পৃথিবী ধ্বংসের ৬টি ভবিষ্যদ্বাণী করেছিলেন স্টিফেন হকিং

মিশন জিওগ্রাফি ইন্ডিয়া: আর বেশিদিন নেই ধ্বংস হয়ে  যাবে আমাদের বাসভূমি পৃথিবী৷ বিশ্ববিখ্যাত পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিং মৃত্যুর আগেই এই রকমই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ তিনি বলেছিলেন, ধ্বংসের ঘণ্টা বেজে গিয়েছে৷ আর বেশিদিন নেই৷ বিপর্যয়ে ধ্বংস হয়ে যাবে আমাদের পৃথিবী৷ আসুন দেখা যাক স্টিফেন হকিং এর সেই ৬ টি ভবিষ্যদ্বাণী —

১) উল্কাপাতঃ- আর ৬০০ বছরের মধ্যেই আমরা, পৃথিবীবাসীরা মারা যাব৷ উল্কাপাত ঘটবে বিশ্বজুড়ে৷ লাল হয়ে জ্বলবে গ্রহ৷ নভেম্বরে বেজিংয়ে Tencent WE Summit-এ একথা বলেছিলেন স্টিফেন হকিং৷ তিনি বলেছিলেন ২৬০০ সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে কানায় কানায়৷ ফলে ব বিদ্যুত এর খরচ পৃথিবীকে লাল গোলায় পরিণত করবে৷

২) রাজত্ব করবে রোবটরাঃ- মানব সভ্যতার দিন শেষ হবে৷ পৃথিবীজুড়ে রাজত্ব করবে রোবটরা৷ একটি সাক্ষাৎকারে প্রফেসর হকিং একথা বলেছিলেন৷ জানিয়েছিলেন, মানুষের জায়গা নেবে মানুষেরই হাতে তৈরি রোবটরা৷ মানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে চায়৷ কিন্তু একদিনই এরই হাতের পুতুল বয়ে যাবে মানুষ৷

৩) পারমাণবিক শক্তি ও মানুষের আক্রমণঃ- অভিব্যক্তির কুপ্রভাব আর কয়েক বছরের মধ্যেই টের পাবে মানুষ৷ পারমাণবিক শক্তি নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে৷ মানুষ এখন একে অপরকে আক্রমণ করতে চায়৷ হানাহানি শুরু হয়ে গিয়েছে৷ এর শেষ পৃথিবীর ধ্বংস৷ সেখানে প্রযুক্তি একটি বড় অস্ত্র৷ সেই অস্ত্রগুলির মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক শক্তি৷ পৃথিবী ধ্বংস হওয়ার এটি অন্যতম কারণ হতে পারে৷

৪) অন্য বাসস্থান খুঁজবে মানুষঃ- আর ১০০ বছর৷ তার মধ্যেই অন্য বাসস্থান খুঁজবে মানুষ৷ যদি না খোঁজে, তাহলে আবহাওয়ার পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি সহ একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানবসমাজ৷

৫) ডোনাল্ড ট্রাম্পঃ- এই বছর মে মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি প্যারিসে ক্লাইমেট চেঞ্জের চুক্তিতে সই করবেন না৷ এই নিয়েই হকিং বলেছিলেন, “ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব উষ্ণায়নতে ত্বরান্বিত করবে”৷ যার জন্য পৃথিবী একদিন শুক্রগ্রহে পরিণত হবে৷ উষ্ণতা আড়াইশো ডিগ্রি ছুঁয়ে ফেলবে৷ আকাশ থেকে জলের বদলে বর্ষিত হবে সালফিউরিক অ্যাসিড৷

৬) নতুন আইডিয়া হতে পারে ধ্বংসের কারণঃ- নতুন আইডিয়া সবসময়ই স্বাগত৷ কিন্তু এমন কিছু আইডিয়া আসতে চলেছে যা পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে৷ বলেছিলেন স্টিফেন হকিং৷ সময় যত এগোবে বিজ্ঞান ও প্রযুক্তি তত উন্নত হবে৷ ফলে পারমাণবিক যুদ্ধ, বিশ্ব উষ্ণায়ন ও জেনেটিকালি ইঞ্জিনিয়ারড ভাইরাস বাড়বে৷ আর তার ফলে ধ্বংস হতে পারে পৃথিবী৷

-অরিজিৎ সিংহ মহাপাত্র।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

3 thoughts on “পৃথিবী ধ্বংসের ৬টি ভবিষ্যদ্বাণী করেছিলেন স্টিফেন হকিং

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত