মূত্তিকা ভূগোল সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

1. Pedology বলতে কী বোঝ ?

উত্তর > বিজ্ঞানসম্মত উপায়ে মাটির উত্পত্তি, এর রাসায়নিক উপাদান, প্রাকৃতিক গুণাগুণ, গঠণ বৈচিত্র, উত্পাদন ক্ষমতা, জলবায়ুর প্রভাব, উদ্ভিদের প্রভাব, শ্রেণীবিভাগ প্রভৃতি পর্যলোচনা করাকে মাটি বিজ্ঞান বলে I পেডোলজি বলতে মাটি বিজ্ঞানকে বোঝায় I বিজ্ঞানী রবিনসন মনে করেন ‘মাটি বিজ্ঞান হচ্ছে রসায়ন, পদার্থ, ভূতত্ব প্রভৃতি পরষ্পর নির্ভরশীল বিষয়গুলোর সমন্বয়ে গঠিত বিজ্ঞান I’

2. Edaphology বলতে কী বোঝ ?
উত্তর > মাটি বিজ্ঞানের যে শাখায় মাটি ও উদ্ভিদের মধ্যবর্তী সম্পর্ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা করা হয় তাকে Edaphology বলে I মাটির উপরে কীভাবে বীজ অঙ্কুরিত হয় সে সমন্ধে এডাফোলজিতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হয় I

3. মৃত্তিকা কাকে বলে ?
উত্তর > সাধারণ অর্থে ভূপৃষ্ঠের উপরের নরম আবরণের নাম মাটি I মৃত্তিকা বিজ্ঞানী জফির মতে ‘মাটি হচ্ছে একটি প্রকৃতি জাত বস্তু যা খনিজ ও জৈব পদার্থের সমন্বয়ে বিভিন্ন গভীরতা বিশিষ্ট স্তর বিন্যাসে গঠিত এবং যা আদি বস্তুর দৈহিক, ভৌতিক, রাসায়নিক ও জৈবিক ধর্মে স্বতন্ত্র I’ রমনের মতে ‘মাটি হল পৃথিবী পৃষ্ঠের অবিরত ক্ষয়শীল একটি স্তর I’

4. মৃত্তিকা কিভাবে উৎপত্তি হয় ?
উত্তর > মৃত্তিকার উৎপত্তি প্রধানত তিনটি পদ্ধতিতে হয়ে থাকে, যেমন :-
A. শিলা স্তরের আবহবিকারের (তাপ ও শৈত্য জনিত প্রসারণ, শল্কমোচন হাইড্রেশন, হাইড্রোলিসিস, কার্বনেশন, অক্সিডেশন) মাধ্যমে শিলা খণ্ড চূর্ণবিচূর্ণ হয় ;
B. এলুভিয়েশন প্রক্রিয়ায় ঐ শিলাখণ্ডের খনিজ ও জৈব কণা ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় চলাচল করে ;
C. ইলভিয়েশন প্রক্রিয়ায় ঐ সব শিলা উপাদান মাটি পরিলেখের B স্তরে জমা হয় এবং মাটির উত্পত্তি ঘটায় I

5. মৃত্তিকা সৃষ্টির প্রভাবক গুলি কিকি ?
উত্তর > মৃত্তিকা সৃষ্টির সক্রিয় বা প্রত্যক্ষ প্রভাবক গুলি হল –
A. জলবায়ু :- i. উষ্ণতার প্রভাব ; ii. আর্দ্রতার প্রভাব; iii. বায়ু প্রবাহের প্রভাব;
B. জীবজগত :- i. উদ্ভিদের প্রভাব ও ii. প্রাণীর প্রভাব
মৃত্তিকা সৃষ্টির পরোক্ষ সক্রিয় প্রভাবক গুলি হল –
A. জনক শিলা; B. ভূমিরূপ; C. সময় ইত্যাদি I

6. মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা কীরূপ ?
উত্তর > মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব অন্যতম I বিভিন্ন ধরনের অধঃক্ষেপণ যেমন মৃত্তিকার আর্দ্রতা সৃষ্টি করে তেমনি উষ্ণতা আবার মৃত্তিকাকে শুষ্কও করে I এই উত্তাপ ও অধঃক্ষেপনের উপর শিলার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার প্রভাবিত হয় I মাটির আর্দ্রতা যেমন N2 , C, H2 , এর বিনিময় ক্ষমতা বৃদ্ধি করে তেমনি তাপমাত্রা মাটির জৈবপদার্থের বিশ্লেষণ ক্ষমতা ও জীবাণুর কর্মক্ষমতা বৃদ্ধি করে মাটি গঠনে সাহায্য করে I

7. ভ্যান্ট হফ এঁর সূত্রটি কী ?
উত্তর > মৃত্তিকা সৃষ্টিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সক্রিয় নিয়ন্ত্রক হল তাপমাত্রা I বিজ্ঞানী ভ্যান্ট হফ 1884 সালে বলেন প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায় I এই সূত্রকেই বলা হয় ভ্যান্ট হফ এঁর সূত্র I
উদাহরণ :- এই তাপমাত্রার পার্থক্যের জন্যই শীতল তূন্দ্রা অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার কয়েকগুণ বেশী I

8. মৃত্তিকা সৃষ্টিতে জীবজগতের ভূমিকা কিরূপ ?
উত্তর > উদ্ভিদ ও জীবজগতের সক্রিয় ভূমিকা মৃত্তিকা সৃষ্টির অন্যতম জৈব ভিত্তি I যেমন :-I. প্রেইরী ও স্টেপ বনভূমি অঞ্চলের জৈব পদার্থ চার্ণোজেম ; II. উদ্ভিদের বর্জ্য পদার্থ থেকে হিউমাস সমৃদ্ধ মাটি ; III. সরলবর্গীয় বৃক্ষ অঞ্চলে আম্লিক পডজল মৃত্তিকার সৃস্টি হয় I IV. মাটিতে বসবাসকারী কেঁচো, পিঁপড়ে, উই ইত্যাদি প্রাণী বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক ক্রিয়াকলাপে মৃত্তিকার গ্রথন ও রাসায়নিক গঠনে পরিবর্তন আনে I V. ব্যাকটেরিয়া, প্রটোজোয়া প্রভৃতি আণুবীক্ষণিক জীব গোষ্ঠী জৈব পদার্থ গঠণ, হিউমাস গঠণ, জারণ-বিজারণের মাধ্যমে মাটি গঠনে সাহায্য করে I

9. মাটি গঠনে মানুষের প্রভাব লিখুন I
উত্তর > মৃত্তিকার ক্রম বিকাশে মানুষের ভূমিকা খুব বৈচিত্রময়; কারণ মানুষ যেমন একদিকে অবাধে জমি কর্ষণ প্রচুর বনভূমি ধ্বংশ ইত্যাদি নেতিবাচক কাজ দ্বারা মাটির গুনগুন পাল্টে দেয় তেমনি অন্যদিকে বিজ্ঞান সম্মত উপায়ে মাটির পরিচর্যা, শস্যাবর্তন, ধাপ চাষ ও ঝুম চাষ নিয়ন্ত্রণ জনিত ইতিবাচক পদক্ষেপ দ্বারা মাটির পুনর্গঠনে ভূমিকা নেয় I যেমন – অনুন্নত আফ্রিকার টোগা, সোমালিয়া ইত্যাদি দেশের প্রাচীণ অধিবাসীরা প্রকৃতি থেকে সরাসরি মাটি তৈরি করে I

10. আদি বা জনক শিলা কী ?
উত্তর > ভূত্বকে অবস্থিত যে সমস্ত শিলা থেকে ধীর পদক্ষেপে আবহবিকার জনিত কারণে সময়ের স্বাপেক্ষে মাটির উদ্ভব হয় তাকে জনক শিলা বলে I ইহা কঠিন ও কোমল উভয়ই হতে পারে I জনক শিলার কাঠিন্যতার উপরেই মৃত্তিকা সৃষ্টির হার নির্ণয় করে I এর মূলতঃ দুটি ভাগ রয়েছে, যেথা -A. অবশিষ্ট জনক শিলা ও B. অবক্ষেপিত জনক শিলা I

11. মৃত্তিকা সৃষ্টিতে আদি বা জনক শিলার প্রভাব কীরূপ ?
উত্তর > মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা নিষ্ক্রিয় I আবহবিকার ও সঞ্চয়ের মাধ্যমে জনক শিলা থেকে মাটি তৈরি হয় I কিন্তু মাটির গঠণ, গ্রথন, রং, রাসায়নিক বৈশিষ্ট অনেকাংশে জনক শিলা নির্ভর I যেমন – I. গ্রানাইট ও রায়োনাইট থেকে মোটা গ্রথন যুক্ত অম্ল ধর্মী বেলে মাটি; II. ব্যসল্ট থেকে মসৃণ ক্ষারকীয় এঁটেল মাটি; III. চুনাপাথর থেকে রেনজিনা মাটি গড়ে ওঠে I

12. মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতির প্রভাব কীরূপ ?
উত্তর > মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতির ভূমিকা নিষ্ক্রিয় I কিন্তু ভূমির উচ্চতা, বন্ধুরতা, ঢাল এর উপর নির্ভর করে মাটির স্তর ও গভীরতা গঠিত হয়, যেমন -I. পাহাড়ী অঞ্চলে ভূমির অত্যধিক ঢালের জন্য ভূমি ক্ষয়ের প্রভাবে মাটি স্তর পাতলা (5-10 সেমিঃ) হয় I II. সমভূমি অঞ্চলে ভূমির ঢাল কম ফলে ভূমিক্ষয় কমের জন্য গভীর স্তর যুক্ত মাটি গঠিত হয়েছে I III. মরুভূমিতে সিরোজেম, নদী উপত্যকা য় পলি, উপকূল ভাগে উপকূলীয়, দাক্ষিণাত্যের মালভূমিতে রেগুর মাটি লক্ষ্য করা যায় I

-গোপাল মণ্ডল ।।

কপিরাইট: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া ।। 

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

One thought on “মূত্তিকা ভূগোল সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

  • November 29, 2019 at 6:45 am
    Permalink

    good information

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত