যু বরণ করেন l
1743- অগাস্ট কোঁৎ “অংশীকরণ তত্ব” উপস্থাপন করেন l
1749- সুইডেনে নির্দিষ্ট সময়ের ব্যবধানে লোক গণনা শুর হয় l
1755- কান্ট ও লা প্লাস এঁর “Condensation Theory” প্রকাশিত হয় l
1756- ফিলিপ বুয়াশ ফ্রান্সে বিশুদ্ধ ভূগোল (Reine /Pure Geography) সম্পর্কে ধারণা দেন l
1766- ভারতে ডাক ব্যবস্থা চালু হয় l
1767- Nautical Almanack বা সমুদ্র তলের গভীরতা পরিমাপের গ্রন্থ প্রকাশ করাহয় বৃটেনে l
1768- রয়েল সোসাইটির প্রখ্যাত অভিযাত্রী জন কুক দক্ষিণ প্রশান্ত মহাসাগর যাত্রা করেন l
1769- নরওয়ে ও ডেনমার্কে লোক গণনা শুরু হয় l
1769- হুমবোল্ড এঁর জন্ম হয় l
1775- কনরাড মলেট – ব্রুন ডেনমার্কে জন্মগ্রহণ করেন l
1779- Karl Ritter এঁর জন্ম হয় l
1780- জার্মানিতে Manheim Academy of Meteorology প্রতিষ্টিত হয় l
1781- কান্টের “Critic Of Pure Reason”প্রকাশিত হয় l
1787- দশ বছর অন্তর লোক গণনা আমেরিকার সংবিধান বদ্ধ হয় l
1795- জেমস হাটন এঁর “Theory of the Earth with proofs and Illustration” দুটি খন্ডে প্রকাশিত হয় l
1795- জেমস হাটন এঁর “Theory of The Earth”প্রকাশিত হয় l
1797- জেমস হটন এঁর মৃত্যু l
1798- ম্যালথাসের “An essay on the principle of population” প্রকাশিত হয় l
1798- ম্যালথাসের জন সংখ্যা তত্ব প্রকাশিত হয় l
1800- গোটা পৃথিবীতে মিলিয়ন নগরের অস্তিত্ব ছিলনা l
1801- ইংল্যান্ডে লোক গণনা শুরু হয় l
1804- রিটারের “Europe : A Geographical,Historical & Statistical Painting” এঁর প্রথম খণ্ড প্রকাশ l
1805- Frobel এঁর জন্ম হয় l
1806 – ফরাসি সমাজ তাত্বিক ফ্রেডরিক ল্য প্লে এঁর জন্ম l
1806- রিটার ইউরোপের 6 টি মানচিত্র প্রকাশ করেন l
1807- রিটারের “Europe : A Geographical,Historical & Statistical Painting” এঁর দ্বিতীয় খণ্ড প্রকাশ l
1810- কনরাড মলেট – ব্রুন এঁর “Precis de La Geographie Universelle” গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হয় l
1810- হুমবোল্ড ও রিটার প্রথম মিলিত হয় l
1814-19 – হুমবোল্ড এঁর “Atlas Geographiqus” গ্রন্থ প্রকাশিত হয় l
1817- “Erdkunde”প্রকাশিত হয় l
1821- পৃথিবীর প্রাচীনতম ভৌগোলিক সংঘ গড়ে ওঠে l
1824- সার্ক (করি) কথাটি প্রথম ব্যবহার করেন ফ্লিন্টর l
1826- কনরাড মলেট – ব্রুন এঁর মৃত্যু হয় l
1826- ভৌগলিক Peschel জন্মগ্রহণ করেন l
1828- ভূমিকম্পের তীব্রতা মাপক ইগ্নে স্কেল আবিষ্কার হয় l
1829- অগাস্ট কোঁত্ এঁর “Cours de Philosophy Positive” প্রকাশিত হয় l
1829- বেলজিয়ামে লোক গণনা শুরু হয় l
1829- হুমবোল্ড এঁর “Asia Central”প্রকাশিত হয় ll
1830- ফরাসি ভৌগোলিক এলিসি রেক্লু এঁর জন্ম হয় l
1830- বৃটেনে Royal Geography Society স্থাপন l
1830-33 – Sir Charles Lyell এঁর “The Principle of Geology” তিনটি খণ্ডে প্রকাশিত হয় l
1833- কিংস কলেজে ভূ-তত্ব বিভাগ আরম্ভ হয় l
1833- জার্মান ভৌগোলিক জর্জ জেরাল্ড এঁর জন্ম l
1833- বৃটেনের সর্বপ্রথম ভূগোলের অধ্যাপক হন Maconochie
1833- লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভূগোলের অধ্যায়ন শুরু হয় l
1834- সর্বপ্রথম আঠা যুক্ত ডাকটিকিটের প্রচলন করেন স্কটল্যান্ডের জেমস্ চামান l
1835- ফ্রান্সে লোক গণনা শুরু হয় l
1843- হুমবোল্ড এঁর “Asia Central” প্রকাশিত হয় l
1843- হেনরি ডে ট্যুরভিলে (Henry de Tourville) এঁর জন্ম l
1844- Demolins ‘Social Geography’ শব্দটি ব্যবহার করেন l
1844- Fredrick Ratjel জন্মগ্রহণ করেন l
1845- ফরাসি ভূগোলবিদ ভিদালের জন্ম l
1845- ভিদাল দ্যা ল্য ব্লাস এঁর জন্ম l
1845-62- হুমবোল্ড এঁর “Cosmos” পাঁচ খণ্ডে প্রকাশিত হয় l
1847- কসমস্ গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় l
1850- কসমস্ গ্রন্থের তৃতীয় খণ্ড প্রকাশিত হয় l
1851- কলকতা থেকে ডায়মন্ড হার্বারে টেলিগ্রাফ প্রেরণের মধ্য দিয়ে টেলিগ্রাফের সূচনা হয় ভারতে l
1851- জার্মান ভৌগোলিক জোসেফ পার্টশ্চ এঁর জন্ম l
1852- ফরাসি ভূগোলবিদ এডমন্ড ডেমোলিন্স এঁর জন্ম l
1852- ভারতে প্রথম ডাক টিকিট প্রচলন হয় সিন্ধু প্রদেশে l
1853- ভারতে প্রথম রেল চলে l
1854- ভারতে, deserদেশের সব জায়গায় একই মাশুল হার প্রবর্তিত হয় l
1854- সারা ভারতে ডাকটিকিট প্রবর্তিত হয় l
1854- স্যার পেট্রিক গেডেস এঁর জন্ম l
1855- ল্য.প্লে এঁর “Les Ouvriers Europeens” প্রকাশিত হয় l
1855- সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদ প্রকাশিত হয় l
1855- হুমবোল্ড এঁর “Cosmos” গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হয় l
1858- কসমস্ গ্রন্থের চতুর্থ খণ্ড প্রকাশিত হয় l
1858- জার্মান ভৌগোলিক আলব্রেখট পেঁক এঁর জন্ম l
1858- হেনরি থোরু প্রথম ‘Ecology’ শব্দ ব্যবহার করেন l
1859- কসমস্ গ্রন্থের পঞ্চম খণ্ড প্রকাশিত হয় l
1859- কার্ল রিটার এবং হুমবোল্ড এঁর মৃত্যু হয় l
1859- জার্মান ভৌগোলিক আলফ্রেড হেটনার এঁর জন্ম হয় l
1859- ডারউইনের “Origin Of Species” প্রকাশিত হয় l
1859- ভূগোলে ধ্রুপদী পর্যায়ের অবসান ঘটে l
1859- সমস্থিতি সংক্রান্ত প্রাট এঁর মতবাদ প্রকাশিত হয় l
1859-সুয়েজ খাল খনন আরম্ভ হয় l
1861- ম্যাকিন্ডার জন্মগ্রহণ করেন l
1864- জি.পি.মার্স তাঁর “Man and Water” গ্রন্থ প্রকাশ করেন l
1865- জার্মান ভৌগোলিক অস্কার পেশেল এঁর “Geschichte der Erdkunde” প্রকাশিত হয় l
1865- বৃটিশ ভূগোলবিদ এ.জে. হার্বার্টসন এঁর জন্ম l
1866- জার্মান ভৌগোলিক সিগফ্রিড প্যসার্জ এঁর জন্ম l
1866- রেক্লু এঁর প্রধান গ্রন্থ “La Terr”প্রকাশিত হয় l
1868- ফরাসি ভূগোলবিদ জ্যঁ ব্রুঁস এঁর জন্ম l
1869- আর্নেস্ট হেকেল প্রথম ব্যাখ্যা সহ বর্তমান অর্থে ‘Ecology’ শব্দটি ব্যবহার করেন l
1869- সুয়েজ খাল খনন শেষ হয় l
1870- জার্মান ভৌগোলিক অস্কার পেশেল এঁর “New problem der vergleich enden Erdkunde als versuch einer morphology der erdoberflacheerdoberflache ” প্রকাশিত হয় l
1870- ফ্রান্সে স্কুল স্তরে ভূগোল শিক্ষা শুরু হয় l
1871- আটলান্টিক মহাসাগরের তলে টেলিগ্রাফ লাইন পাতা হয় l
1871- টেলর ‘Culture’ শব্দের প্রথম সংজ্ঞা দেন l
1872- অটো স্লুটারের জন্ম l
1872- ফরাসি ভূগোলবিদ অ্যালবার্ট ডেমানজিওন এঁর জন্ম l
1872- ভারতে লোক গণনা শুরু হয় l
1873- জাপানে লোক গণনা শুরু হয় l
1873- ফরাসি ভূগোলবিদ ইমান্যুয়েল ডে মার্তোনির জন্ম l
1875-94- রেক্লু এঁর “Nouville Geographie Universelle” গ্রন্থ 19 খন্ডে প্রকাশিত হয় l
1876- G.K.Gilbert সর্বপ্রথম ‘Grade’ শব্দটি ব্যবহার করেন l
1876- ভৌগলিক Peschel মৃত্যু বরণ করেন l
1877- Huxley ‘ভূপ্রকৃতি’ অর্থে ‘Physiography’ শব্দ ব্যবহার করেন l
1877- ফরাসি ভূগোলবিদ পল ব্লাঞ্চর্ড এঁর জন্ম l
1877- ফরাসি ভূগোলবিদ হেনরি বাউলিং এঁর জন্ম l
1877- ভারতে Value Payable (V.P) চালু হয় l
1880- এশিয়ায় 10 টি বিশ্ববিদ্যালয়ে ভূগোলের অধ্যাপনা শুরু হয় l
1880- ফরাসি ভূগোলবিদ ম্যাক্সমিলিয়েন সর এঁর জন্ম l
1881- ভারতে টেলিফোন ব্যবস্থার সূচনা হয় l
1882- Fredrick Ratjel এঁর “Anthropogeography” গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হয় l
1882- ফরাসি সমাজ তাত্বিক ফ্রেডরিক ল্য প্লে এঁর মৃত্যু l
1883- ভূমিকম্পের তীব্রতা মাপক রোসি-ফেরল স্কেল আবিষ্কার হয় l
1884- ভন হফ্ট এঁর ধারণা প্রকাশিত হয় l
1885- ইংল্যান্ড ও ভারতের মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে ওঠে l
1885- জে. উইমার এঁর “Historische Landscheft Skunde” গ্রন্থ প্রকাশিত হয় l
1885- ভারতে সেভিংস ব্যাঙ্ক খোলা হয় l
1885- হাল্ট্ ‘Succession’ শব্দটি ব্যবহার করেন l
1888- ভারতে Money Order চালু হয় l
1888- হেটনারের “Travells in the Colombian Andis” প্রকাশিত হয় l
1889- W.M.Davis ‘Geographical Cycle’-উপস্থাপন করেন l হয় I.R.B.I নামে
1889- রেভেন স্টাইন ‘Migration Theory’ প্রবর্তন করেন l
1890-অর্থনীতিবিদ Alfred Marshall এঁর ‘Principle of Economics ‘প্রকাশিত হয় l
1891- রাটজেল এঁর “Anthropogeography” এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় l
1892- ডেভিস আঞ্চলিক দৃষ্টিভঙ্গির কথা বলেন l
1892- প্যারিসের সাবোর্ণ বিশ্ববিদ্যালয়ে ঔপনিবেশিক ভূগোলের অধ্যাপক পদ সৃজন হয় l
1893- Frobel এঁর মৃত্যু হয় l
1893- ডকুচাইভ মৃত্তিকার সংজ্ঞা দেন l
1895- হিলিয়াম গ্যাস আবিষ্কার হয় l
1895- হেটনারের নিজস্ব ভৌগোলিক মুখপত্র “Geographische Zeitschrift” এর প্রকাশ আরম্ভ হয় l
1895-উত্তর সাগর ও বাল্টিক সাগর সংযোগ কারী কিয়েল খাল খনন করা হয় l
1896- এইচ.আর. মিল প্রথম বৃটেনে Ordnance Survey Map এর সাহায্যে ভূমি ব্যবহার সমীক্ষার কাজ করেন l
1897- মিশরে লোক গণনা শুরু হয় l
1897-রাশিয়ায় লোক গণনা শুরু হয় l
1898 হেটনার তাঁর আঞ্চলিক পৃথকীকরণ ধারণা ব্যক্ত করেন l
1898- বার্নেস ‘Photosynthesis’ শব্দ ব্যবহার করেন l
1898- বায়ুমণ্ডলে শতকরা 0.0005 ভাগ হিলিয়াম পাওয়া যায় l
1898-বৃটেনের শিল্পনগরী মানয়স্টার কে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করার জন্য মানয়স্টার খাল খনন করা হয় l
1899 ব্লাশ প্রথম নিয়ন্ত্রণবাদের বিরোধিতা করে সম্ভাবনাবাদের সূচনা করেন l
1899- জর্জ জি. চিশহোম এঁর “Handbook of Commercial Geography” প্রকাশিত হয় l
1900- Globalization ধারণার জন্ম হয় l
1900- পৃথিবীতে মিলিয়ন নগরের সংখ্যা দাঁড়ায় 11 টি l
1901- এডমন্ড ডোমেলাঁ এঁর “Les grands routes des peuplis” এর প্রথম খণ্ড প্রকাশিত হয় l
1901-09- পেঁক এঁর “Die Alpen in Eiszeltalter”তিন খন্ডে প্রকাশিত হয় l
1902- ভূমিকম্পের তীব্রতা মাপক মার্কালি স্কেল আবিষ্কার হয় l
1902- ম্যাকিন্ডার এঁর “Britain and the British Seas” প্রকাশিত হয় l
1903- এডমন্ড ডোমেলাঁ এঁর “Les grands routes des peuplis” এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় l
1903- পি.এম. রক্সবি এঁর গবেষণাপত্র “On the scope and aim of Human Geography” প্রকাশিত হয় l
1903- হেনরি ডে ট্যুরভিলে (Henry de Tourville) এঁর মৃত্যূ হয় l
1904- Fredrick Ratjel মৃত্যু বরণ করেন l
1904-পানামা খালের খনন কার্য শুরু হয় l
1905- ফরাসি ভৌগোলিক এলিসি রেক্লু এঁর মৃত্যু হয় l
1905- হার্বার্টসন পৃথিবীকে কয়েকটি স্বাভাবিক ও প্রাকৃতিক অঞ্চলে ভাগ করেন l
1906- অটো স্লুটার ভূগোলের ধারণাকে বোঝাতে “Landscape Science” শব্দটি ব্যবহার করেন l
1906- হিলগার্ড মৃত্তিকার সংজ্ঞা দেন l
1907- ফরাসি ভূগোলবিদ এডমন্ড ডেমোলিন্স এঁর মৃত্যূ l
1907- হেটনারের “European Russia” প্রকাশিত হয় l
1908- ‘Geographic Social :Le Mer’ গ্রন্থ প্রকাশ করেন -Vallaux (ভালু) l
1909- ওয়ার্মিং এঁর মৃত্তিকা শ্রেণীবিভাগ প্রকাশিত হয় l
1909- কনরাড বিযুক্তি আবিষ্কার হয় l
1910- ‘Human Ecology’শব্দের ব্যবহার প্রচলিত হয় l
1911- ভারতে প্রথম বিমান ডাক ব্যবস্থা চালু হয় l
1912- Jaccard সম্প্রদায় সহগ (Community Coefficient প্রবর্তন করেন l
1912- গুটেনবার্গ বিযুক্তি আবিষ্কার হয় l
1912- বৃটিশ ভৌগোলিক মারিয়ন নিউবিগিন এর “Man and his Conquest of Nature” প্রকাশিত হয় l
1913- শেলফোর্ড তাঁর ”সহনশীলতা নীতি” উপস্থাপন করেন l
1914- J.Barrell ‘Atmosphere’নামকরণ করেন l
1914-পানামা খালের খনন কার্য শেষ হয় l
1915- বৃটিশ ভূগোলবিদ এ.জে. হার্বার্টসন এঁর মৃত্যূ l
1915- হান্টিং টন এঁর “Civilization and Climate” প্রকাশিত হয় l
1916- “Theatre of Our” রচনা করেন হেটনার l
1917- ফিউইট আঞ্চলিক দৃষ্টিভঙ্গির কথা বলেন l
1918- প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানী আত্মসমর্পণ করে l
1918- ফরাসি ভূগোলবিদ ভিদালের মৃত্যূ l
1918- ভিদাল দ্যা ল্য ব্লাস এঁর মৃত্যু l
1919- “The Teritorial Reshaping of Jarmany” গ্রন্থ প্রকাশ করেন হেটনার l
1919- ‘ফ্যাসিজম’ শব্দটি প্রথম ব্যবহার করেন মুসোলিনী l
1919- জার্মান ভৌগোলিক জর্জ জেরাল্ড এঁর মৃত্যু l
1920- Swidis পরিবেশ বিদ টারসেন উদ্ভীদ প্রজাতির ‘জীন পরিবেশ তাত্বিক শ্রেণীবিন্যাস’ ব্যক্ত করেন l
1920- পৃথিবীতে মিলিয়ন নগরের সংখ্যা দাঁড়ায় 20 টি l
1920- সোভিয়েত রাশিয়ায় ‘Perspective Planning’ এর সূচনা হয় l
1921- যুক্তরাষ্টের ভৌগলিক বাও ম্যান এঁর ‘New World’ প্রকাশিত হয় l
1922- ফ্যাসিবাদ প্রতিষ্টিত হয় l
1923- Sidaritsch আঞ্চলিক দৃষ্টিভঙ্গির কথা বলেন l
1923-ব্যারোজ বলেন -“Geography is the science of human ecology”.
1924- লুসিয়ান ফেবর এঁর “A Geographical introduction to History” প্রকাশিত হয় l
1925- জার্মান ভৌগোলিক জোসেফ পার্টশ্চ এঁর মৃত্যু l
1926- পাসার্জ ‘Inselberg’ নামকরণ করেন l
1926- ভিদালের “Principle of Human Geography”ইংরাজীতে অনুবাদ করেন মার্তোনি l
1926- মুম্বইয়ের নাসিকে প্রথম ডাকটিকিট ছাপা হয় l
1927- জার্মান পরিবেশ বিজ্ঞানী কার্ল ফ্রিডারিক প্রকাশ করেন ‘জৈবিক সম্প্রদায় পরিবেশ সম্পর্ক গুলো অবিছিন্ন ও সামষ্টিক (Holocoenotc)’ l
1927রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন হয় l
1929- Warren Thomson সর্বপ্রথম জনসংখ্যা হ্রাস বৃদ্ধিতে অর্থনীতির প্রভাব উল্লেখ করেন l
1929-ক্যালিফোর্নিয়া তে প্রথম বিমানের সাহায্যে বপন কার্য করা হয় l
1930- ফরাসি ভূগোলবিদ জ্যঁ ব্রুঁস এঁর মৃত্যু l
1931- জার্মান দার্শনিক এডমন্ড হুর্সেল প্রথম প্রতিভাস বিজ্ঞান প্রবর্তন করেন l
1932- স্যার পেট্রিক গেডেস এঁর মৃত্যু হয় l
1932-London এর অর্থনীতিবিদ Prop. L.Rabinson এর ‘An Essay On The Nature And Significans Of Economic Science’ প্রকাশিত হয়
1933- স্টোকার লবনাম্বু উদ্ভিদকে তিন ভাগে ভাগ করেন l
1934- লুই মামফোর্ড এঁর “Technique and the civilization ” প্রকাশিত হয় l
1934-M.Biswasuaraya এঁর “Planned Economy For India” বই টি প্রকাশিত হয় l
1934-ডেনমার্কের পরিবেশবিদ Raunkiaer প্রথম সপুষ্পক উদ্ভীদ কে 5 ভাগে ভাগ করেন l
1935- এ.জি.ট্যান্সলের “Ecology” প্রকাশিত হয় l
1935- পরিবেশ বিজ্ঞানী A. G. Tansley ‘Ecosystem কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন l
1935- ভূমিকম্পের তীব্রতা মাপক রিখটার স্কেল আবিষ্কার হয় l
1935-R.B.I প্রতিষ্ঠিত হয় l
1936- ইভারসেন লবনাম্বু উদ্ভিদকে তিন ভাগে ভাগ করেন l
1936- স্টেনার লবনাম্বু উদ্ভিদকে তিন ভাগে ভাগ করেন l
1938- জে. নেহরুর সভাপতিত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় l
1938- লুই মামফোর্ড এঁর “The culture of cities” প্রকাশিত হয় l
1939- অধ্যাপক সোপা লবনাম্বু উদ্ভিদকে 4 ভাগে ভাগ করেন l
1939- জার্মান ভৌগোলিক কার্ল ট্রল ‘Landscape Ecology’ শব্দটি ব্যবহার করেন l
1939- হার্টসোর্ণ এঁর ‘The nature of geography’ প্রকাশিত হয় l
1940- DDT প্রথম কীটনাশক হিসাবে ব্যবহার হয় l
1940- পৃথিবীতে মিলিয়ন নগরের সংখ্যা দাঁড়ায় 51 টি l
1940- ফরাসি ভূগোলবিদ অ্যালবার্ট ডেমানজিওন এঁর মৃত্যু l
1941- জার্মান ভৌগোলিক আলফ্রেড হেটনার এঁর মৃত্যু হয় l
1941- জেনি মৃত্তিকার সংজ্ঞা দেন l
1942-গাছের প্রজনন ক্ষমতার সমীকরণ প্রকাশ করেন Salisbury .
1943-নাগপুরে প্রাদেশিক প্রধান ইঞ্জিনিয়ারদের অধিবেশনে ভারতীয় সড়কপথকে চারভাগে ভাগ করা হয় l
1943-বন্যা নিয়ন্ত্রণের জন্য অনুসন্ধান কমিটি গঠিত হয় l
1945- Frank Notestein এঁর মধ্য দিয়ে ‘Demographic Transition Theory’ র জন্ম হয় l
1945- M.N.Roy দ্বারা ‘জনগণের পরিকল্পনা’ তৈরি হয় l
1945- R.E.Horton ‘Belt of no erosion’ এঁর ধারণা দেন l
1945- জার্মান ভৌগোলিক আলব্রেখট পেঁক এঁর মৃত্যু l
1945- নর্মদা পরিকল্পনা শুরু হলে বিতর্কের সূচনা হয় l
1945- শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিলবার্ট হোয়াইট এঁর ‘Man and Flood’ সমন্ধীয় গবেষণা পত্র প্রকাশিত হয় l
1945- হান্টিং টন এঁর “The Principles of Human Geography” প্রকাশিত হয় l
1946- এ.জি.ট্যান্সলের “Plant Ecology” প্রকাশিত হয় l
1946- এল. ডি. স্টাম্প গ্রেট বৃটেনের প্রথম ভূমি ব্যবহার সমীক্ষা সংগঠিত করেন l
1946- পরিকল্পনা উপদেষ্ঠা পর্ষদ গঠিত হয় l
1946-জাতিসংঘের অঙ্গ সংগঠন Economic and Social Council (Eco Soc) গঠিত হয় l
1947- নবজাত ভারত সরকার জাতীয় সড়ক প্রকল্প প্রবর্তন করেন l
1947- ম্যাকিন্ডার প্রয়াত হন l
1947-Foreign Exchange Regulation Act (F.E.R.A) পাশ হয় l
1948- Oct.5 , UNESCO ও ফ্রান্স সরকার এর যৌথ প্রচেষ্টায় International Union For Conservation of Nature and Natural Resource (I U C N) গঠিত হয় l
1948-R.B.I. “F.E.R.A” র মাধ্যমে বৈদেশীক মুদ্রা নিয়ন্ত্রণের পথ অনুসরণ করে l
1948-দামোদর উপত্যকা পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদিত হয় l
1948-ভারতে বেসরকারী শিল্প গুলিতে ঋণ প্রদানের উদ্দেশ্যে I.F.C.I গঠিত হয় l
1948-মধ্য স্বত্ব ভোগীদের বিলোপ আইন প্রণয়ন হয় l
1949-Haskel ‘সহ অবস্থানের শ্রেণীবিন্যাস’ প্রস্তাব করেন l
1949-বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে R.B.I. কার্যারম্ভ করে l
1949-ব্যাংক নিয়ন্ত্রণ আইন পাশ হয় l
1949-ব্যাংকিং ব্যবস্থায় নৈতিক অনুরোধ (Moral Suasion) চালু হয় l
1950- Hawley নগর বাস্তুতন্ত্রের তিনটি মুল ক্ষেত্রের উল্লেখ করেন l
1950- J.P Narayan দ্বারা ‘Sarvodaya Plane’ প্রকাশিত হয় l
1950- Ludwing Von Bertalanffy প্রথম ‘General System Theory’ ব্যাখ্যা করেন l
1950- গ্লসারি আঞ্চলিক পৃথকীকরণ সম্পর্কে তাঁর ধারণা ব্যক্ত করেন l
1950- জন রাইট ‘Geosophy’ তত্ব প্রকাশ করেন l
1950- নব নিয়ন্ত্রণবাদের সূচনা হয় l
1950-European Coal and Ispat Authority গঠিত হয় l
1950-তিলাইয়া বাঁধের খনন কাজ শুরু হয় l
1950-দঃ পূর্ব এশিয়ার উন্নতি কল্পে কলম্বো পরিকল্পনা নামক অস্থায়ী সংঘটন গঠিত হয় l
1951- U N E S C O এর সহযোগিতায় গঠিত হয় World Wilde Life Fund (W W F)
1951- জিমারম্যান তার উপকরণের কার্যকরিতার ধারণা ব্যাখ্যা করেন l
1951- বৃটিশ ভৌগলিক কিম্বলে(Kimble) এঁর রচনা “The Inadequacy of Regional Concept” (আঞ্চলিক ধারণার অসম্পূর্ণতা) প্রকাশিত হয় ll
1951-Curtis & Mcintosh সর্ব প্রথম Importance Value Index (I.V.I) এর গুরুত্ব উল্লেখ করেন l
1951-State Finance Corporation Of India গঠিত হয়
1951-ভাকরা-নাঙ্গাল পরিকল্পনার কাজ শুরু হয় l
1951-ভারতে আর্থনৈতিক পরিকল্পনা সূচী শুরু হয় l
1951-মাইথন বাঁধের খনন কাজ শুরু হয় l
1952- National Develoupment Council গঠিত হয় l
1952- অটো স্লুটারের মৃত্যু l
1952- পঞ্চেত বাঁধের খনন কাজ শুরু হয় l
1952-Community Develoupment Program গৃহীত হয় l
1952-K.C.Niyogi এর সভাপতিত্বে প্রথম অর্থ কমিশন গঠিত হয় l
1952-ভারতে প্রথম বার পরিবার পরিকল্পনা নীতি গৃহীত হয় l
1953- ‘Anals’ পত্রিকায় স্কিফার এঁর “Exceptionalism in geography : A methodological examination”প্রকাশিত হয় l
1953- Trewartha জনসংখ্যা ভূগোলের সূচনা করেন l
1953- তিলাইয়া বাঁধের খনন কাজ শেষ হয় l
1953- ফ্রেডরিখ স্কিফার মাত্রিক ভূগোলের জনক রূপে বিবেচিত হয় l
1953-The West Bengal Estates Acquisition Act প্রণয়ন হয় l
1953-ভারতে প্রথম সম্পদ কর (Estate Duty ) চালু হয় l
1953-ভূ -সম্পতি কর চালু হয় l 1958-দান কর চালু হয় l
1954- কোশী পরিকল্পনা সংক্রান্ত নেপাল-ভরত চুক্তি স্বাক্ষরিত হয় l
1954- ভাকরা ক্যানেল প্রণালীর কাজ শেষ হয় l
1954-All India Rural Credit Survey Committee (A.I.R.S.C.) গঠিত হয় l
1954-ফ্রান্সে প্রথম মূল্য যুক্ত কর চালু হয় l
1955- কোশী পরিকল্পনার কাজ শুর হয় l
1955- পঞ্চেত ব্যারেজ নির্মাণ শেষ হয় l
1955- ফরাসি ভূগোলবিদ ইমান্যুয়েল ডে মার্তোনির মৃত্যু l
1955-56 নাগার্জূন সাগর পরিকল্পনা শুরু হয় l
1955-National Thermal Power Corporation প্রতিষ্ঠিত হয় l
1955-S.B.I গঠিত হয় l
1955-কোনার বাঁধ নির্মাণ শেষ হয় l
1955-গ্রামীণ এবং ক্ষুদ্র উন্নয়ন কমিটি গঠিত হয় ভারতে l
1955-ময়ূরাক্ষি নদীর কানাডা বাঁধের কাজ শেষ হয় l
1955-সর্ব ভারতীয় ঋণ প্রদান কারী ব্যাংক I.C.I.C.I.গঠিত হয় l
1956- “Mental Map” শব্দটি প্রথম ব্যবহার করেন উল্ডরিজ l
1956- East এবং Moodie এর ‘The Changing World’ প্রকাশিত হয় l
1956- Gurdeb Singh Gosal এর গবেষণা পত্র দিয়ে ভারতে জনসংখ্যা ভূগোলের সূচনা হয় l
1956-R.B.I নগদ সংরক্ষণ এর অনুপাত বৃদ্ধির ক্ষমতা পায় l
1956-sept.1 L.I.C.I শুরু হয় l
1956-State Bank Of India কার্যকলাপ শুরু করে l
1956-The West Bengal Land Reform Act প্রণয়ন হয় l
1956-ব্যাংকিং বাবস্থায় নূন্যতম সংরক্ষণ পদ্ধতি চালু হয় l
1956-ভরতে দ্বিতীয় শিল্প নীতি গৃহীত হয় l
1956-ভারত ও আমেরিকার মধ্যে P.L.480 চুক্তি স্বাক্ষরীত হয় l
1956-ভারতকে মিশ্র অর্থনীতি হিসাবে ঘোষণা করা হয় l
1956-ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলাণ বিশ মডেল গৃহীত হয় l
1956-ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয় এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় l
1956-সুয়েজ খাল কে জাতীয় করণ করা হয় এবং এর নিয়ন্ত্রণ আসে The Suez Canal Authority র কাছে l
1957- ভারতে কেন্দ্রীয় পরিবহন বোর্ড গঠিত হয় l
1957-European Economic Organization গঠিত হয় l
1957-নেদারল্যান্ডের রাজধানী আমস্টার ডাম কে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করার জন্য আমস্টার ডাম খাল খনন করা হয় l
1957-প্রথম অর্থ কমিশন এর কার্যকাল শেষ ও K.Santhanam এর সভাপতিত্বে দ্বিতীয় অর্থ কমিশন গঠিত হয় l
1957-বাত্সরিক কর চালু হয় l
1957-ভারতে অর্থনীতিবিদ Calder এঁর সুপারিশে বাত্সরিক কর (Annual Tax) চালু হয় l
1957-হীরাকুঁদ পরিকল্পনার কাজ শেষ হয় l
1958- জার্মান ভৌগোলিক সিগফ্রিড প্যসার্জ এঁর মৃত্যু হয় l
1958- মাইথন বাঁধের খনন কাজ শেষ হয় l
1958-দান কর চালু হয় l
1958-সর্বপ্রথম Turbo Jet চালু হয় l
1959- কোশীর দুই পাড়ে 270 কিঃমিঃ লম্বা বাঁধের কাজ শেষ হয় l
1959- পঞ্চেত বাঁধের খনন কাজ শেষ হয় l
1959- ভৌগলিক William Warntz Macro Geography প্রবর্তন করেন l
1959- সাইমনস মৃত্তিকা গঠনকারী প্রাথমিক প্রক্রিয়া গুলিকে চারটি প্রধান ভাগে ভাগ করেন l
1959- হার্টশোর্ণ এঁর “Perspectives on the nature of geography” প্রকাশিত হয় l
1959-S.B.I এর সঙ্গে 8টি ব্যাংক সংযুক্ত হয় l
1959-তামিলনাড়ু তে সর্বপ্রথম ‘রাজ্য ঋণ সরবরাহ কর্পোরেশন গড়ে ওঠে l
1960- Dudly Stamp “Applied Geography” ধারণাটি বিধিবদ্ধ ভাবে জনপ্রিয় করেন l
1960- Soil Survey Staff মৃত্তিকা গঠনের ত্রিমাত্রিক একক কে ‘পেডন’ নামে অভিহিত করেন l
1960- তু-জো-উইলসন সর্বপ্রথম ‘Plate’ শব্দটি প্রবর্তন করেন l
1960- পৃথিবীতে মিলিয়ন নগরের সংখ্যা দাঁড়ায় 80 টি l
1960-Central American Common Market (CACM) গঠিত হয় l
1960-European Free Trade Association (EFTA) গঠিত হয় l
1960-Organization Of Petroleum Exporting Countries (OPEC) গঠিত হয় l
1960-Rural Man Power Program চালু হয় l
1960-এল. ডি. স্টাম্প প্রথম “Applied Geography” শব্দ ব্যবহার করেন l
1961- আধূনিক কালের সবথেকে ভয়াভহ হিমানী সম্প্রপাত হয় আন্দিজ পর্বতে l
1961- কোশী পরিকল্পনা।

লেখক: গোপাল মণ্ডল ।। 

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত