ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর ।। প্রতিদিন ৩০টি প্রশ্ন ও উত্তর ।। দ্বিতীয় পর্ব

”ভারতের ভূগোল” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “ভারতের ভূগোল” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে মিশন জিওগ্রাফি ইন্ডিয়া – র পক্ষ থেকে “ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” উপস্থাপনের প্রচেষ্টা করা হলো। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন  ভারতের ভূগোলের ৩০টি প্রশ্ন ও উত্তর) সফল হবে। তাই আমাদের ওয়েবসাইট টি ফলো করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর

1. কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উঃ ঝিলাম।

2. পং ড্যাম কোন নদীর উপর নির্মিত?
উঃ বিপাশা।

3. ফারাক্কা বাঁধ কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছে?
উঃ হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য।

4. কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উঃ নর্মদা নদী।

5. নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত?
উঃ কৃষ্ণানদী, অন্ধ্রপ্রদেশ।

6. গৌতমী ও বশিষ্টী কোন নদীর প্রধান শাখানদী?
উঃ গোদাবরী।

7. ভাকরা-নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত?
উঃ শতদ্রু।

8. দামোদর নদী বহুমুখী পরিকল্পনা কোন প্রকল্পের অনুকরণে নির্মিত হয়?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট।

9. সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়?
উঃ মানস সরোবর হ্রদ।

10. দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি?
উঃ গোদাবরী।

“ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” প্রথম পর্ব: Click Here

11. গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায়?
উঃ সাতপুরা পর্বত।

12. ভারতের কোন হ্রদের জলের লবণতা সর্বাধিক?
উঃ সম্বর।

13. ভারতের সর্বাধিক উচ্চতাবিশিষ্ট জলপ্রপাত কোনটি?
উঃ কাঞ্চিকল।

14. ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায়?
উঃ উত্তরপ্রদেশ।

15. কোন নদী তিব্বতে ‘Tsangpo’ নামে পরিচিত?
উঃ ব্রহ্মপুত্র।

16. নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উঃ অমরকণ্টক শৃঙ্গ।

17. দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায়?
উঃ ছোটোনাগপুর মালভূমি।

18. কোন নদীতে যোগ জলপ্রপাত দেখা যায়?
উঃ সরাবতী।

19. হীরাকুঁদ বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত?
উঃ মহানদী।

20. অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল কোন স্থানে অবস্থিত?
উঃ দেবপ্রয়াগ।

21. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
উঃ উলার হ্রদ।

22. ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি?
উঃ সম্বর হ্রদ।

23. ‘Lake District of India’ কাকে বলা হয়?
উঃ কুমায়নকে (নৈনিতাল)।

24. ভারতের উচ্চতম হ্রদ কোনটি?
উঃ উত্তরাখণ্ডের গাড়োয়ালের দেবতাল।

25. ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি?
উঃ চিল্কা হ্রদ।

26. ভারতের বৃহত্তম জলাভূমি (Wetland) বা কয়াল কোনটি?
উঃ ভেমবানাদ।

27. ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ কোনটি?
উঃ গোবিন্দবল্লভ পন্থ সাগর (রিহান্দ জলাধার)।

28. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?
উঃ যমুনা।

29. ভারতে সর্বাধিক পরিমাণ জলবহনকারী নদী কোনটি?
উঃ ব্রহ্মপুত্র।

30. যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে?
উঃ এলাহাবাদে।

“ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” দ্বিতীয় পর্ব PDF (Indian Geography SAQ Part-2 PDF): Download PDF

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এর পাশে থাকুন। কালকে আবার হাজির হবো “ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।

“ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর” প্রথম পর্ব: Click Here

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত