NCTE Four Years Integrated B.Ed Course সম্পর্কিত যাবতীয় প্রশ্ন-উত্তর বিস্তারিত জানুন

NCTE FOUR YEARS INTEGRATED B.ED COURSE

2019-20 শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে Four Years Integrated B.Ed Course. অর্থাৎ এখন থেকে আপনি Graduation ও B.Ed একই সাথে করতে পারবেন। 2018 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় এই সিদ্ধান্তটির কথা জানানো হয়।

আরও দেখুন “চালু হচ্ছে চার বছরের Integrated B.Ed Course।। অন্যান্য প্রশিক্ষণ কোর্স বন্ধ হতে চলেছে”

রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিষদ (NCTE) Teacher Education -এর জন্য বড়ো পরিবর্তন করতে চলেছে। 2019 সালের পর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য আলাদা আলাদা কোর্স করতে হবে না। স্কুল শিক্ষক হওয়ার জন্য কেবলমাত্র বি.এড কোর্সই করতে হবে। এর জন্য বি.এড এর সময় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বি.এড দু-বছরের জায়গায় চার বছর হবে। অর্থাৎ Four Years Integrated B.Ed Course চালু হতে চলেছে।

★একনজরে Four Years Integrated B.Ed Course কি?

4years Integrated BA/B.Sc B.Ed Course হলো এক ধরনের Combined Degree Course. অর্থাৎ BA/B.Sc ও B.Ed এর চার বছরের যুগ্ম কোর্স। উচ্চ-মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রী, যাদের 50% এর অধিক নম্বর থাকবে তারাই কেবলমাত্র এই কোর্সটি করতে পারবে। এই কোর্সটি করলে সে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারবে।

2019-20 শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। সম্প্রতি এর উপর NCTE এর মোহরও লেগে গেছে। এতদিন প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য D.El.Ed কোর্স আর মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলের শিক্ষক হওয়ার জন্য B.Ed কোর্স চালু ছিল। কিন্তু এখন থেকে আর D.El.Ed কোর্স থাকবে না। এর জায়গায় থাকছে চার বছরের বি.এড কোর্স।

Four Years Integrated B.Ed Course
Image: Four Years Integrated B.Ed Course (Source: epaper.amarujala.com)

★Four Years Integrated B.Ed Course করতে হলে কি কি লাগবে?

2019 সালের পর যারা উচ্চ-মাধ্যমিক পাশ করবে তারা যদি শিক্ষক হতে চাই তাহলে তাদের BA B.Ed অথবা B.Sc B.Ed এর চার বছরের Integrated কোর্স করতে হবে। এর জন্য তাকে উচ্চ-মাধ্যমিকে 50% এর অধিক নম্বর পেতে হবে। তারা তাদের প্রিয় বিষয়টি বেছে নিতে পারবে। এর জন্য তাকে Entrance Exam দিতে হবে এবং Merit এর ভিত্তিতে Admission নেওয়া হবে।

★Four Years Integrated B.Ed Course করার সুবিধা কি?

চার বছরের এই Integrated Course টি করলে সে প্রাথমিক থেকে মাধ্যমিক (1-10) পর্যন্ত স্কুলের শিক্ষক হতে পারবে। তাদের দুটি সার্টিফিকেট দেওয়া হবে, একটি BA/B.Sc কোর্সের আর একটি বি.এড এর। তবে সে যদি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক হতে চাই তাহলে তাকে MA/M.Sc করতে হবে।

★NCTE Four Years Integrated B.Ed Course সম্পর্কিত প্রশ্ন ও উত্তর:

প্রশ্নঃ যারা D.EL.ED ও B.Ed Course করছে বা করেছে তাদের কি হবে?

উত্তরঃ যারা D.EL.ED ও B.Ed Course করেছে বা বর্তমানে করছে তাদের কোর্স বৈধ থাকবে। তবে যারা D.EL.ED কোর্স করেছে তারা কেবলমাত্র প্রথম থেকে পঞ্চম শ্রেণির অর্থাৎ প্রাইমারির শিক্ষক হতে পারবেন। তবে যারা B.Ed Course করেছেন তারা প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষক হতে পারবেন (প্রাথমিক ও মাধ্যমিক)। তবে এর জন্য B.Ed Course করা ব্যক্তিদের ছয় মাসের অতিরিক্ত একটি কোর্স করতে হতে পারে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক হওয়ার জন্য MA/M.Sc ও বি.এড বাধ্যতামূলক থাকছে।

প্রশ্নঃ যারা বর্তমানে BA/B.Sc ও MA/M.Sc করছে বা এই বছর করবে তাদের কি হবে?

উত্তরঃ যারা বর্তমানে BA/B.Sc ও MA/M.Sc করছে বা এই বছর করবে তাদের ভয়ের কোনো কারণ নেই। তাদের জন্য কয়েক বছর সুযোগ দেওয়া হবে। অথবা সে B.Ed+M.Ed 3 years integrated course ও করতে পারেন।

প্রশ্নঃ যে সমস্ত বেসরকারী B.Ed ও D.EL.ED কলেজগুলি রয়েছে সেগুলির কী হবে?

উত্তরঃ সে সমস্ত কলেজ অবশ্যই চালু থাকবে। কারণ সেই সব কলেজেই Integrated B.Ed Course চালু হবে। তবে নতুন করে সেই সমস্ত কলেজে শিক্ষক নিয়োগ করা হবে এবং আসন সংখ্যা একই থাকবে। সেই সঙ্গে সিলেবাস পরিবর্তন করা হবে।

প্রশ্নঃ জেনারেল ডিগ্রি কলেজেও কি Integrated B.Ed Course চালু হবে?

উত্তরঃ না। জেনারেল ডিগ্রি কলেজগুলোতে Integrated B.Ed Course চালু হবে না। শুধুমাত্র B.Ed কলেজগুলোতেই Integrated B.Ed Course চালু হবে।

প্রশ্নঃ Integrated B.Ed করার পর কি আমি অন্যান্য চাকরির পরীক্ষায় বসতে পারবো?

উত্তরঃ অবশ্যই বসতে পারবেন। আপনি চার বছরের Integrated B.Ed করলে আপনাকে BA/B.Sc ডিগ্রি কোর্সের সার্টিফিকেটও দেওয়া হবে। যা সমস্ত চাকরীমূলক পরীক্ষার জন্য গ্রহণ যোগ্য হবে।

প্রশ্নঃ যারা আগে H.S Pass করেছে তারাও কি Integrated B.Ed Course করতে পারবে?

উত্তরঃ না করতে পারবে না। কারণ এটা ডিগ্রি কোর্স।

প্রশ্নঃ B.Sc তে 50% নেই কিন্তু M.Sc তে 50% রয়েছে। আমি এই বছর B.Ed -এ Admission নিতে পারবো?

উত্তরঃ অবশ্যই এই বছর আপনি M.Sc -র সার্টিফিকেট দেখিয়ে B.Ed -এ Admission নিতে পারবেন।

প্রশ্নঃ যারা B.A/M.A করে নিয়েছে কিন্তু বি.এড করা হয়নি তারা কি করবে?

উত্তরঃ আপনারা দুই বছরের বি.এড কোর্স করতে পারবেন। আপাতত এই কোর্সটি চালু রয়েছে এবং কয়েক বছর সবাইকে সুযােগও দেওয়া হবে বি.এড করার জন্য।

প্রশ্নঃ আমার MA Complete, তাহলে আমাকে কি আবার BA B.Ed Course (Four Years) করতে হবে?

উত্তরঃ না করতে হবে না। আপনাকে দুই বছরের বি.এড কোর্স করতে হবে।

প্রশ্নঃ আমি BA Bengali (Hons) Complete করছি বর্তমানে। তাহলে আমাকে কি আবার BA B.Ed Integrated Course করতে হবে?

উত্তরঃ না করতে হবে না। আপনাকে দুই বছরের বি.এড কোর্স করতে হবে।

প্রশ্নঃ যারা Already B.Ed করে ফেলেছে তারা কি Primary TET এ বসার সুযোগ পাবে?

উত্তরঃ অবশ্যই বসতে পারবেন। তবে এর জন্য আপনাকে ছয় মাসের কোনো আলাদা কোর্স করতে হতে পারে।

প্রশ্নঃ যারা BA, MA ও D.El.Ed করেছে এবং বর্তমানে প্রাইমারি স্কুলের শিক্ষক, তারা কীভাবে B.Ed Course করবে?

উত্তরঃ আপনাকে Open University থেকে স্পেশাল B.Ed কোর্স করতে হবে। কারণ আপনি বর্তমানে শিক্ষকতা করছেন।

প্রশ্নঃ যারা এখন BA/MA Running Student বা Complete হয়ে গেছে, তাদের কত বছর অবধি B.Ed (2 Years) করার সুযােগ থাকবে?

উত্তরঃ দেখুন এখনো নির্দিষ্ট কত বছর ধরে সুযোগ দিবে তা বলেনি। আপাতত চালু রয়েছে এবং কয়েক বছর পর্যন্ত চালু থাকতে পারে।

প্রশ্নঃ যারা Two Years B.Ed Course করেছে তাদের কী হবে?

উত্তরঃ দেখুন আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের কোর্সটি বৈধ থাকছে এবং সেই সঙ্গে আপনারা Primary TET Exam ও দিতে পারবেন।

প্রশ্নঃ আমি 2018-20 শিক্ষাবর্ষে 2years B.Ed -এ Admission নিচ্ছি। আমার কোর্সটা কি বৈধ থাকবে?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই বৈধ থাকবে।

প্রশ্নঃ যারা BA/B.Sc এবং MA/M.Sc করে নিয়েছে ইতিমধ্যেই, তারা যদি Teacher হওয়ার জন্য B.Ed করতে চাই তাহলে কি করবে?

উত্তরঃ আপনারা দুই বছরের বি.এড কোর্স করতে পারবেন। আপাতত এই কোর্সটি চালু রয়েছে এবং কয়েক বছর সবাইকে সুযােগও দেওয়া হবে বি.এড করার জন্য।

প্রশ্নঃ আমি D.EL.ED Department -এর শিক্ষক, আমার চাকরিটা কি থাকবে?

উত্তরঃ দেখুন 2019 থেকে যদি Integrated B.Ed Course চালু হয় তাহলে 2019 এর পর নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে কলেজগুলোতে। আর এটি চালু হয়ে গেলে 2020 সালের পর থেকে D.El.Ed Course বন্ধ হয়ে যেতে পারে।

প্রশ্নঃ যারা এখন B.Sc/M.Sc Running Student তারা যদি শুধু B.Ed করতে চাই, তাহলে 2 বছরের B.Ed Course করতে পারবে?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই করতে পারবে। আপনাদের জন্য কয়েক বছর সুযোগ দেওয়া হবে।

প্রশ্নঃ MA (Distance) 2018 তে শেষ হবে, বয়স 30 বছর। আমি কি B.Ed করতে পারবো?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই করতে পারবেন, যদি আপনার BA/MA তে 50% Marks থাকে তবেই।

প্রশ্নঃ যারা D.EL.ED Complete করে Graduation Complete করেছে, তারা কি Upper Primary ও SLST IX-X দিতে পারবে?

উত্তরঃ আপনারা কেবলমাত্র Primary TET ও Upper Primary দিতে পারবেন। SLST IX-X এর জন্য আপনাকে বি.এড করতে হবে।

প্রশ্নঃ আমার মাস্টার ডিগ্রি সম্পন্ন ২০১৫ তে। উচ্চ মাধ্যমিকে ৫০% নম্বর নেই। আমি কী এই ৪ বছরের কোর্স টি করতে পারবো?

উত্তরঃ না। করতে পারবেন না। এটি করার জন্য আপনাকে Running Student হতে হবে এবং উচ্চ-মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে।

প্রশ্নঃ যাদের BA, MA ও B.Ed Course করা রয়েছে তারা কি 1-12 পর্যন্ত শিক্ষকতা করতে পারবে?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই। নতুন নিয়ম চালু হলে আপনি Primary TET, Upper Primary, SLST IX-X, SLST XI-XII এর পরীক্ষা দিতে পারবেন। তবে Primary TET দেওয়ার জন্য আপনাদের 6 মাসের অতিরিক্ত একটি কোর্স করতে হতে পারে।

প্রশ্নঃ যারা 4years Integrated B.Ed Course করবে তাদের কি আলাদা করে আবার Graduation করতে হবে?

উত্তরঃ না আলাদা করে Graduation করতে হবে না। 4years Integrated B.Ed Course করলে আপনাকে দুটো সার্টিফিকেট দিবে। একটা BA/B.Sc/B.Com ও আর একটি B.Ed Course এর। BA/B.Sc/B.Com এর সার্টিফিকেট দিয়ে আপনি যেকোনো চাকুরীর পরীক্ষায় বসতে পারবেন।

প্রশ্নঃ আমি 1998 সালে উচ্চ মাধ্যমিক এ 52% নম্বর পাই। আমি কি এই কোর্স করার সুযোগ পাব। তাছাড়া এখন আমার বয়স 38 । এই কোর্স করে আমার কোন চাকরি করার সুযোগ থাকবে?

উত্তরঃ না আপনি করতে পারবেন না। কারণ আপনি Running Student নন এবং আপনার বয়সও অনেক হয়ে গেছে।

প্রশ্নঃ যাদের MA in Education ও B.Ed করা আছে তাদের কি Integrated B.Ed Course করতে হবে?

উত্তরঃ না করতে হবে না। আপনারা 1-12 শ্রেণীর শিক্ষক হওয়ার জন্য যোগ্য।

প্রশ্নঃ 2019 সালের পর যদি কেউ 4years Integrated B.Ed Course না করে জেনারেল কলেজে BA/MA করে, তাহলে সে পরবর্তী সময়ে কিভাবে B.Ed করবে?

উত্তরঃ এখনো সেই রকম কিছু বলা হয়নি। তবে সে MA/M.Sc করার পর B.Ed M.Ed 3 years Integrated course করতে পারবে।

প্রশ্নঃ Four Years Integrated B.Ed Course করতে কত টাকা খরচ হবে?

উত্তরঃ দেখুন এখনই সব কিছু বলা সম্ভব নয়। নিয়ম চালু হোক তারপর বলা যেতে পারে।

প্রশ্নঃ আমি স্পেশাল বি এড এর স্টুডেন্ট, nsou থেকে কোর্স করছি। আমাদের ক্ষেত্রে এই নিয়মের কি কি বদল হবে, দয়া করে একটু বলবেন প্লিজ?

উত্তরঃ না আপনাদের ক্ষেত্রে কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না।

প্রশ্নঃ যাদের MA ও B.Ed আছে তারা কি একাদশ ও দাদশ শ্রেণির শিক্ষক হতে পারবে?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই পারবে।

প্রশ্নঃ Primary TET এর ফর্ম ফিলাপ শেষ হয়ে গেছে কিন্তু নতুন করে B.Ed করা Student রা TET দিতে পারবে?

উত্তরঃ না দিতে পারবে না। কারণ এখনো নিয়ম কার্যকর হয়নি। 2019 সালের পর কার্যকর হতে পারে।

প্রশ্নঃ উচ্চ-মাধ্যমিক পাশ করে Integrated B.Ed Course করলে কি 11-12 র শিক্ষক হওয়া যাবে?

উত্তরঃ আপনাকে Integrated B.Ed Course করার MA/M.Sc করতে হবে এবং তারপর আপনি 11-12 র শিক্ষক হতে পারবেন।

বি:দ্র: উপরিউক্ত প্রশ্ন গুলো আমাদের পাঠকদের করা। আমরা সেই প্রশ্নের অনুমান সাপেক্ষ কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী কালে যদি কোন নিয়ম চালু হয় সেক্ষেত্রে সরকারি গ্যাজেট পড়ার পর বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারবো আশা রাখছি।

■ তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় সূত্র ■

The Telegraph

INDIA TODAY

Times of India (TOI)

স্টুডেন্টস কেয়ার

সংবাদ প্রতিদিন

epaper.amarujala.com

যদি আপনি আমাদের Four Years Integrated B.Ed সম্পর্কে কোনো প্রশ্ন করতে চান তাহলে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

-মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ।।

Content Protection by DMCA.com
এখান থেকে শেয়ার করুন

54 thoughts on “NCTE Four Years Integrated B.Ed Course সম্পর্কিত যাবতীয় প্রশ্ন-উত্তর বিস্তারিত জানুন

  • May 25, 2018 at 6:30 pm
    Permalink

    2018-20 session e 2 year B.ed kore jodi keu M.ed korte chay tahle se ki korbe?? tahle ki take abar 3 years B.ed + M.ed integrated course korte hobe??

    Reply
  • May 25, 2018 at 6:44 pm
    Permalink

    M.A + M.ED aksathe kora jabe…r jodi hoy tahole koto year ?

    Reply
    • July 5, 2018 at 11:14 am
      Permalink

      B.A part 1 er exam debo jodi graduation a 50% naa thake se khetre ki M.A korar por B.Ed kra jabe ??

      Reply
      • July 6, 2018 at 10:01 am
        Permalink

        BA তে 50% অথবা MA তে 50% থাকলেই B.Ed করা যাবে

        Reply
  • May 25, 2018 at 11:34 pm
    Permalink

    B.A/B.sc 2016-19 batch er student der koto years B.ed korte hobe ?

    Reply
    • May 26, 2018 at 5:28 am
      Permalink

      না করতে হবে না। আপনারা দুই বছরের বি.এড করবেন।

      Reply
      • February 18, 2021 at 12:03 pm
        Permalink

        2019 year jara h.s 50.marks achhe .and graduation pass course tara ki four years integrated course korte parbe bolben please

        Reply
    • May 28, 2019 at 12:13 am
      Permalink

      4years integrated course kon kon college e korte parbo, please provide source of college list

      Reply
  • May 26, 2018 at 6:21 am
    Permalink

    তাহলে B.Ed College গুলিতে Teacher নিয়োগ কীভাবে করা হবে? এবং তাদের যোগ‌্যতা কী হবে?

    Reply
    • May 26, 2018 at 10:18 am
      Permalink

      যোগ্যতা MA,M.Ed & NET Qualify

      Reply
  • May 26, 2018 at 11:08 am
    Permalink

    আমার B.sc Honours subject এ 50% এর ওপর marks আছে কিন্তু hons+pass+compulsory মিলে 48% আছে।
    আমি কী B.Ed করতে পারব ???

    Reply
  • May 26, 2018 at 12:43 pm
    Permalink

    Jodi general degree college a b.ed na korano hoy… Tahole ei degree college gulo ki hobe ? … Tahole ki r NET /SET er maddhhome lacturer niyog hobe na ? Karon jodi ei college gulo na korate pare integrated b..ed… Tahole er future ki,,,,.plz janaben kindly

    Reply
  • May 26, 2018 at 2:13 pm
    Permalink

    আমি 2014তে 47% পেয়ে বাংলা অনাস বিএ পাশ করেছি। তবে আমি 4বছর এর b. Ed করতে পারব?

    Reply
  • May 26, 2018 at 3:16 pm
    Permalink

    আমার H.S 40℅আছে B.A 45%. আছে NIOS থেকে Dl El ed করছি আমি 1 to 8 Exam দিতে পারব?

    Reply
  • May 26, 2018 at 3:43 pm
    Permalink

    Aami 2012 te b.sc pass korechi . Ekhon Jodi Bengali te ba history te open university theke MA pass kori 55% er besi niea and b.ed kori tahole Ki NET ba ssc te boste parbo

    Reply
  • May 26, 2018 at 4:57 pm
    Permalink

    Ami 2010 year a h.s pass korachi 70% marks niya.2013 b.a honours pass korachi.Ami ai year ki d.el.ed course korta parbo?

    Reply
  • May 26, 2018 at 10:14 pm
    Permalink

    amr 2018 te M.A complete hbe..ami jdi 2019-2021 a B.ED krte chai..tbe ki sta kra jbe??

    Reply
    • May 28, 2018 at 3:11 pm
      Permalink

      2018 তে b.ed admission এবং 2018 তে আমার m.a distance থেকে কমপ্লিট হবে তো আমি কি b.ed admission নিতে পারবো?

      Reply
      • May 28, 2018 at 3:18 pm
        Permalink

        আমার 2018 তে m.a কমপ্লিট হবে আর 2018 তে জুন মাসে b.ed এডমিষণ শুরু ,আমি কি b.ed এডমিষণ করতে পারবো?

        Reply
        • May 28, 2018 at 10:49 pm
          Permalink

          হ্যাঁ অবশ্যই

          Reply
      • May 28, 2018 at 10:50 pm
        Permalink

        হ্যাঁ অবশ্যই

        Reply
  • May 27, 2018 at 10:43 pm
    Permalink

    Ami d.el.ed department er librarian
    Chakri ki hobe

    Reply
    • May 28, 2018 at 11:55 am
      Permalink

      কোনো সমস্যা নেই

      Reply
  • May 28, 2018 at 12:07 am
    Permalink

    Ekjon 2019 e H.S Pass korlo.Ebar se jodi sudhumatro Primary Teacher hote chay,se ki porbe/korbe?

    Reply
    • May 28, 2018 at 11:51 am
      Permalink

      D.EL.ED করতে হবে

      Reply
  • May 28, 2018 at 10:03 pm
    Permalink

    আসলে কাদের 6 months Bridge Course করতে হবে ? 1year b.ed candidates দের না 2 years b.ed candidates দের?

    Reply
  • May 29, 2018 at 12:41 am
    Permalink

    Ami Jodi 2018 te D.eld e vorti hoi…tahole course ta ki boidho hobe??

    Reply
  • May 29, 2018 at 7:06 am
    Permalink

    আমার B.A. তে 52% আছে বাট আমি D.El.Ed করেছি , বর্তমানে M.A. করছি.
    B.ed রা 6 month এর কোর্স করে যদি প্রাইমারী Tet দিতে পারে তাহলে আমরা ix-x exam দেয়ার জন্য অল্প দিনের কোনো কোর্স করার সুযোগ পাবো কি?

    Reply
  • May 30, 2018 at 2:41 pm
    Permalink

    2018 te H.S. …eexam to hoye gache ..koyekdiner modhey hayto result debe and eisame year e graduation e vorti hobe..oi student ta integrated B.ED. krte chay..bt eta to 2019 e chalu hobe..tahle ei year e jara 1st year e vorti hobe tara ki next year notun kore ei course e vorti hote parbe??

    Reply
  • June 8, 2018 at 3:09 pm
    Permalink

    Ani under graduate krechi amr 50%marks nei bortomane ami distance theke MA krchi amar 2019 ses hobe tahole all B.E.D krte pabo

    Reply
  • July 4, 2018 at 3:49 pm
    Permalink

    আমার B. A তে 50 % নাই নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে M.A করছি আমি কি পরের বছর b. Ed এ ভর্তি হতে পারব?

    Reply
  • July 5, 2018 at 10:51 am
    Permalink

    amar b.a te 50% er kom ache kintu m.a te 61% ache b.ed a admission niyachhi ami ki ki exam a boste parbo pls bolun

    Reply
  • July 12, 2018 at 2:59 pm
    Permalink

    আমার 2011 সালে Higher Secondary Exam complete করেছি,, আমি D.El.ED complete করেছি 2015 সালে,, এখন আমি দ্বিতীয় বর্ষ কলেজের..কলেজ শেষ হবার পর আমি B.ed করতে চাইছি…….তাহলে কি আমাকে আবার নতুন করে কলেজ ও বি. এড করতে হবে…..

    Reply
  • July 28, 2018 at 7:06 am
    Permalink

    আমি BA ক্লাস এ BENGALI তে HOUN.আছে কিন্তু আমি B. A তে Method paper history নিয়েছি ।আমি কি tet ,xi-xii বা net এ কোন অসুবিধা হবে কি । please sir আমাকে জানাবেন

    Reply
    • July 28, 2018 at 2:12 pm
      Permalink

      অসুবিধা নেই

      Reply
  • August 25, 2018 at 5:26 pm
    Permalink

    General degree college gulo te integrated b.ed suru na hole sei sob student ra graduation korar pore ki kore b.ed korbe karon sob b.ed college a toh integrated course chalu thkbe , amr M.A B.ED ache & NET qualified achi & M.ED korchi running ….integrated b.ed suru hole amr future a government b.ed college a job er probability ache ki ?????? Admin apnar reply er opekkha a thaktam ..

    Reply
    • August 25, 2018 at 7:55 pm
      Permalink

      2022 সাল পর্যন্ত দুই বছরের বি.এড কোর্স চালু থাকবে

      Reply
  • September 10, 2018 at 10:52 pm
    Permalink

    তাহলে যারা পুরোনো student যদি তারা 4years course করতে চায় তাহলে তাদের কী হব?

    Reply
  • September 23, 2018 at 4:51 pm
    Permalink

    B.A part-1 এ আাছি H.Sএ 70% রোয়েছে, Sanskrit Honours 2018এ বছর ,তাহলে কী আামার 4years B.Ed course 2019 থেকে চালু করতে পারবো কী?

    Reply
    • September 30, 2018 at 11:41 am
      Permalink

      Ami 2006 e H.S complect korechi…65.65 % number ache.S.C catagoty…ekhon Ami non- teaching gov job korchi… Ekhon Ami 1 to 8 class e teacher hote chai..Ami ki vabe eligible hobo…? Ist ki korte hobe? Ami 2019 e addmision nite chai? Ami ki direct 4 years. Integrated 4 years course korte parbo na age graduation korte hobe?

      Reply
  • September 30, 2018 at 9:37 am
    Permalink

    আমি 2020 তে H.S দেব আমার school teacher হওয়া স্বপ্ন, ধরুন 4 year integrated B.ed a entrance a ভর্তি হবার সুযোগ পেলাম না, তাই normal 3 year course a admission হলাম এবং 1st class পেলাম, তারপর আমি কি করব? কারন তখন আর 2 year b.ed course এর কোন অস্তিত্ব থাকবেনা।
    যদি b.ed করতে না পারি তাহলে তো আমাকে সুযোগ থেকে বঞ্চিত করা হল!

    Reply
  • December 1, 2018 at 10:25 pm
    Permalink

    আমি 2006 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি । আমি কি integrated b’ed course করতে পারবো ?

    Reply
  • December 8, 2018 at 9:06 am
    Permalink

    যারা বর্তমানে B.Sc( General ) , pure science এ পড়ছে তারা integrated course করতে পারবে? B.ed or d.el.ed করতে চাইলে কীভাবে করবে? H.S এ 50% up number আছে ।

    Reply
    • December 8, 2018 at 1:45 pm
      Permalink

      2 years B.Ed করতে পারবেন। 2022 সাল পর্যন্ত চালু থাকবে এটা

      Reply
  • December 8, 2018 at 7:52 pm
    Permalink

    Graduation pass course a porleo ki 2 yrs er b.ed kora jay jodi 50% up number thake? Plz reply…

    Reply
    • December 8, 2018 at 8:26 pm
      Permalink

      হ্যাঁ করা যাবে।

      Reply
  • March 11, 2019 at 12:32 pm
    Permalink

    যাদের বি.এ তে 50% নেই তারা কিভাবে বি.এড করবেন

    Reply
    • June 10, 2019 at 7:51 pm
      Permalink

      4 year intergrated B.Ed course করলে b.a/b.sc/b.com ও আর একটি B.Ed course দুটি আলাদা আলাদা সার্টিফিকেট পাওয়া যাবে না। বাম বিবেকানন্দ কলেজ,বর্ধমান গিয়ে জানতে পারলাম।একটি সার্টিফিকেট পাওয়া যাবে। যা teacher ছাড়া সব চাকুরী মূলক ex.গ্রহনযোগ্য নয়। এই বিষয়ে সঠিক তথ্য দিলে উপকৃত হব।

      Reply
  • June 10, 2019 at 7:59 pm
    Permalink

    দুটি আলাদা আলাদা সার্টিফিকেট পাওয়া যাবে

    Reply
  • July 30, 2019 at 2:30 pm
    Permalink

    Westbengal _এ. Integrated B.Ed course কবে থেকে চালু হবে?

    Reply
    • July 30, 2019 at 3:26 pm
      Permalink

      চালু হয়ে গেছে

      Reply
  • July 28, 2021 at 8:14 am
    Permalink

    Sir, political science এ m.a করে Education এ B.ed করা যাবে

    Reply

মন্তব্য করুন

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
error: মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত