ভূগোল নিয়ে ভবিষ্যৎ ।। ভূগোলের প্রয়োগ ক্ষেত্র

বর্তমান ভারতীয় শিক্ষাব্যবস্থায় মূল স্রোতের এক অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় হল ‘ভূগোল’ l কিন্তু ভারতীয় শিক্ষাব্যবস্থায় ভূগোল বিষয়ের গুরুত্ব বিংশ শতকের প্রারম্ভে ছিল প্রায় ‘না’ বরাবর l তিরিশের দশকে জেড.আর. খাঁ দ্বারা আলীগড়ে ভূগোলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় l পরে 1941 সালে এস.পি. চ্যাটার্জী দ্বারা কলকাতায় ভূগোলের অধ্যায়ন আরম্ভ হয় l এরপর 1946 এ বারাণসী, 1948 এ পাঞ্জাব,এলাহাবাদ ও মাদ্রাস এবং 1949 এ পাটনাতে স্নাতক স্তরে ভূগোলের অধ্যায়ন আরম্ভ হলে ভূগোলের গুরুত্ব ক্রমশঃ বৃদ্ধি পেতে থাকে l আর ভারতীয় শিক্ষাব্যবস্থায় ভূগোলের এরূপ বিকাশের পিছনে এস.পি. চ্যাটার্জী, এস.এল. ছিব্বর, আর.এন. দুবে, এস.এল. দুগ্গল, সুব্রামনিয়াম এঁর অবদান অনবদ্য l তিরিশের দশকেই আলীগড় মুসলিম সোসাইটি (1935) Geographical Society of India (1933) এর মতো প্রতিষ্টানগুলি গড়ে ওঠে l

চিত্রঃ সফলতার একটি কাল্পনিক ছবি

1951-70 এই দুই দশকে ভূগোলের গুরুত্ব আরো বিশ্লেষণাত্মক হয়ে ওঠে l 1951 পর্যন্ত ভারতে মাত্র 15 টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকোত্তরে ভূগোল অধ্যায়ন হত যা 1970 এ দ্বিগুণ হয়ে 30 এ পৌঁছে l এই পর্যায় কালে এই বিষয়ের পথপ্রদর্শক ছিলেন মুজাফফর আলী, এইচ.বি.দাস, পি. দয়াল এস.আর. তিওয়ারী, এ.এন.ভট্টাচার্য্য, ইন্দ্র পাল, প্রকাশ রাও, আর.এল. সিং প্রমূখ ভূগোলবেত্তা l

1971 থেকে 2000 পর্যন্ত এই তিন দশকে খুব দ্রুত ভূগোলের বিকাশ ঘটে l ভারতের বিভিন্ন রাজ্যে ভূগোল অধ্যায়নের জন্য তীব্র গতিতে স্নাতকোত্তর বিভাগের স্থাপনা হয় l 1990 এ দেশে 75 এর বেশী শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকোত্তর বিভাগে ভূগোলের অধ্যায়ন হতো l এই সময়কালে যুক্তিপূর্ণ ও বৈজ্ঞানিক ভূগোলের বিকাশ ঘটে l ভূগোল চিন্তার বিকাশে আর.পি. মিশ্র, আর. রামচন্দ্রন, এস.এল. ভাট. প্রকাশ রাও ভূগোলে ‘মাত্রিক বিপ্লবের’ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন l

চিত্রঃ ভূগোলের প্রয়োগ ক্ষেত্র (Application of Geography)
কৃতজ্ঞতা স্বীকারঃ অধ্যাপক সনৎকুমার পুরকাইত (রায়দিঘি কলেজ, দক্ষিণ ২৪ পরগণা)
ডিজাইন: রাজকুমার গুড়িয়া (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)
পরিকল্পনা: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ

2000 থেকে আজ পর্যন্ত ভূগোলের অধ্যায়ন সীমারেখার সংকীর্ণতা অতিক্রম করে বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শাখায় l প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক, ঐতিহাসিক সহ বিশুদ্ধ বিজ্ঞান, খ-গোল বিদ্যা ও আধুনিক প্রযুক্তিবিদ্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে l বিকাশ ঘটেছে বিভিন্ন শাখা ও নূতন ক্ষেত্রের l সমান তালে ভূগোল শিক্ষার্থীর কাছে উন্মোচিত হয়েছে নুতন নুতন ক্ষেত্র যেখানে একজন শিক্ষার্থী নিজেকে স্বপ্রতিষ্ঠিত করে ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করতে পারে l কিন্তু নির্দিষ্ট কিছু তথাকথিত ক্ষেত্র ছাড়া এ রাজ্যের সংখ্যাগুরু ভূগোল শিক্ষার্থীর কাছে অন্যসব ক্ষেত্রগুলো আজও অজানা l একমাএ শিক্ষকতা ছাড়া আমরা অন্য ক্ষেত্রের দিকে আকৃষ্ট হই না, অথবা কোন অজ্ঞাত কারণে নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ l যা অনেক সময় হতাশার উদ্রেক করে l

আসুন এবার দেখাযাক ভূগোল শিক্ষার্থীরা কোন কোন ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে –

চিত্রঃ শিক্ষিকা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন

(১) শিক্ষক হিসাবে (As a Teacher) :- ভূগোল বিষয় নিয়ে পাঠরত শিক্ষার্থী স্নাতক স্তরে 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে বি.এড কোর্স সম্পাদন করলে মাধ্যমিক স্তরে এবং নূন্যতম (সংরক্ষণ শর্ত প্রযোজ্য) 50% নম্বর সহ স্নাতকোত্তরে উত্তীর্ণ হলে উচ্চমাধ্যমিক স্তরে এবং এর সাথে এম.এড, এম.ফিল, পি.এইচডি ইত্যাদি যোগ্যতা থাকলে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে সম্মানের সহিত শিক্ষকতা করার সুযোগ রয়েছে l আর এই সুযোগ রাজ্য এবং ভিনরাজ্যেও রয়েছে l আবার কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ রয়েছে l

চিত্রঃ ছবিতে যাকে দেখছেন তিনি একজন IAS অফিসার (সংগৃহীত)

(২) প্রশাসক হিসেবে (As a Administrator) :- প্রশাসনিক বিভাগের বিভিন্ন ক্ষেত্রে ভূগোল শিক্ষার্থীর বিশেষ স্থান রয়েছে l রাজ্য ও কেন্দ্রীয় স্তরের প্রশাসনিক বিভাগের নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় ভূগোলের বর্তমান গুরুত্ব অভূতপূর্ব l যদিও এক্ষেত্রে ভূগোলের বিভিন্ন শাখার অধ্যায়ন ও আনুষঙ্গিক কলা,বিজ্ঞান, সাধারণ জ্ঞান প্রভৃতি বিষয়ের পাঠ আবশ্যক l WBCS, IAS প্রভৃতি পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন স্তরে বিভিন্ন Officer পদে নিয়োগ করা হয় যেখানে একজন ভূগোল শিক্ষার্থী তার ভবিষ্যত সুনিশ্চিত করতে পারে l

চিত্রঃ নগর পরিকল্পনাকারী (সংগৃহীত)

(৩) নগর পরিকল্পনাকারী হিসাবে (As a Town Planner) :- জনবিস্ফোরক ভারতে নগর বিকাশের বাস্তবতা ও সম্ভাবনা ব্যাপক, আর এরূপ ব্যাপক কর্মকাণ্ড সম্পাদনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা যা নগর বিকাশে গুরুত্বপূর্ণ অংশ l ভূগোল শিক্ষার্থী স্নাতকোত্তর এর পর IIT Kharagpur, Dilhi Town and Country Planning Institute সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে Master of Town and Country Planning এর শংসাপত্র অর্জন করে নগর পরিকল্পনাকারী হিসেবে তাদের ভবিষ্যৎ গড়তে পারে l উক্ত কোর্সের জন্য ভূগোলের শিক্ষার্থী বিশেষ ছাড় পেয়ে থাকে l এর জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা থাকে l নিম্নে কয়েকটি প্রথমসারির প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হলো-

1. Arvindbhai Patel Institute of Environmental Design – APIED
Vallabh Vidya Nagar, Near Bhaikaka Library
Vallabh Vidyanagar, Gujarat
(02692) 237586
Courses Offered
B.Arch.

2. Birla Institute of Technology – BIT Ranchi
Mesra
Ranchi, Jharkhand
(0651) 2275444, 2275896, 2276002, 2276004, 2276494, 2276495
(0651) 2275401
Courses Offered
B.E. (Architecture Engineering)
B.Arch.
Master of Planning (Transport Planning)

3. Deenbandhu Chhotu Ram University of Science and Technology
50th K.M. Stone, NH-1, Murthal
Sonepat, Haryana
(0130) 2484005
Courses Offered
B.Arch.
M.Arch.
Master of Planning (Urban Planning)

4. Maulana Azad National Institute of Technology Bhopal – NIT Bhopal
Link Road 3, Vaishali Nagar
Bhopal, Madhya Pradesh
(0755) 4051000, 4052000, 5206006, 5206007, 5206008, 5206009
(0755) 2670562, 2670802, 2671175
Courses Offered
B.Arch.
B.Tech. (Architecture Engineering)
Bachelor of Planning

5. School of Planning and Architecture – SPA
4-Block-B, Indraprastha Estate
Delhi, Delhi
(011) 23702375 , 23702376
(011) 23702383
Courses Offered
Ph.D. (Urban Planning)
Ph.D. (Urban Design)
Ph.D. (Transport Planning)

6. Yashwantrao Chavan Maharashtra Open University
Dnyangangotri, Near Gangapur Dam
Nasik, Maharashtra
(0253) 2231714, 2231715
(0253) 2230470
Courses Offered
M.Arch. (Architectural Design)
B.Arch.
M.Arch. (Environmental Architecture)

চিত্রঃ সার্বেক্ষক (Surveyor)

(৪) সর্বেক্ষক হিসেবে (As a Surveyors) :- ভূগোল শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনে বিভিন্ন পর্যায়ে Cartography বিষয়ের অংশ হিসেবে উপাত্ত বিশ্লেষণ, জরিপকার্য প্রভৃতি ক্ষেত্রে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে l তাই ভূগোল শিক্ষার্থী বিভিন্ন সরকারী, বেসরকারী, মাল্টিন্যাশনাল কোম্পানি প্রভৃতি সংস্থায় সার্ভেক্ষক হিসেবে কর্মজীবন গড়ে তুলতে পারে l এক্ষেত্রে বিভিন্ন সংস্থা ত্রৈমাসিক, সান্মাসিক বা বাত্সরিক সার্ভে করে থাকে বিভিন্ন সূচকের উপর l এর জন্য প্রয়োজন প্রচুর প্রতিনিধি যাতে ভূগোল শিক্ষার্থীর চাহিদা গুরুত্বপূর্ণ l নিন্মে কয়েকটি প্রথম সারির Diploma in Survey Engineering Institute এর উল্লেখ করা হল –

1. Elitte Institute of Engineering and Management
P.O. Karnamadhabpur, P.S. Ghola, Near Mohispota
Kolkata, West Bengal
(033) 25956125
9831500840, 9836690033, 9163316561

2. Santiniketan Institute of Polytechnic
Vill. Tatarpur (Monikundu) P.O. Muluk, P.S. Bolpur
Birbhum, West Bengal
(03463) 221078
9434585419
(03463) 221073

3. West Bengal Survey Institute
G.T. Road, P.O. Bandel Junction
Hooghly, West Bengal
(033) 26310332
(033) 26312588

চিত্রঃ মানচিত্রকার

(৫) মানচিত্রকার হিসেবে (As a Cartographer) :- বর্তমানে মাধ্যমিক স্তর থেকে ভূগোলের এক অপরিহার্য্য অঙ্গ ব্যবহারিক ভূগোল, এখানে ভূগোল শিক্ষার্থী একজন সফল মানচিত্রকার হিসেবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে l এর জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা কর্মী নিয়োগ করে থাকে l Geological Survey of India, NATMO হল এরকম গুরুত্বপূর্ণ সংস্থা l এছাড়া জমি জরীপ ও তার মানচিত্র অঙ্কন কারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় l কেন্দ্রীয় স্তর, রাজ্য স্তর, জেলাস্তর এমনকি ব্লক স্তরেও জরীপ ও মানচিত্র অঙ্কনবিদ নিয়োগ করা হয় l

চিত্রঃ কম্পিউটার কার্টোগ্রাফার

(৬) কম্পিউটার কার্টোগ্রাফার হিসেবে (As a Computer Cartographer) :- বর্তমান সময়কালে ভূগোলে GIS, RS প্রভৃতি কম্পিউটার ভিত্তিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ l উপগ্রহ প্রেরিত চিত্র বিশ্লেষণ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে মানচিত্র অঙ্কন করা হয় l এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ডিগ্রী অর্জন করে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করা যায় l কয়েকটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান হল-

1. Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya
M.P. Bhoj (Open) University Campus Kolar Marg
Bhopal, Madhya Pradesh
(0755) 2491051, 2491052
9425018651, 9414075161
(0755) 2491039
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)

2. CMJ University
Modrina Mansion, Laitumkhrah
Shillong, Meghalaya
(0364) 2500631, 2505028, 2501217
9436105169
(0364) 2500632
Courses Offered
B.Tech. (Electronics & Telecom Engineering)
M.Sc. (Remote Sensing and GIS)
M.Tech. (Electronics and Communication Engineering)

3. Jiwaji University
Mahalgaon
Gwalior, Madhya Pradesh
(0751) 2442712, 2442701, 2341348, 2341348, 2442603, 2341896
9425117433, 9425742232
(0751) 2341768
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)

4. Kuvempu University
Jnanasahyadri, Shankaraghatta
Shimoga, Karnataka
(08282) 256221, 256166, 256159, 256309, 256202
9916584954
(08282) 256262, 257516, 256259, 256262
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)
Post Graduate Diploma in Photogrammetry & Remote Sensing

5. Madurai Kamaraj University
Alagar Kovil Road
Madurai, Tamil Nadu
(0452) 2458471, 2459181, 2459122
(0452) 2458265
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)

6. Mahatma Gandhi Chitrakoot Gramoday Vishwavidyalaya – MGCGV
Chitrakoot
Satna, Madhya Pradesh
(07670) 265413, 265411
(07670) 265411, 265340
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)

7. Sant Gadge Baba Amravati University
University Campus
Amravati, Maharashtra
(0721) 2662358, 2662206, 2662207, 2662208, 2662249, 2662279
(0721) 2660949, 2662135
Courses Offered
M.E. (Electronics & Telecommunication Engineering)
M.E. (Electronics & Communication)
M.Sc. (Remote Sensing and GIS)

8. Swami Vivekanand Institute of Information Technology – SVIIT
Chandigarh – Patiala Highway, Ramnagar – Banur, Tehsil- Rajpura
Patiala, Punjab
(01762) 507000, 507888, 507222
9216133333, 9465233333
(01762) 507333
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)

9. The Global Open University
Sodzulhou Village, P.O. ARTC, NH-39
Dimapur, Nagaland
(03862) 231959, 283526, 240331
8731887593, 8731887594
(03862) 231959
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)

10. University of Jammu
Bhaderwah Campus University Road,
Jammu, Jammu and Kashmir
(0191) 2430830, 2431939, 2450014, 2431365, 2456892, 2432856, 243082
9419159360
Courses Offered
M.Sc. (Remote Sensing and GIS)

চিত্রঃ পর্যটক প্রদর্শক (Travel Guider)

(৭) পর্যটক প্রদর্শক হিসেবে (As a Travel Guide) :- ভারতে পর্যটন ক্ষেত্রের সম্ভাব্য বিকাশের স্থান ব্যাপক l নিজেকে একজন পর্যটক গাইড হিসেবে প্রতিষ্ঠিত করে অর্থ রোজগারের সুবিধা রয়েছে l এক্ষেত্রে বিভিন্ন পর্যটন এজেন্সি কর্মী নিয়োগ করে থাকে l এই বিভাগে নিজেকে প্রতিষ্ঠিত করতে ম্যনেজমেন্ট এর কোর্স করা যায় নিম্নলিখিত প্রতিষ্ঠান থেকে –

1. Indian Institute of Tourism and Travel Management
Type Public
Established 1983
Director Professor Sandeep Kulshreshtha
Location Gwalior, Madhya Pradesh ,
India
Campus Gwalior, Bhubaneswar,
Noida, Nellore, Goa
Affiliations All India Council for Technical Education ,
Association of Indian Universities
Website http://iittm.net

2. Efforts Institute of Management and Technology
C-1/2, Mohan Garden, (Near Gurudwara Road), Uttam Nagar, Near Nawada Metro Station
New Delhi, Delhi
9250725838, 9999495399
Courses Offered
M.A. (Tourism Management)
Diploma in Tourist Guide

3. Institute of Hotel Management and Catering – IHMC
413-417, Institutional Area Seth ji ki Kundal, Balicha, Girwa,
Udaipur, Rajasthan
(0294) 5120808, 2412342
9414245214
Courses Offered
Bachelor in Tourism Management (B.T.M.)
Diploma in Tourist Guide

4. Integrated Institute of Education Technology – IIET
Adminstration Office: 14, 2nd Floor, Malakpet Gung
Hyderabad, Andhra Pradesh
(040) 65513441
9248957020
Courses Offered
Diploma in Tourist Guide

5. Sai Education Cell
G-55, Kiran Garden, Near Piller No. 714, Nawada, Uttam Nager
Delhi, Delhi
(011) 65744892
9350894727, 9250302126
Courses Offered
M.A. (Tourism Management)
Diploma in Tourist Guide

চিত্রঃ গবেষক (Researchers)

(৮) গবেষক হিসেবে (As a Researcher) :- অন্যান্য বিষয়ের মতো ভূগোল বিষয়েও এর বিভিন্ন শাখার উপর গবেষণার প্রচুর সুযোগ রয়েছে l স্নাতকোত্তর এর পর Ph.D অথবা NET/SET এর মাধ্যমে JRF নিয়ে গবেষণা কাজে নিজেকে নিয়োজিত করা যায় l

চিত্রঃ জনসংখ্যা বিশারদ (Demographer)

(৯) জনসংখ্যা বিশারদ হিসাবে (As a Demographer) :- ভারতীয় আর্থসামাজিক ব্যবস্থায় জনশক্তি গুরুত্বপূর্ণ উপাদান l আর এই উপাদানের সঠিক ও সময়াণুগ ব্যবহার যথেষ্ট গুরুত্বপূর্ণ l এর জন্য প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক ও মনস্তাত্বিক পর্যালোচনা l এজন্য বিভন্ন প্রতিষ্ঠান শ্রমশক্তির নিখুঁত পরিচালনার জন্য কর্মী নিয়োগ করে থাকে l এছাড়া বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, অলাভজনক সংস্থা প্রয়োজন অনুযায়ী জনসংযোগ স্থাপন, জনসংখ্যা উপাত্ত সংগ্রহ, বাত্সরিক জন্ম-মৃত্যূহার নির্ণয় , পরিব্রাজনের হার নির্ণয়, লিঙ্গানুপাত নির্ণয় প্রভৃতি কার্য নিখুঁত ভাবে সম্পাদনের জন্য যোগ্য কর্মী নিয়োগ করে থাকে l ভূগোলের ছাত্রছাত্রী Population Studies বিষয়ে মাস্টার ডিগ্রী অর্জন করে এইসব ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে l এ বিষয়ে ভারতের কয়েকটি প্রথমসারির প্রতিষ্ঠান হল –

1. International Institute for Population Sciences – IIPS
Mumbai, Maharashtra
(022) 2556254, 2556255, 25563489, 42372431, 25562062, 25573943
(022) 25563257
Courses Offered
M.A. (Population Studies)
Master of Population Studies (MPS)

2. Annamalai University
Annamalai Nagar, Chidambaram,
Cuddalore, Tamil Nadu
(04144) 238248, 238263, 238796
9442551111
(04144) 238080
Courses Offered
M.A. (Population Studies)
Post Graduate Diploma in Public Relations

3. Bharathiar University
Post Maruthumalai Main Road
Coimbatore, Tamil Nadu
(0422) 2428100, 2428108, 2428111, 2428114, 2422222
(0422) 2422387, 2425706
Courses Offered
M.A. (Population Studies)

4. Fakir Mohan University
Vyasa Vihar
Balasore, Orissa
(06782) 275768, 275859, 275787
(06782) 275768
Courses Offered
M.A. (Population Studies)

5. Himgiri Zee University – Himgiri Nabh Vishwavidyalaya
Sheeshambada, P.O. Sherpur, Via- Sahaspur
Dehradun, Uttarakhand
() (Toll Free No. 1800-180-4181)
9412051906
Courses Offered
M.A. (Population Studies)

6. International Institute for Population Sciences – IIPS
Mumbai, Maharashtra
(022) 2556254, 2556255, 25563489, 42372431, 25562062, 25573943
(022) 25563257
Courses Offered
M.A. (Population Studies)
Master of Population Studies (MPS)

7. Maharshi Dayanand Saraswati University
Pushkar Bye Pass, Ghooghara
Ajmer, Rajasthan
(0145) 2787056, 2787058, 2787412 / 13 / 14
(0145) 2787049, 2787055
Courses Offered
M.A. (Population Studies)

8. Maharshi Dayanand University – MDU
(NH-10,) (Near Sugar Mill)
Rohtak, Haryana
(01262) 393361, 393596, 266837
(01262) 274640
Courses Offered
M.A. (Population Studies)

9. Rani Durgavati University
Saraswati Vihar, Pachpedi,
Jabalpur, Madhya Pradesh
(0761) 2600567, 2600568, 2601452, 2607452, 2600785
(0761) 2603752
Courses Offered
M.A. (Population Studies)

10. Sri Venkateswara University
Tirupati, Andhra Pradesh
(0877) 2249727, 2289412, 2289559, 2289410
(0877) 2289555, 2289544
Courses Offered
M.A. (Population Studies)

11. University of Rajasthan
JLN Marg
Jaipur, Rajasthan
(0141) 2706813, 2791887
Courses Offered
M.A. (Population Studies)

চিত্রঃ ভূতত্ত্ববিদ (Geologist)

(১০) ভূমিরূপ বিশারদ হিসেবে (As a Geologist) :- শিল্প স্থাপন,পরিবহন, কৃষি এবং নির্মাণ প্রভৃতি অর্থনৈতিক বিষয়গুলির বিকাশে ভূমিরূপের প্রকৃতি ও চারিত্রিক বৈশিষ্ট গুরুত্বপূর্ণ l কোন ভূমিরূপ উক্ত বিষয়গুলির বিকাশে সহায়কতা একজন ভূমিবিশারদiই সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম l ভূগোল শিক্ষার্থীদের যেহেতু ভূমিরূপ সমন্ধে বিশদে অধ্যায়ন করতে হয় তাই এই বিষয়ে জ্ঞানও থাকে অধিক l সেক্ষেত্রে ভূমিরূপের উপর উচ্চ শিক্ষার শংসাপত্র নিয়ে গবেষণার সাথে সাথে কর্মজীবনেও প্রবেশ করা যায় l ভারতের কয়েকটি প্রথমসারির এরূপ শিক্ষাপ্রতিষ্টান হল –

1. Indian Institute of Technology, Bombay
2. Presidency College, Chennai
3. Asutosh College, Kolkata
4. Kurukshetra University, Haryana
5. Presidency College, Kolkata
6. Government College of Science, Raipur
7. Jogmaya Devi College, Kolkata

চিত্রঃ ডঃ এপিজে আব্দুল কালাম এর বাণী

সম্পাদনায়ঃ মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ
অক্ষর বিন্যাসঃ গোপাল মণ্ডল (সহকারী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)
লেখচিত্র ও প্রচ্ছদঃ রাজকুমার গুড়িয়া (সহকারী সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)
কৃতজ্ঞতা স্বীকারঃ অধ্যাপক সনৎকুমার পুরকাইত (রায়দিঘি কলেজ, দক্ষিণ ২৪ পরগণা)
প্রযুক্তিগত সহায়তাঃ সৌরভ সরকার (সম্পাদক, মিশন জিওগ্রাফি ইন্ডিয়া)
বিশেষ সহায়তাঃ কমল হালদার, অরিজিৎ সিংহ মহাপাত্র, দিপু সিংহ, মৃণাল কান্তি মণ্ডল ।

©Mission Geography India

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত