MGI 4YEARS CELEBRATION 2018
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া, পাঁচে পদার্পণ
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া গ্রুপ চার বছর অতিক্রম করলো । বাংলা ভাষায় ভূগোল চর্চার অদম্য ইচ্ছায় যে সোশাল মিডিয়া গ্রুপ মুর্শিদাবাদের গোদাগাড়ী গ্রামে আরম্ভ হয় তা আজ পশ্চিমবঙ্গের ভৌগোলিক ক্ষেত্র ছাড়িয়ে অন্য রাজ্যেও প্রসারিত । এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনাদের সহযোগিতা সম্পূর্ণ রূপে এক অনন্য নজির । তাই চারবছর পূর্তির এই শুভক্ষণে সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ।
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া এখন আর শুধুমাত্র একটা সোশাল মিডিয়া গ্রুপ নয় বরঞ্চ একটা পরিবারের রূপ নিয়েছে । আমরা প্রতিনিয়ত পরিবারের প্রতিটি সদস্যের চাহিদা পূরণে যথাসম্ভব প্রচেষ্টা করে গেছি এবং আগামী দিনেও ইহা জারি থাকবে । ভূগোলের ভাষাকে সহজসরল বাংলা ভাষার মধ্য দিয়ে একাত্মকরণের এই প্রচেষ্টায়ায় আপনাদের সক্রিয় সহযোগিতা একান্তই কাম্য । তাই সকল ভূগোল প্রেমী তথা মিশন জিওগ্রাফি ইন্ডিয়া পরিবারের সদস্যের কাছে আমরা অনুরোধ রাখি বাংলা ভাষায় ভূগোল চর্চার উন্নয়নের ধারাকে নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখতে আমাদের পাশে দাঁড়ান ।
এই চার বছরে ক্ষুদ্র এক চারা যে বিশাল মহীরুহে পরিণত হয়েছে তা নিঃসংকোচে বলা যায় । গ্রুপ তো বটেই আমরা আপনাদের চাহিদা পূরণার্থে ত্রৈমাসিক ম্যাগাজিনের তৃতীয় সংখ্যাও প্রকাশ করেছি ইতিমধ্যে । বাংলা ভাষায় ভূগোল চর্চার এক অনবদ্য ওয়েবসাইট রয়েছে আপনাদের নাগালের মধ্যে । অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তিলে তিলে গড়ে তোলা আমাদের সমস্ত কিছু আমরা সমর্পণ করেছি আপনাদিগকে । চাহিদার নিরিখে কতটা দিতে পেরেছি তার বিচার আপনাদের উপরই তুলে দিলাম । আগামীদিনে যাতে আমরা আরও ভাল পরিষেবা প্রদান করতে পারি তার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা এবং অনুদান কামনা করি।
ধন্যবাদান্তে:- মিশন জিওগ্রাফি ইন্ডিয়া টিম